Must read fully & remember it…….

চোর বা ছিনতাই কারী যদি আপনাকে ফোর্স করে এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে চায়, তাহলে তার সঙ্গে ঝগড়া-বিবাদে কখনই যাবেন না এবং তাকে বাধা দেয়ার চেষ্ট করবেন না। তার নির্দেশমত এটিএম কার্ডটি পাঞ্চ করুন এবং পিন দেয়ার সময় বিপরীত পিন কোড দিন। যেমন: আপনার পিনকোড যদি ৫২১৭ হয় তাহলে পাঞ্চ করুন ৭১২৫। যখনি আপনি বিপরীত পিনকোড দেবেন তখন টাকা কাউন্ট হবে, টাকা আসবে ঠিকই কিন্তু বুথ থেকে টাকা বের হবেনা এবং এটি পুলিশ এলার্ট দেবে। যা ছিনতাইকারী বুঝতেও পারবেনা। প্রায় প্রতিটি এটিএম বুথে এই সুবিধা আছে। এই সিকিউরিটি ব্যবস্থা বিশেষ করে বিপদের চিহ্ন এবং সাহায্যের জন্য তৈরী করা। এই সার্ভিস সম্পর্কে অনেকেই সচেতন নন। তাই এটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।

সংগ্রহীত এখান থেকে

Level 0

আমি Mîåd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক জরুরী তথ্য জানলাম! অশেষ ধন্যযোগ আপনাকে ! 🙂

    Wow, darun ekta information pelam jeta bank company gulao kokhono janaynai. Ajib emon ekta option aase, jene khubi valo laagtese. Thanks MMasuz…

Level 0

kub balo thanks for sharing

ভাই টাকা কি একাউন্ট থেকে কেটে নেয়া হবে। জানালে ভাল হয়।

THANK YOU VERY VERY MUCH. 4 SHARE.

দারুন তো !

চরম শেয়ার । সুপার লাইক ।

((টাকা কাউন্ট হবে, টাকা আসবে ঠিকই কিন্তু বুথ থেকে টাকা বের হবেনা)))
এই কথাটি মানে বুঝলাম না
ধন্যবাদ

    Level 0

    @ম্যাকসন: beparta holo taka count korar shobdota hobe kintu takta booth theke bar hobe na , chor ekta dhoka khabe je taka bar hobar shobdo shune 🙂

নতুন কিছু জানলাম। ধন্যবাদ।

Level 0

Thnx… I told it all my frnd and family member… really good post! Carry on… 😉

ha ha ha! its not true. its not work in bangladesh. if u wont beleive this just try yourself. you ll get your answer.

    Level 0

    @মাকসুদ: ha hote pare bangladesh eta work korbe na karon ami ekhono test kori nai abar korteo to pare jodi kore thaole to very good, tar poro ekta jinish janlam manush ke janalam valo lagche jara bidesh achen tader to atleast upokar hobe.

Level 0

ধন্যবাদ, শেয়ার করার জন্য। দরাকারি তথ্য জানলাম।

বাংলাদেশি বুথে কি এই ব্যবস্থা আছে? কারোর কি এরকম কোন অভিজ্ঞতা আছে? আর বাংলাদেশি বুথে কি আদৌ পুলিশরা আসবে বলে মনে হয়?

সুন্দর সুন্দর !!!

ami er age ekta post dilam…ota akhon nei keno bujlamna

Level 3

Kichudion age dekhechilam kothjay jeno,ja hok,TT te thaka mane amader pockete thaka,rumaler moto tan dilam r use korlam….thnx dear

saiful vai s60 signe niya 1 ta tune koren vai. R partasina. Jibon ta shes

Level New

টাকা কাউন্ট করে যদি কেটে ফেলে তাহলে ব্যাংক এর সাথে আরেক জামেলা ।একবার বুথে জাল টাকা বের হল ,সালারা কোন মতেই স্বীকার গেল না ।

    Level 0

    @kamal ahammed: nah obossoi taka katbe na eta sure coz taka ta bar hobe na booth theke just fake signal dibe je taka count hocche.

Level New

নির্বাচিতটিউন মনোনীত হউক-_-_-

এই ইনফরমেশন সত্য না। এটিএম মেশিনের কোম্পানী রিভার্স পিন ইমপ্লিমেন্ট করে নাই। আর পুলিশের ব্যাপারটাও ভুয়া।
এখানে দেখেন http://www.hoax-slayer.com/reverse-pin-ATM.shtml

কোন তথ্য দেবার আগে অবশ্যই ভাল করে জেনে দিন।

    Level 0

    @রাসেদ: Vai okhane bolche je banker booth oi bank jodi ei service na dei tahole reverse technology kaje ashbe na. age apni poren thik moto den ekta manush ke montboo koren Brief Analysis- “The claims in the message are false. Reverse PIN technology does exist. However, it has not yet been implemented by any banks. At this time, entering your PIN in reverse will NOT call police” it dosent mean that its not exist 🙂

      @mmasuz: তারমানে কি দাড়ালো? আপনি এটিএম বুথে রিভার্স পিন দিলে পুলিশ আসবে?

      @mmasuz: wikipedia থেকে পড়েন
      http://en.wikipedia.org/wiki/Personal_identification_number#Reverse_PIN_hoax
      সুন্দর করে লেখা আছে there are no ATMs currently in existence that employ this software

      Level 0

      @mmasuz: আপনার কথায় আসি। আপনি বললেন “jara bidehs thaken khobor ta niey janaben amader ke.”, ইতোমধ্যে নেট মাস্টার ভাই কিন্তু বলেছেনই, “আমেরিকার মত উন্নত দেশেও রিভার্স পিন দিয়ে পুলিশ এলার্ট পাওয়া যায়নি বলে মন্তব্য এসেছিল।” so আর কি? আর আমেরিকায় যে এপ্লাই হয়নি পদ্ধতিটা তার প্রমান আগে রাশেদ ভাইয়ের দেয়া দুটি লিঙ্ক যেখানে লেখা “এটা কোথাও কোনো ব্যাংকে এপ্লাই হয়নি।” আমেরিকা কিন্তু এই “কোথাও ” শব্দটার বাইরে নয়। তার মানে সেখানেও এপ্লাই হয়নি। আর আপনিও রাশেদ ভাইয়ের আগের কমেন্টে বলেছেন “ব্যাংকের বুথে যদি এই সার্ভিস না দেয় তবে এই টেকনোলজী কাজে আসবে না।” আর রাশেদ ভাইয়ের লিঙ্কে আছে “কোনো ব্যাংকেই এখন পর্যন্ত এতা এপ্লাই হয়নি।” তার মানে কি? তার মানে তো এইই দাঁড়ায়, এটা বাস্তবে নেই। যা বাস্তবে নেই তাকে এমনভাবে টিউনে জানিয়ে দেয়ার দরকার কি ছিল যাতে বুঝা যায়, সিস্টেমটা আছে আর কাজ করে। ভুল কিছু জানলে তা বরং অনেক সমস্যার কারণ হয় যেমন, রিভার্স পিন দিলে তা ভুল পিন হিসেবে ধরবে যেহেতু সিস্টেমটা নেই, আর ৩বার ভুল মানে কার্ড ব্লক, তখন বুঝেন অবস্থা!!!! কোন ঘটনা কই যাবে!!!! সুতরাং এই টিউনে মানুষের উপকার করার যে উদ্দেশ্য ছিল তা আর না হয়ে উল্টোটা হবে ।

    Level 0

    @রাসেদ: boss okhane bolchi jodi bank service implement kore then apni ei service er maddhome police call korte parben abong jodi thake police ashbe. ekhon apni proshno korte paren Bangladesher bepare, ekhane ki ei service ache kina ami jani na, kalke shokale chk korbo, but bohir bisshe ache eta ami sure.banker implement korte hobe thats it

Level 2

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

না, তথ্যগুলো সত্য নয়। আগেও এ নিয়ে সামহয়্যার ব্লগে লেখালিখি হয়েছে। আমেরিকার মত উন্নত দেশেও রিভার্স পিন দিয়ে পুলিশ এলার্ট পাওয়া যায়নি বলে মন্তব্য এসেছিল।
আর টাকা আটকে যাবে.. এর স্বপক্ষে দেশের এটিএম গুলোর বাস্তবতা মেলেনি। বরং ভুল পিন 3 বার প্রেস করলে কার্ডটি ব্লক হয়ে যায় (আমি নিজেই একবার ব্লকড হয়েছিলাম)

তাই হোস্টাইল সিচুয়েশনে এই ট্রিকস কাজে লাগবে কি না, সে নিয়ে পরীক্ষার দরকার। নতুবা, বিপদ কমার চেয়ে বরং বেড়ে যাবে। আমার মনেহয়, ব্যাংক কর্তৃপক্ষকে মেইল পাঠিয়ে এর সত্যতা যাচাই করা যেতে পারে।

    Level 0

    @নেট মাস্টার: good point amio ek jaiga theke beparta abishkar korechi so ami shopokkhe jukti dara koraleo jehetu bangladesh thaki proman korar sujog kom jara bidehs thaken khobor ta niey janaben amader ke.

    Level 0

    @mmasuz: আপনার কথায় আসি। আপনি বললেন “jara bidehs thaken khobor ta niey janaben amader ke.”, ইতোমধ্যে নেট মাস্টার ভাই কিন্তু বলেছেনই, “আমেরিকার মত উন্নত দেশেও রিভার্স পিন দিয়ে পুলিশ এলার্ট পাওয়া যায়নি বলে মন্তব্য এসেছিল।” so আর কি? আর আমেরিকায় যে এপ্লাই হয়নি পদ্ধতিটা তার প্রমান আগে রাশেদ ভাইয়ের দেয়া দুটি লিঙ্ক যেখানে লেখা “এটা কোথাও কোনো ব্যাংকে এপ্লাই হয়নি।” আমেরিকা কিন্তু এই “কোথাও ” শব্দটার বাইরে নয়। তার মানে সেখানেও এপ্লাই হয়নি। আর আপনিও রাশেদ ভাইয়ের আগের কমেন্টে বলেছেন “ব্যাংকের বুথে যদি এই সার্ভিস না দেয় তবে এই টেকনোলজী কাজে আসবে না।” আর রাশেদ ভাইয়ের লিঙ্কে আছে “কোনো ব্যাংকেই এখন পর্যন্ত এতা এপ্লাই হয়নি।” তার মানে কি? তার মানে তো এইই দাঁড়ায়, এটা বাস্তবে নেই। যা বাস্তবে নেই তাকে এমনভাবে টিউনে জানিয়ে দেয়ার দরকার কি ছিল যাতে বুঝা যায়, সিস্টেমটা আছে আর কাজ করে। ভুল কিছু জানলে তা বরং অনেক সমস্যার কারণ হয় যেমন, রিভার্স পিন দিলে তা ভুল পিন হিসেবে ধরবে যেহেতু সিস্টেমটা নেই, আর ৩বার ভুল মানে কার্ড ব্লক, তখন বুঝেন অবস্থা!!!! কোন ঘটনা কই যাবে!!!! সুতরাং এই টিউনে মানুষের উপকার করার যে উদ্দেশ্য ছিল তা আর না হয়ে উল্টোটা হবে

ভুয়া

Level New

এটা বাংলাদেশে কাজ করেনা। যদি কাজ করতই তাহলে কি আপনাদের ধারণা বাংলাদেশের ব্যাংকাররা তাদের গ্রাহকদের এই সম্পর্কে আবগত না করে বিষয়টি লুকিয়ে রাখত????? এটা উন্নত বিশ্বের দেশ গুলোতে আছে। আর ধরে নিন ভবিশষ্যতে যদি এই সার্ভিসটি বাংলাদেশে চালুও হয় তবে আপনার কি ধারণা যে বাংলাদেশের পুলিশরা ATM বুথে সাথে সাথে যেত,? গেলেও ছিনতাইকারী এই ট্রিক্স করার পুরস্কার স্বরূপ আপনার প্রাণ হরণ করার ২/৩ ঘন্টা পরে হয়ত পুলিশ আসার সমূহ সম্ভাবনা আছে। যেখানে মানুষ থানায় গেলেও ঘুষ না দিলে পুলিশ চেয়ার ছেড়ে উঠেনা! এটা বাংলাদেশ এটা ইউরোপ, আমেরিকা নয়।

vy reverse pin maney vul pin………ata panir moto soja.apni vul pin diya service a dhukben kemney taka gona toe porer kotha.R 3 bar vul pin diley r kard niya basay jaite hoibo na.Seems you’ve not applied this technique personally.Try it 1st ,prove urself then make tune on TT.

আমি সুমন ভাই এবং নেট মাষ্টার ভাইয়ের সাথে সহমত।

Level New

purai vuaa, post likhar age vaben ki likhchen,

ধন্যযোগ আপনাকে !

বস, জটিলতো! ধন্যবাদ ।

Level 0

আপনার পিন নাম্বারটি যদি ৫১১৫ হয় বা ২০০২ হয় তাহলে কি করবেন? mmasuz আপনি মনে হচ্ছে আর্টিকেলটি বুঝতে পারেন নি। সেখানে বলা হয়েছে এই সফটওয়্যার আছে এবং ইউ.এস এর কিছু স্টেটে চালু করার জন্য সুপারিশ করা হয়েছে কিন্তু এখনো কোথাও এটি সক্রিয় নেই।

আমি সুমন ভাই এবং নেট মাষ্টার ভাইয়ের সাথে সহমত।

Level 0

lame……..karo pin jodi 1221, or 4554 or 6776 ba ai typer hoy tader ki hobe???????

vai ekhane jodi kono chur dakat theke thake tahole to jene gese :d:d:d by the way thanks 4 post

Level 0

at the last i agreed with net master. apply ekhono hoi nai shuparish kora hoise abong aro porikha nirikha kora hobe eta niey but ekhono chalu hoi nai. shobai eto uttejito keno lol. ami ekhon post ta tahole remove kore felbo?

Level 0

Jossssssssssssssssssss

বিতর্কিত

Level 0

Tips টি ভাল লেগেছে। কাজে লাগলেই হল।