আপনার মস্তিস্ককে আরেকটু কর্মক্ষম এবং তীক্ষ্ণ করে তুলুন

mental

বেশ কয়েকদিন যাবৎ ই লক্ষ করছিলাম অনেক জিনিস খুব অল্পতে ভূলে যাই। ব্যাপারগুলো আরো প্রকট হতে থাকে পরীক্ষার সময় যখন ছোট ছোট জিনিসগুলো এলোমোলো হয়ে যাচ্ছিল। ভাবলাম এরকম ছিলাম না আমি। অনেক জিনিস সহজেই মনে রাখতে পারতাম কিন্তু সেই ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসছে। এক সময় ভেবেছিলাম ডাক্তার দেখাব। অনেক ঘাটার পরে জানতে পারলাম ২০ – ২৭ বছরে এই ব্যাপারগুলো দেখা দেয়। তবে এটা একবার জেঁকে বসতে পারলেই সমস্যা। সমস্যা মূলত কুড়ি থেকেই শুরু হয়। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার এর স্টাডিতে দেখা যায় ২৭ এর কাছাকাছি মানুষের মস্তিস্কের তীব্রতা, পাজল সলভিং ক্ষমতা ব্যাপক হাড়ে কমে যায়। অনেকের ক্ষেত্রে তা অর্ধেকেরও বেশী। তবে এই কেস স্টাডি থেকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার ও একটি গাইডলাইন দেয়া হয়েছে। তারা সবাইকে সাজেষ্ট করেছে এই গাইডলাইন ফলো করার। তাই সেই কিছু টিপস টিউনার বন্ধুদের সাথে শেয়ার করব –

এ্যাকটিভ থাকুন

active

সময়ে অসময়ে সুযোগ পেলেই ঝিম মেরে বসে থাকার অভ্যেসটা ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে আপনি ফিজিক্যালি ফিট থাকলেও মেনটালি ফিট না হলে অকালেই সমস্যায় পড়তে হতে পারে। নিজেকে কাজের মাঝে রাখাটা শ্রেয়। তবে জগিং এবং সুইমিং এর বিকল্প নাই।

স্মার্ট ডায়েট

diet

Gary Small, M.D এর মতে আপনার ডায়েটকে এন্টিঅক্সিডেন্ট – রিচ ফুড দিয়ে লোড করুন (যেমন উজ্জল রঙ বিশিষ্ট ফল ফলাদি) এবং ওমেগা৩ ফ্যাটি এ্যাসিড সম্পন্য মাছ এবং অলিভ অয়েল।

অর্গানাইজ এবং ভিজুয়ালাইজ

visualize

নিয়মিত বিভিন্ন মেন্টাল গেম এবং এ্যাকটিভিটিতে পার্টিসিপেট করুন। এতে আপনাকে অনেক ধরনের বিষয় মনে রাখতে হবে। সেগুলোকে বিভিন্ন ক্যাটেগরিতে বিভক্ত করার চেষ্টা করুন এবং বিভিন্ন সাব ক্যাটেগরিতে আলাদা আলাদা ম্যানেজ করার চেষ্টা করুন। এভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে।

একই জিনিস বেশি মনে রাখা থেকে বিরত থাকুন

cell

আমরা অনেকেই অনেক মোবাইল নাম্বার মনে রাখি আবার অনেকেই অনেক বন্ধুদের জন্মদিন মনে রাখি। এতে একই ধরনের জিনিস মনে মনে রাখতে আমাদের অজান্তেই মেমরিতে ক্লান্তি চলে আসে। মোবাইল নম্বর মনে রাখতে প্রযুক্তির সহয়তা নেয়াই ভাল। আর স্পেশাল ডেট (গার্ল ফ্রেন্ড এর জন্মদিন, ম্যারেজ এ্যানিভার্সি) ছাড়া বাকীগুলো রিমাইন্ডার দিয়েই চালানো বেটার। 😉

রিল্যাক্স

sleep

ফিজিক্যালি যেমন আপনাকে এ্যাকটিভ থাকতে হবে তেমনি আপনার প্রয়োজনীয় ঘুমটুকু সময় মত ঘুমিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। আমার ক্ষেত্রই বলি, ঘুম হচ্ছে আমার লাইফ ইজ্ঞিনের ফুয়েল। আমার রাতের ঘুম ভালো দিন এমনিতেই ভালো কেটে যায়। আর এক্সামের আগের রাতে আমি কখনই ভাড়ি পড়ি না। ঘুমিয়ে থাকার চেষ্টা করি। কারণ, আমার ঘুম ফিট তো এক্সাম হিট !!

আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

Excellent Tune.

Level 0

টিনটিন ভাই আমার এই টিউনটি দেখুন এটা সত্যি সত্যি original আইপি হাইড করতে পারে । https://www.techtunes.io/internet/tune-id/8883/ কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে সিরিয়াল কে নেই । যদি খুজে পান তো সকলেই রেপিডশেয়ার থেকে যখন তখন ডাউনলোড করতে পারব । আমি নিজেও আইপি হাইড করে রেপিডশেয়ার থেকে ফাইল নামিয়েছি । একবার ট্রাই করে দেখুন ১০০% কাজ হবে ।

আমরা অনেকেই অনেক মোবাইল নাম্বার মনে রাখি আবার অনেকেই অনেক বন্ধুদের জন্মদিন মনে রাখি।
——-
আমি কারো মোবাইল নম্বর মুখস্ত করি না। তিনটা নম্বর আর একটা জন্মদিন (আমার) মুখস্ত আছে মাত্র।

Level New

গ্রেট জব সোহান ভাই ……

Excellent

বাহ ক্য বাত

http://www.msp20.blogspot.com

    kutha theke je aishob ashe.. blogspot er blog dekhle mejaj gorom hoia jai.. parle wordpress diya nijer domain diya blog site banaiaa link prochar korben ar naile aishob faltu link deowa off koren

সবাইকে ধন্যবাদ!

Level 0

সোহান ভাই, এটার সিকুয়্যাল কবে বের হবে?

    কোনটার সিকয়্যেল এর কথা বললেন ভাই?

ai prb tai khub vugechilam…. abong doctor o dekhalam bt dr.vai ghumer bori chara kisui deinai… jak notun info pelam(20-27years).
thanks

বাংলা উচ্চারন সহ (আলহামদুলিল্লাহ হি রব্বীল আলামীন) কোরআন সফট কিংবা pdf ফাইল দরকার। কারো জানা থাকলে জানান প্লিজ ।

Amar to saradin i ghum pay…. ta hole to ami Fit.(perfect).

Thanks for the nice info.

Level 0

ভালো টিওন । কিন্তু আমার বয়স এখন ১৪ । এখন থেকেই ফলো করি ।