পোস্টের সূত্র: Funny Tips
এটা খুবই পুরনো টিপস। তারপরেও অনেকের না ও জানা থাকতে পারে। যে বন্ধুদের জানা নাই তাদের জন্যই আমার আজকের এই মজার টিপস।
প্রথমে যে কোন ড্রাইভে একটা ফোল্ডার তৈরী করুন। এখন সাথে সাথেই কী-বোর্ড এ Alt Key চেপে ধরে 0160 চাপুন। এন্টার দিন। দেখবেন নামহীন একটা ফোল্ডার তৈরী হয়ে গেছে। আসলে অল্টার কী এবং ০১৬০ একসাথে চাপলে কম্পিউটারে একটা ASCII Code তৈরী হয় যা Invisible.
এরকম আরো টিপস পেতে চাইলে এখান থেকে ঘুড়ে আসতে পারেন।
ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
শামীম, চমৎকার টিপস কিংবা ট্রিকসও বলা যায়। ধন্যবাদ…