হ্যালো টেকটিউনসের জনগণ, সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। থাম্বনেইল দেখেই নিশ্চই বুঝতে পারছেন আজ আমি কি বিষয় নিয়ে টিউন করবো। তাহলে চলুন শুরু করা যাক। কিভাবে নির্দিষট সিক্রেট কোড ব্যবহার করে নেটফ্লিক্সের সব মুভি দেখবেন।
১. নেটফ্লিক্সে ফ্রিতে নির্দিষ্ট কোড:
আপনারা হয়তোবা অনেকেই জানেননা, নেটফ্লিক্সে ফ্রিতে নির্দিষ্ট কোড দিয়ে আপনারা মুভি দেখতে পারবেন। এটি কোন ইলিগাল বিষয় নয়। তাই আপনার নেটফ্লিক্সের আইডি কখনোই ব্যান হবে না।
২. নেটফ্লিক্সের বেশিরভাগ মুভি এবং ওয়েব সিরিজ এবং ড্রামা সিরিজ গুলো হিডেন থাকে:
নেটফ্লিক্সের বেশিরভাগ মুভি এবং ওয়েব সিরিজ এবং ড্রামা সিরিজ গুলো হিডেন থাকে যা আপনি বাংলাদেশে বসে দেখতে পারবেন না। কারণ নেটফ্লিক্সের অ্যালগরিদম টা এমন। আপনি যদি বাংলাদেশ থেকে নেটফিক্সের ফ্রি মুভি গুলো দেখতে চান তাহলে নেটফ্লিক্সের অ্যালগরিদম আপনার ইন্ডিয়ান মুভি গুলো শো করবে। এছাড়া ধরুন আপনি হরর ফিল্ম বেশি পছন্দ করেন এবং সবসময় হরর ফিল্ম গুলো দেখেন তাহলে নেটফ্লিক্স আপনাকে হরর ফিল্ম গুলোই দেখাবে। যদি ভিপিএন ব্যবহার করে মনে করুন আমেরিকার লোকেসন অন করেন, তাহলে নেটফ্লিক্স আপনাকে খুব অল্প পরিমানের কিছু মুভি বা ওয়েবসিরিজ বা ড্রামা সিরিজ দেখাবে হোম স্ক্রিনে। আবার যদি চিনের না দক্ষিন কোরিয়ার লোকেসন অন করে দেন, তাহলে একইভাবে নেটফ্লিক্স আপনাকে দক্ষিণ কোরিয়ার বা চিনের কন্টেন্ট গুলো দেখাবে। কিন্তু বেশির ভাগ মুভি বা সিরিজ হিডেন থাকে।
এবার আসা যাক মূল বিষয়ে।
৩. আপনি নেটফ্লিক্স এর সব হিডেন মুভি গুলো দেখতে পারবেন সিক্রেট কোড দিয়ে:
ধরুন আপনি এডভেঞ্চার মুভি গুলো দেখতে চাচ্ছেন, তাহলে কোড ব্যবহার করে আপনি দেখতে পারবেন।
এই যেমন ধরুন,
http://www.Netflix.com/browse/genre/code
এখানে কোডের স্থানে আপনি নির্দিষ্ট কোড টি দিবেন। যেমন,
http://www.Netflix.com/browse/genre/77232
ধরে নিলাম এটি অ্যাডভেঞ্চার মুভি কোড।
আমি আপনাদের কোডগুলো শেয়ার করছি।
নিচে তালিকা দেয়া হল।
৪. শর্টকার্ট ডাউনলোড লিংকঃ
আপনাদের সুবিধার জন্য নিচের লিংকে ক্লিক করে কোড গুলো ডাউনলোড করে নিতে পারেন।
https://drive.google.com/file/d/1iWhQywtskUPc4AfkuUsTXvK_chj3HhuV/view
এটি ইলিগাল বিষয় না। তাই আপনার একাউন্ট কখনোই ব্যান হবে না।
একইভাবে মোবাইলের ক্রোম বাজারে যে কোন ব্রাউজারে গিয়ে ইউজ করতে পারবেন।
ধন্যবাদ। আমার এই টিউনটি মনোযোগ সহকারে পড়ার জন্য। আর কেমন লাগলো তা টিউমেন্ট করে জানিয়ে দিবেন। আবারো ধন্যবাদ।
আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।