আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্ব অপরিসীম। যোগাযোগ তথা, কেনাকাটা, ব্যাংকিং ইত্যাদি প্রয়োজনীয় কাজ আমরা ফোনের মাধ্যমেই করে থাকি। একই সাথে আমাদের ফোন গুলোতে থাকে গুরুত্বপূর্ণ সব তথ্য। বিভিন্ন ব্যাংকিং অ্যাপ, ব্যাংক ডিটেল ইত্যাদি কারণে আমাদের ফোনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে ফোন লক করতে আমরা, PIN, Pattern, অথবা পাসকোড ব্যবহার করি।
ফোনের এই লক ব্যবস্থা ফোনকে অন্যের থেকে নিরাপদে রাখলেও কখনো কখনো প্যাটার্নের মত লক গুলো ভুলে গেলে আমাদের পড়তে হয় বিপাকে। তো আজকে এই সমস্যা সমাধানে নিয়ে এসেছি পাঁচটি মেথড, যেগুলো ব্যবহার করে আপনি ফোনের প্যাটার্ন বা পিন আনলক করতে পারবেন।
এই লিস্টের প্রথমে থাকবে PassFab Android Unlocker। দারুণ এই অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজে Samsung ফোনের পিন, প্যাটার্ন এমনকি পুরো স্ক্রিন লক রিমুভ করে ফেলতে পারবেন। যেকোনো টাইপের লক ইস্যুই এই অ্যাপ এর মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। মাত্র তিনটা ধাপ ফলো করে আপনি Samsung এর স্ক্রিনলক রিমুভ করতে পারবেন। এমনকি এর মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই FRP Lock রিমুভ করা যায়।
অ্যাপটির ল্যাটেস্ট আপডেটের পর ৯৯% অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি সাপোর্ট করবে। এমনকি এটা Galaxy ফ্ল্যাগশীপ ফোন গুলো সহ মিড রেঞ্জের A সিরিজের ক্ষেত্রেও কাজ করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ PassFab Android Unlocker
চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে আনলক করবেন।
এটাও কার্যকরী মেথড তবে এটা ফোন ইতিমধ্যে লক হয়ে গেলে আর কাজ করবে না। আপনি যদি আনলক অবস্থায় লক রিমুভ করতে চান সেক্ষেত্রে কাজে আসবে। এই মেথড খুবই সহজ,
Settings >> Lock Screen >> Screen Lock Type এ চলে যান, বর্তমান লক কোডটি দিন এবং None এ ক্লিক করুন।
তাছাড়া আপনি যদি লক চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে Swipe, Pattern, PIN, এবং Password সিলেক্ট করতে পারেন। ফোনের সিকিউরিটির জন্য None দেওয়াই ভাল।
এবার আমরা Samsung এর Find My Mobile Service ব্যবহার করে কিভাবে ফোন আনলক করা যায় সেটা দেখব। এই পদ্ধতিতে খুব সহজেই আপনি ফোন আনলক করতে পারবেন।
ওয়েব ব্রাউজার থেকে Samsung Account এ লগইন করুন।
“Unlock” অপশন এ ক্লিক করুন
এবার Samsung একাউন্ট এর পাসওয়ার্ড দিন। ব্যাস আপনার কাজ শেষ।
যদি আপনার ফোনে কোন থার্ডপার্টি কোন লক ব্যবহার করে থাকেন এবং ফোন লক হয়ে গিয়ে থাকে তাহলে এই মেথড আপনার জন্য। ফোনটি Safe Mode অন করে সহজেই এই সমস্ত লক বাইপাস করা যায়।
ফোনটি রিবুট করুন, Samsung লোগো দেখার সাথে সাথে Volume Down বাটম প্রেস করে ধরে রাখুন, অথবা পাওয়ার বাটমও প্রেস করে ধরে রাখতে পারেন এবার Safe Mode এ ট্যাপ করুন।
এই মেথডে থার্টপার্টি অ্যাপ ডিজেবল থাকা অবস্থায় ফোনটি অন হবে, ফোন অন হলে নির্দিষ্ট অ্যাপটি আনইন্সটল করে দিন। এবং ফোনটি রিবুট করুন।
ফোন ইমারজেন্সি প্রয়োজন হলে এবং বাকি মেথড গুলো কোন কারণে কাজ না করলে এই পদ্ধতিতে আপনি লক খুলতে পারবেন। এটা মূলত কোন আনলক মেথড নয় এর মাধ্যমে ফোনটি রিসেট হয়ে যাবে। ফোনের সব ডেটা চলে যাবে। তবে এটি করার আগে অবশ্যই আপনার জিমেইলের পাসওয়ার্ড মনে রাখুন।
তো দেখে নিলাম ফোনের স্ক্রিনের লক আনলক করার সেরা পাঁচটি মেথড। সব গুলো মেথড সব দিক থেকে ভাল না হলেও আমরা আপনাকে PassFab Android Unlock মেথডটি সাজেস্ট করতে পারি। কারণ একমাত্র এই পদ্ধতি আপনি নিরাপদে কোন ডাটা লস ছাড়াই ফোন আনলক করতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই আশা করছি এই টিউনটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন মতামত থাকলে টিউমেন্ট করুন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।