আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আমার আশা ও বিশ্বাস আপনারা সবাই ভাল আছেন। আপনি যখন কম্পিউটার থেকে দূরে থাকেন সেই সময় যে কেহ চেষ্টা করতে পারে আপনার কম্পিউটার ব্যবহারের জন্য আনুমান করে পাসওয়ার্ড দিয়ে। আপনি উইন্ডোজ সিকিউরিটি সেটিং এর মাধ্যমে অস্হায়ী ভাবে লক করতে পারবেন যদি কেহ একের অধিক ভুল পাসওয়ার্ড দেয়। ভুল পাসওয়ার্ড দিলে আপনার সিসটেম লক হয়ে যাবে ৩০ মিনিটের জন্য অথবা আপনি যেভাবে সেটিং করবেন।
১. Start up সার্চ বক্সে Local Security Policy টাইপ করে এন্টার করুন।
২. এখান থেকে বাম পাশের উইন্ডো থেকে Account Policies এ যান এবং Account Lockout Policy সিলেক্ট করুন।
৩. এখন ডান পাশের উইন্ডো থেকে Account lockout threshold অপশন এ ডাবল ক্লিক করুন।
৪. নতুন উইন্ডো খুলবে এবং সেখানে value দেন কতবার ভুল পাসওয়ার্ড দিলে আপনার পিসি লক হবে এবং Apply বাটনে ক্লিক করুন।
৫. Apply বাটনে ক্লিক করলে একটি উইন্ডো খুলবে এবং আপনাকে দেখাবে একাউন্ট ৩০ মিনিটের জন্য লক হবে ভুল পাসওয়ার্ড দিলে। আপনি ইচ্ছে করলে সময় পরিবর্তন করতে পারেন Reset account lockout counter এ ক্লিক এর মাধ্যমে আপনার ইচ্ছে মত।
৬. Ok করে বেরিয়ে আসুন।
***এখন থেকে আপনার কম্পিউটার অস্থায়ী ভাবে লক হবে আপনি যে ভাবে সেটিংস করবেন ঐ ভাবে যদি কেহ ভুল পাসওয়ার্ড এন্টার করে।
আমার আগের টিউন পড়তেঃ
বিরক্তিকর Shortcut Arrow সরিয়ে নিন ডেক্সটপ আইকন থেকে (Windows 7/Vista/XP/98/95)....
Firefox এর প্রয়োজনীয় কিছু Extensions, সাথে Windows Vista (Compressed 81 mb)....
যেভাবে block করবেন আপনার নেটওয়ার্কের সব adult site কোন ধরনের software ছাড়াই...
ফ্রি ইংলিশ Song ডাউনলোড করার জন্য আসাধারন একটি সফটওয়ার.....
*** সবাই ভাল থাকবেন ও অনেক অনেক কমেন্ট করবেন। ধন্যবাদ....
আমি MRKajol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল tune. কিন্তু ভাই আমি এখন অ মান্দাতার আমলের xp use করি। desktop
টাটে উইন্ডোজ ৭ setup করতে চাই but ওটা CD boot নেইনা।। পারলে হেল্প করবেন