চোর বা ছিনতাই কারী যদি আপনাকে ফোর্স করে এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে চায়, তাহলে তার সঙ্গে ঝগড়া-বিবাদে কখনই যাবেন না এবং তাকে বাধা দেয়ার চেষ্ট করবেন না। তার নির্দেশমত এটিএম কার্ডটি পাঞ্চ করুন এবং পিন দেয়ার সময় বিপরীত পিন কোড দিন। যেমন: আপনার পিনকোড যদি ৫২১৭ হয় তাহলে পাঞ্চ করুন ৭১২৫। যখনি আপনি বিপরীত পিনকোড দেবেন তখন টাকা কাউন্ট হবে, টাকা আসবে ঠিকই কিন্তু বুথ থেকে টাকা বের হবেনা এবং এটি পুলিশ এলার্ট দেবে। যা ছিনতাইকারী বুঝতেও পারবেনা। প্রায় প্রতিটি এটিএম বুথে এই সুবিধা আছে। এই সিকিউরিটি ব্যবস্থা বিশেষ করে বিপদের চিহ্ন এবং সাহায্যের জন্য তৈরী করা। এই সার্ভিস সম্পর্কে অনেকেই সচেতন নন। তাই এটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।
আমি Mîåd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing
অনেক জরুরী তথ্য জানলাম! অশেষ ধন্যযোগ আপনাকে ! 🙂