আসল ফোন চিনবেন যেভাবে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

হয়তো আপনি একটি নতুন ফোন কিনবেন বলে ভাবছেন। অথবা হয়তো কোনো সেকেন্ড হ্যান্ড ফোন আপনার কোনো বন্ধুর কাছ থেকে কিনবেন। এছাড়াও হয়তো আপনি আপনার ফোনটি নকল কিনা সেটা জানতে চান বা যাচাই করতে চান। তো আজ আপনাদের সাথে এমনি একটা চমৎকার ট্রিক্স সম্পর্কে বলবো যে ট্রিক্সটি ব্যবহার করে আপনি যেকোনো ফোন সেটা আসল হোক বা নকল আপনি সেটা সহজেই বুঝতে পারবেন।

প্রথমে, আপনি আপনার ফোনের কিপ্যাড এ গিয়ে ডায়াল করুন-*#06# লেখার সাথে সাখেই আপনাকে কয়েকটি নাম্বার দেখানো হবে। সেখানে দেখবেন IMEI নামে ১৫ ডিজিটের একটি নাম্বার আছে। আপনার ফোনে দুটি সিম থাকলে আপনি দুটি IMEI নাম্বার দেখতে পাবেন। তারপর আপনাকে ‍যেকোনো একটি IMEI নাম্বার খাতায় নোট করে রাখতে হবে। তারপর আপনার পছন্দনীয় একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন- imei.info. এটি সার্চ করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করানো হবে। সেখানে CHECK অপশনে ক্লিক করার আগে আপনার সেই খাতায় নোট করা ১৫ ডিজিটের নাম্বারটি সেখানে দিয়ে দিবেন। তারপরে তার নিচে I am human এ টিক চিহ্ন দিয়ে CHECK এ ক্লিক করুন। তারপরে আপনার ফোনটির মতোই হুবুহু একটি ফোন দেখতে পারবেন। সেখানে সেই ফোনের অনেক তথ্যও দেয়া থাকবে। আপনার ফোনের সাথে সেখানে দেয়া তথ্যের যদি মিল খুঁজে না পান, তাহলে আপনার ফোনটি নকল। আর আপনার ফোনটির সাথে ওই ফোনের তথ্যগুুলো মিলে গেলে আপনার ফোনটি আসল।

Level 0

আমি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী ইসলাম চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস