বিকাশ সেভিংস একাউন্ট ডিপিএস খোলার সম্পর্কে বিস্তারিত জানুন

বিকাশ অ্যাপের মধ্যে সেভিংস স্কিম বা ডিপিএস খোলার ফিচার যুক্ত হয়েছে অনেক আগে। আর এই ফেবহার ব্যবহার করে বিকাশ অ্যাপ এ আইডিএলসি তে টাকা জমানো যাবে। কোনো বাড়তি ঝামেলা ছাড়া ঘরে বসে এই সেভিংস বা টাকা সঞ্চয় করার স্কিম বা পদ্ধতি পরিচালনা করা যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিকাশ সেভিংস সম্পর্কে বিস্তারিত সব কিছু।

বিকাশ সেভিংস স্কিম কি? বিকাশ ডিপিএস পরিচিতি

অন্য সকল সেভিংস স্কিম এর মত বিকাশ সেভিংস স্কিম একই ভাবে কাজ করে। প্রতিমাসে একটি নির্দিষ্ট অংকের অর্থ বিকাশ একাউন্ট থেকে কেটে নেওয়া হবে ও তা জমা হবে আপনার সেভিংস স্কিম একাউন্টে। সেভিংস স্কিম এর মেয়াদ শেষ হয়ে গেলে জমানো টাকা আপনার বিকাশ একাউন্টে সুদ সহ ফেরত চলে আসবে। আবার এই টাকা ক্যাশ আউট করতে বাড়তি কোনো খরচ বহন করতে হবে না।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং বিকাশ যৌথ পার্টনারশিপের মাধ্যমে এই সেভিংস স্কিম সুবিধা প্রদান করছে যা বিকাশ অ্যাপ থেকে পরিচালনা করা যাবে। প্রতি মাসে সর্বনিম্ন ৫০০টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩, ০০০টাকা পর্যন্ত অর্থ সেই সেভিংস একাউন্টে জমা রাখা যাবে।

সেভিংস একাউন্টের মেয়াদ ২, ৩ বা ৪ বছর হতে পারে। সহজভাবে বুঝানোর জন্য এটাকে বিকাশের মাধ্যমে ডিপিএস ও বলা বলা যেতে পারে। বিকাশ সেভিংস স্কিম এর মেয়াদ শেষে কোনো খরচ ছাড়া আপনার একাউন্টে জমা সম্পূর্ণ অর্থ ক্যাশ আউট করা যাবে। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারী ট্যাক্স প্রযোজ্য হবে। এবার জেনে নেওয়া যাক বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা জমানোর সকল নিয়ম সম্পর্কে।

বিকাশ অ্যাপ দিয়ে টাকা জমানোর নিয়ম – বিকাশ অ্যাপ থেকে সেভিংস স্কিম খোলা যাবে। বর্তমানে আইডিএলসির সাথে এই স্কিম একাউন্ট ওপেন করা যাচ্ছে। ভবিষ্যতে হয়ত আরও প্রতিষ্ঠান এই তালিকায় যুক্ত হতে পারে।

[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার 20 টি সহজ উপায় জানতে এখানে ক্লিক করুন

বিকাশ অ্যাপ দিয়ে টাকা জমানোর উদ্দেশ্যে সেভিংস স্কিম খুলতে গ্রাহককে যা যা করতে হবে:

  • প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন ও হোমস্ক্রিন থেকে “সেভিংস” আইকনে ক্লিক করুন
    এরপর নিয়ম ও শর্তাবলীতে সম্মতি দিয়ে এগিয়ে যান
    “এরপর নতুন সেভিংস স্কিম খুলুন” অপশনে ক্লিঙ্ক করুন
    এরপর সেভিংস এর সময়কাল (২/৩/৪বছর) ও জমার ধরন (মাসিক) সিলেক্ট করুন
    প্রতি মাসে আপনি কি পরিমাণ টাকা (৫০০/১, ০০০/২, ০০০/৩, ০০০) এই একাউন্টে জমা রাখবেন তা নির্বাচন করুন
    এরপর মোট জমার তথ্য দেখানো হবে, এগিয়ে যান
    এরপর নমিনি সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে, প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদান করুন
    সেভিংস এর উদ্দেশ্য সিলেক্ট করুন
    সেভিংস সামারি তে সকল তথ্য প্রদর্শিত হবে, সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিন
    নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়ার এরপর সম্মতি দিন
    কঠিন একটি মনে রাখা যায় এমন একটি পিন প্রদান করুন
    সবশেষে স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত অপশনে ট্যাপ করে ধরে রাখুন

🔥🔥 গুগল নিউজে ভোরের আলো ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

উপরিক্ত নিয়ম অনুযায়ী বিকাশ সেভিংস স্কিম খোলা সম্পুন্য হলে বিকাশ ও আইডিএলসি থেকে কনফার্মেশন এসএমএস পাবেন। ব্যাস, খোলা হয়ে গেলো আপনার ডিজিটাল সেভিংস স্কিম বা বিকাশ ডিপিএস। টাকা জমবে বাড়বে নিরাপদে!

Level 0

আমি তারিফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস