আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ,আমি ভাল আছি। আজকে আপনাদের জন্য একটা খুব ভাল কাজের সফটওয়্যার নিয়ে এসেছি। আর যারা মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য এটা প্রথম পছন্দও। জি হ্যাঁ এটি হল CYBERLINK POWER DVD 11 ULTRA।
আমি টেকটিউনে অনেক দিন ধরে এই সফটওয়্যার টি খুজছিলাম কিন্তু পাচ্ছিলাম না।তাছাড়া এটা কিনে ব্যাবহার করা আমার পক্ষে অসম্ভব।
কয়েকজন বড় ভাই এটা নিয়ে আগে টিউন করেছেন কিন্তু তাদের দেয়া সফটওয়্যার আমার কোন কাজ লাগেনি, তাছাড়া টিউনগুলোর সিরিয়াল কিও কাজ করেনি।। আর ইন্সটল এর নিয়ম টি ছিল অনেক কঠিন। তাই আমি এমন সিস্টেম খুঁজে বের করেছি যা দ্বারা আপনারা খুব সহজে এটা ইন্সটল করতে পারবেন। প্রথমে এটার গুরুত্বপূর্ণ কাজগুলো জেনে নেই।
১.এটি দিয়ে আপনি 3d আর blue-ray প্রযুক্তির মুভি দেখতে পারবেন
।
২. যেকোনো 2d মুভি কে 3d তে রূপান্তর করা যাবে
তাছাড়া এমন অনেক মজার মজার ফিচার আছে যা আপনি দেখলেই বুঝবেন।
এবার আপনার যা করতে হবে প্রথমে http://www.megaupload.com/?d=IZP1ZX7I থেকে জিপ ফাইল টি নামাতে হবে। সাইজ মাত্র ৮৭.৬৯ এম বি। আপনার অ্যান্টিভাইরাস অন থাকলে অফ করে দিন কারন এটার কিজেন এ ট্রোজান হর্স শো করে ।এটা সমস্যা করবেনা। এবার জিপ ফাইল টি আনজিপ করুন। ৪ টা ফাইল পাবেন । প্রথমে চিত্রে দেখানো ১ নং ফাইল টি তে রাইট ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। ইয়েস করুন। ইন্সটল সম্পন্ন করুন। আর movie cleep এর অ্যাড টি একসেপট করুন।
এবার আপনার পিসির বিট যেটা সেই বাটন এ ক্লিক করুন । 32 হলে 32 আর 64 হলে 64 চাপুন । আর এরপর ইয়েস বাটন ক্লিক করুন। এরপর এর মেসেজ একসেপট করুন। তারপর cyberlink power dvd 11 ultra keygen এ রাইট বাটন ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। আপনার অ্যান্টিভাইরাস অফ থাকলে ভাল নাহলে মেসেজ ইগনোর করুন। দেখবেন একটি কিজেন ফাইল প্রদর্শিত হচ্ছে আর সুর হচ্ছে । আপনি ওই কিজেন এ generate বাটন ক্লিক করুন আর সিরিয়াল কি কপি করুন।
এরপর CYBERLINK POWER DVD 11ULTRA সফটওয়্যার যেটা আপনার ডেক্সটপ এ শো করছে সেটাতে ডাবল ক্লিক করে কি টি পেস্ট করে বসিয়ে দিন । ব্যাস হয়ে গেল আপনার CYBERLINK POWER DVD 11ULTRA ফুল ভার্সন।
ইন্সটল করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
এই টিউন টি আমি আমার প্রিয় তিনজন টিউনার হাসান জোবায়ের (আল-ফাতাহ), প্রবাসী , আর মুকুট ভাইকে উৎসর্গ করছি।।
আল্লাহ হাফেজ।
আমি শাহ্রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...
এই ডিভিডি প্লেয়ার টার কথা শুনে কাল ডাউনলোড করলাম। কিন্তু জিপ ফাইলে সিরিয়াল কি নাই। কাইন্ডলি কেউ যদি সিরিয়াল কি টা দিতেন অনেক উপকার হত।
ধন্যবাদ
[email protected]
শেয়ার করার জন্য ধন্যবাদ। 2D থেকে 3d করে কি লাভ যদি 3d চশমা না থাকে