যেভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে Google Assistant ডিজেবল করবেন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। আজকে আমরা আলোচনা করব গুগল এসিস্ট্যান্ট ডিজেবল করা নিয়ে।

Google Assistant স্মার্টফোনের একটি প্রয়োজনীয় ফিচার এতে কোন সন্দেহ নেই। তবে আপনি যদি চান যে কেউ আপনাকে কোন ভাবে না শুনুক, তাহলে এটি বন্ধ করতে পারেন। বর্তমান সময়ে প্রাইভেসি নিয়ে আমরা অনেক সচেতন, কখনোই চাইব না আমাদের কোন কথা, কোন কোম্পানি শুনুক এবং সেগুলো বিজ্ঞাপণের কাজে ব্যবহার করুক, তো আজকে এই টিউনে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে বিভিন্ন ডিভাইস থেকে আপনি Google Assistant কে ডিজেবল করবেন।

এই টিউনে ডিজেবলের যে পদ্ধতি গুলো দেখাব সেগুলো ডিভাইস অনুযায়ী ভিন্ন হতে পারে এবং বিভিন্ন আপডেট এর ফলে চেঞ্জ ও হয়ে যেতে পারে।

খুব সহজে ডিজেবল করার একটি অপশন রয়েছে। প্রথমে Hey Google অথবা OK Google ভয়েস কমান্ড দিন। অথবা লিখে হলেও এটি একটিভ করুন। যখন এটি কাজ করতে থাকবে তখন “How to turn off Google Assistant” কমান্ডটি দিতে পারেন।

Google Assistant আপনাকে স্ক্রিনশট সহ বিস্তারিত জানিয়ে দেবে কিভাবে এটি ডিজেবল করতে হবে। আর দ্রুত এবং সহজে Google Assistant ডিজেবল করার এটি দারুণ এক পদ্ধতি।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কিভাবে Google Assistant ডিজেবল করা যায়

আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাহলে কয়েকভাবে এটি ডিজেবল করতে পারেন। পদ্ধতি গুলো জানার জন্য আমরা র‍্যান্ডমলি একটা ফোন সিলেক্ট করলাম। তবে অন্য ফোনে কখনো কখনো কিছু বিষয় পরিবর্তন হতে পারে।

সর্বপ্রথম Google Assistant অ্যাপটি ওপেন করুন এবং নিচের ডান পাশ থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করুন। এছাড়া আপনি হোম স্ক্রিনে গিয়ে হোম বাটনে চেপে রেখে থ্রি লাইন আইকনেও ক্লিক করতে পারেন।

এবার প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং General এ ট্যাপ করুন। এখন সেটিংস পেইজ দেখতে পাবেন। এখান থেকে এটা ডিজেবল করে দিন।

আবার, যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের Settings > Google > Settings for Google apps > Search, Assistant & Voice > Google Assistant > General এ গিয়েও Google Assistant ডিজেবল করতে পারেন।

তাছাড়া আপনি Google অ্যাপ থেকে Assistant সেটিংস এ যেতে পারেন। পদ্ধতি একই, Assistant ওপেন করুন প্রোফাইল আইকনে ক্লিক করুন, Settings > Google Assistant > General এ চলে যা ন এবং Google Assistant অফ করে দিন।

আইফোন থেকে কিভাবে ডিজেবল করবেন?

যেহেতু Google Assistant আইফোনের ডিফল্ট অ্যাপ না সুতরাং আপনি সহজেই এটি বন্ধ করতে পারেন। Google Assistant ডিলিট করতে। অ্যাপ আইকনে ক্লিক করে ধরে রাখুন এবং Remove app সিলেক্ট করুন। একই ভাবে Google Home এবং Google অ্যাপও ডিলিট করে দিতে পারেন, যাতে কোন ট্রেস থাকবে না।

তবে এমনটি করতে না চাইলে আপনি নির্দিষ্ট অ্যাপ এর পারমিশন থেকে মাইক্রোফোন পারমিশনও বন্ধ করে দিতে পারেন। এটি করতে আইফোন বা আইপ্যাড থেকে Settings > Privacy > Microphone এ যান এবং সকল গুগল অ্যাপ এর জন্য পারমিশন বন্ধ করে দিন। এর মাধ্যমে আপনি টাইপ করে এখনো Google Assistant ব্যবহার করতে পারবেন তবে গুগল আপনার ভয়েস শুনতে পারবে না।

Google Home থেকে কিভাবে Google Assistant ডিজেবল করবেন?

আপনি চাইলে Google Home অথবা Google Nest Wi-Fi এর মত অন্যান্য স্মার্ট হোম ডিভাইস থেকেও Google Assistant ডিজেবল করতে পারবেন। কয়েক ভাবে এটি করা যায়। চলুন সহজ পদ্ধতিটি দেখে নেয়া যাক। Hey Google অথবা OK Google ভয়েস কমান্ড দিন এবং স্মার্ট স্পিকারকে বলুন যেন Google Assistant ডিজেবল করে দেয়।

বেশিরভাগ স্মার্ট স্পিকারে ফিজিক্যাল Mute সুইচ থাকে। Mute সুইচের মাধ্যমে আপনি তাৎক্ষণিক Google Assistant ডিজেবল করে দিতে পারবেন। তাছাড়া আপনি Google Home স্মার্ট স্পিকারে কমান্ড দিয়েও স্পিকার অফ অথবা মিউট করতে পারেন।

Chromebook এ কিভাবে ডিজেবল করবেন

ক্রোমবুক থেকে Assistant ডিজেবল করতে নিচে ডান পাশ থেকে টাইম বারে ক্লিক করুন, এবার Settings > Search and Assistant > Google Assistant এ যান। এবার Google Assistant ডিজেবল করে দিন

শেষ কথা

আপনার যদি গুগলকে বিশ্বাস না হয় এবং গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করতে না চান তাহলে রয়েছে ডিজেবল করার একাধিক অপশন। প্রয়োজনে বিকল্প এসিস্ট্যান্টও ব্যবহার করতে পারেন যেমন অ্যাপল এর Siri এবং Amazon এর Alexa।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস