বাংলায় চ্যাট করুন এখন আপনার ব্রাউজার থেকেই কোন সাইটে না ঢুকে

ইন্টারনেটে বাংলা প্রচলনের একটা জোয়ার চলছে। ইউনিকোডের ফলশ্রুতিতে বর্তমানে প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে বাংলায়। আমরা ইতিমধ্যে বাংলায় নিউজ সাইট, ব্লগ, ফোরাম ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বাংলায় পেয়েছি। কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একটা জিনিসের এখনও অভাব রয়েছে। তা হল বাংলায় চ্যাট।
ইন্টারনেটের অতি জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে একটি হল চ্যাট বা চ্যাটিং। বেশিরভাগ ব্যবহারকারীর সাথেই ইন্টারনেটের সম্পর্ক তৈরি হয় চ্যাটের মাধ্যমে। এতদিন ইয়াহুসহ বিভিন্ন চ্যাটরুমে আমরা শুধু ইংরেজিতেই চ্যাট করেছি। এই অধ্যায়ের পালা শেষ হতে যাচ্ছে।
এখন বাংলায় চ্যাট করবেন তাও আবার কোন ওয়েব সাইটে না ঢুকে । আর এই সুবিধাটা নিয়ে আসছে একটি বাংলা টুলবার । এই এই টুলবারের এলসি বাটনে ক্লিক করে একটা ইউজার নেম দেন এবং চ্যাট করা শুরু করুন । কোন রেজিষ্টেশন লাগবে না । ইচ্ছা করলেই আপনার নিক নেইম পরিবর্তন করতে পারবেন । এতে সুন্দর সুন্দর smile send করতে পারবেন । এটা ইচ্ছা করলে মিনিমাইজ করে রেখে দিতে পারবেন । আর এটা ছোট উনডোতে হওয়ায় এর পাশাপাশি আপনি আপনার ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন । এতে আপনি ইউনিবিজয় এর মাধ্যমে বাংলা লিখতে পারবেন । বাংলা এবং ইংরেজী দুই ভাষায় লিখতে পারবেন । আর এই বাংলায় চ্যাট সুবিধাটি পেতে অনেক জনপ্রিয় একটা বাংলা টুলবার আপনার ব্রাউজারে যুক্ত করে নিতে হবে । মজিলা ব্রাউজার ব্যবহারকারী সরাসরি টুলবারটি এডডনস হিসাবে যুক্ত করতে এখানে ক্লিক করুন । আর প্রিভিউ দেখে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সবাইকে অনেক ধন্যবাদ
এই লেখাটি পুর্বে প্রকাশ হয়েছে এখানে ক্লিক করুন

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ । আমার বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে অনেক ভাল লাগে । আমি যখন কোন কিছু শিখি তখন সেটা জেনে বসে থাকতে ভাল লাগে না । তাই যখনই সময় পায় সবার সাথে শেয়ার করার চেষ্টা করি । আমি বিশ্বাস করি আমার অর্জিত জ্ঞান শেয়ার করার কারণে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিস্তারিত লিখলে ভাল হতো। আমিতো চ্যাট করতে পারছি না। ধন্যবাদ তবুও

সবই ঠিক আছে , তবে আমি ইয়াহুতে প্রায় ৩বছর আগে থেকে বাংলা চ্যাট করি । 🙁

Level 2

কাজে লাগবে

এর মাধ্যমে কি ভয়েস চ্যাট করা যাবে?

Level 0

how to uninstall?

Level 0

How to uninstall? I use google chrome,