কিছু Win-7 ট্রিকস – সাথে একটি প্রশ্ন

**Win-7-এ Hibernate অফ করতে চাইলে প্রথমে C:\ ড্রাইভ এর জায়গা দেখে নিন ; অত:পর এখানে যান-

১. start\all programs\accessories\

২. command prompt-এ রাইট ক্লিক করে Run as administrator দিন ; তারপর নিচের কমান্ডটি দিন-

powercfg hibernate off

৩. এবারে Control panel\power option\change plan settings\advance \ এখান থেকে setting change করতে হবে ; Sleep-এর "+" চিহ্নে ক্লিক করে expand করুন । Allow hybrid sleep "on " করুন ।

৪. এবার C:\ ড্রাইভ এর জায়গা দেখুন ; কমে থাকলে কাজ হয়েছে । এভাবে না হলে Allow hybrid sleep " off " করে দেখুন ।

 

** Win-7-এ Xp-র মতো Quick launch আইকন আনতে চাইলে Toolbar-এ Right click করে New toolbar-এ যান; অত:পর এটি Paste করে Folder/select করুন

%userprofile%\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch

এবারে ডট লাইনটি টেনে এনে বামে আপনার পছন্দমতো জায়গায় দিন ।

Toolbar-এ Right click করে text name বাদ দিন । ব্যস হয়ে গেল ।

** Win-7-এর Taskbar Xp-র মতো করতে চাইলে Taskbar-এ Right click করে

Properties\taskbar\use small icon বক্সে টিক দিন এবং এর নীচ থেকে never combine করুন ।

 

** Win-7-এর Recent viewed document/item Disable করতে চাইলে Taskbar-এ Right click করে Properties থেকে store & display recenty opened itemsএর টিক চিহ্ন Remove করুন ।

**Win-7-এ অনেক Feature ডিফল্টভাবে Hide থাকে; এগুলো পেতে ডেস্কটপে একটি New folder খুলে এইটা Paste করুন

Super Control Panel.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

 

** Win-7-এ windows update করার পর বা অন্য যে কোন সময় (যদি একটিভ করা না থাকে) Not Genuine ম্যসেজ দেয় । এটি থেকে মুক্তি পেতে অনেকে Virus যুক্ত Windows-7 activator ব্যবহার করেন । কিন্তু একটি ছোট কমান্ড এটির সমাধান করতে পারে ; কমান্ডটি হলো

Slmgr -rearm

{এটির রেশ কতদিন থাকে তা আমি জানি না কারণ আমার কোন OS আজ পযন্ত ৩০ দিন যায় নি (৩ বছর হলো PC ব্যবহার করছি)}

একটি adsense বিষয়ক প্রশ্ন: আমার এই Website-টি বারবারই adsense সমৃদ্ধ হতে ব্যর্থ হচ্ছে Page type এর কারণে । কেউ কী সমাধান দিতে পারবেন ? Google প্রতিবার (৩ বার) এরকম একটি message দিচ্ছে-

"Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we're unable to accept you into Google
AdSense at this time.

We did not approve your application for the reasons listed below.

Issues:
- Page type
---------------------
Further detail:
Page type: Your website is a type of website that we do not currently
accept into our program. Such websites include, but are not limited to,
chat sites, sites that drive traffic through cybersquatting, and sites
that use excessive keywords in the content or code of their pages."

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। ভাইয়া আপনার প্রশ্নের সমাধান দেয়ার মতো অনেক অভিজ্ঞ ব্যক্তি টেকটিউনস এ আছে। কেউ না কেউ আশা করি সমাধান করে দেবে।

এটা হচ্ছে আপনার ব্লগটা সাবডোমেইনের কারণে। একটা ডোমেইন নিয়ে নিন। তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে।

Level 0

শেষ খবর পাওয়া পর্যন্ত এই টিউনটি ১৬৫ বার দেখা হয়েছে কিন্তু Comment করেছে একজন । তাই আপনাকে ধন্যবাদ; আপনি অন্যতম ।

একটু অন্য রকম টিপস মনে হইল। ডাউনলোড করে রাখলাম।

Level 0

good effort…

Vai, ami ekhane notun. Amake keu sahajjo korun.
Koyekdin agey ek bondhur pen-drive theke movie neyar somoy amar PC-te virus dhoke. Amar sob drive-er sob folder-e thaka prothom file udhao ar sekhane eki namer 680 kb sizer ekta folder. ‘Explorer xp’ software diye pore deki prothom file gulo emonvabe hide hoye geche je segulo normali show kora jacche na. Ami windows 7 use kori. Notun setup diyeo somossa jacche na.

Please vai, keu amake help koren, please…

Level 0

অনেক দিন থেকে এরকম একটা post খুজছিলাম। very nice

Level 0

@ hasan hridoy. তুমি পিসি সেইফ মোড এ নিয়ে আপডেট করা আন্টি ভাইরাস দিয়ে full scan করলে ভাইরাস থেকে মুক্তি পাবে।