বর্তমানে বিদ্যুৎ এর যে চাহিদা তার সাথে উৎপাদনের ব্যাপক পার্থক্য।বিদ্যুতের এই ব্যাপক ঘাটতি কাটানোর জন্য বিজ্ঞানিরা নিত্য নতুন বিদ্যুৎ সাশ্রয়ী জিনিসপত্র আবিষ্কার করছে।কম্পিউটারে আছে বিদ্যুৎ সাশ্রয়ী মুড,বাতিতে আছে বিদ্যুৎ সাশ্রয়ী মুড।এমনটি হলে কেমন হয় যে ব্লগকেও বিদ্যুৎ সাশ্রয়ী মুড এ রাখা যাবে!!!! অর্থাৎ ব্লগ এ কোন নাড়াছাড়া না থাকলে সেটি অটোমেটিকভাবে স্ক্রিন কাল হয়ে বিদ্যুৎ সাশ্রয়ী মুড এ চলে যাবে।ব্লগারে তৈরি করা ব্লগে ব্যাপারটি করা খুবেই সোজা।এর জন্য প্রথমে ব্লগারে লগিন করে ড্যাসবোর্ড থেকে ডিজাইন ট্যাবের অন্তর্গত Edit HTML এ ক্লিক করে নীচের কোডটি খুজুন।খোঁজার সুবিধার জন্য Ctrl+F ব্যবহার করতে পারেন।
<head>
কোডটি খুঁজে পেলে এর ঠিক উপরেই নীচের কোডগুলো কপি করে পেষ্ট করুন।
<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js"> </script>
কাজ শেষ।এবার সেভ করে প্রিভিউ দেখার জন্য মাউস না নড়িয়ে কিছুক্ষন অপেক্ষা করুন।অনেক টেমপ্লেট এ এটি কাজ করেনা। যারা এই ধরণের সমস্যায় পড়েন তারা টেমপ্লেট পরিবর্তন করে চেষ্টা করতে পারেন।
পুর্বে টেকস্পেটে প্রকাশিত।
----------------------
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
আনেক সুন্দর জিনিস ধন্যবাদ।