আইফোনে নতুন উপায়ে দেখুন ঠিক কোন কোন অ্যাপস আপনার উপর Spying করছে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

অনেকে হয়তো জানেন অ্যাপল তাদের ফোনে iOS 15 থেকে চমৎকার একটি প্রাইভেসি ফিচার এড করেছে। iOS 15 এবং iPadOS 15, অপারেটিং সিস্টেমে পাবেন পারসোনাল ইনফরমেশন প্রক্টেক্ট করার অনেক অপশন। এমনকি যারা আপনার উপর নজরদারি চালাচ্ছে তাদের উপর আপনি নজরদারি চালাতে পারবেন।

iOS 15 এর নতুন প্রাইভেসি ফিচার

iOS 15 এবং iPadOS 15 এ এসেছে Record App Activity নামে চমৎকার একটি অ্যাপ। এর মাধ্যমে ইউজাররা জানতে পারবে কোন অ্যাপ গুলো তাদের ডেটা ট্র‍্যাক করছে, কতক্ষণ ধরে একটিভ ছিল এবং নির্দিষ্ট সময় কি কি পারমিশন ব্যবহার করেছে।

এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ, কি পরিমাণ নেটওয়ার্ক রিসোর্স ও ডেটা ব্যবহার করেছে সেটার সামারি পাবেন। আরও জানতে পারবেন,

  • কখন অ্যাপ ফটো, ভিডিও, স্ক্রিন-শেয়ার, লোকেশন, কন্টাক্ট ও অন্যান্য মিডিয়া ফাইলে এক্সেস নিয়েছে।
  • কখন আপনার অ্যাপ মাইক্রোফোনে এবং ক্যামেরায় এক্সেস নিয়েছে।
  • কখন অ্যাপ নির্দিষ্ট ডোমেইনে কানেক্ট হয়েছে কত বার হয়েছে সেটাও জানতে পারবেন। সেই ডোমেইন গুলোর ইনফরমেশন পাবেন যেগুলোতে আপনি অ্যাপ দিয়ে প্রবেশ করেছেন।

আপনি এই সামারি দেখার মাধ্যমে জানতে পারবেন আপনার অ্যাপ গুলো ফোনের কতটা এক্সেস নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। আপনার সিস্টেম সাত দিনের অ্যাপ এক্সেস এর পুরো সামারি আপনাকে দেবে। আর বর্তমান অবস্থা বিবেচনায় আপনার এমনই এটি অ্যাপ প্রয়োজন।

কিভাবে Record App Activity অ্যাপ ব্যবহার করবেন

আপনি সামারি রিপোর্ট পেতে দারুণ এই ফিচারটি আগে এনেভল করে নিতে হবে। সেটিংস এ যান Privacy > Record App Activity তে গিয়ে ফিচারটি এনেভল করে দিন।

অ্যাপটি কাজ করা শুরু করে দেবে, রিপোর্ট জেনারেট হতে আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হবে। আপনি Save App Activity তে ট্যাপ করে আপনার রিপোর্ট JSON ফাইলে এড করতে পারেন যদিও এটা বুঝতে আপনার টেকনিক্যাল জ্ঞানের দরকার হবে।

কিভাবে Record App Activity তে রিপোর্ট দেখবেন

App Privacy রিপোর্ট বুঝতে সহজ এবং ন্যাভিগেট করাও সহজ কিন্তু এটা এখনো iOS 15 এ আসে নি। পরবর্তী আপডেটে চলে আসতে পারে। তখন এটি আপনি Settings > Privacy > App Privacy Report এ গেলেই পেয়ে যাবেন। Record App Activity এনেভল করলেই কেবল রিপোর্ট দেখতে পারবেন।

শেষ কথা

বর্তমানে বিভিন্ন অ্যাপ যেভাবে ইউজার প্রাইভেসি নিয়ে ভাবাচ্ছে সুতরাং এই সময় এই ধরনের একটি ফিচার অবশ্যই প্রশংসার দাবী রাখে। এখন থেকে জানা সহজ হবে কোন অ্যাপ কিভাবে আপনার ফোনের এক্সেস নিচ্ছে।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস