সহজেই অ্যাড করে নিন XP বা Win-7 ডিস্কে আপনার প্রয়জনীয় সফটওয়্যার

আপনারা অনেকেই XP কিংবা WIN-7  CD তৈ্রি করতে পারেন। আজ আপনাদের এমন একটা টিউন দিবো যেটা দিয়ে আপনারা XP কিংবা WIN-7 এর ডিস্ক এ বাড়তি সফটওয়্যার Add করতে পারবেন। যেমন বাজার এ পাওয়া যায় One PC One DVD । আপনি প্রথমেই নীচের লিঙ্কটি তে ক্লিক করে ডাউনলোড করে নিন এই সফটওয়্যারটি। সফটওয়্যারটি মাত্র ৪.৬২। অ্যাড থাকলে উপরে ডানদিকে Skip AD> ক্লিক করুন।

ডাউনলোড জন্য  Click Here

ডাউনলোড করা শেষে আপনি unzip করে সফটওয়্যার টি কম্পিউটার এ ইন্সটল করুন। সিরিয়াল কী দিয়ে আনলক করুন। তারপর স্ক্রীন শট অনুযায়ী লক্ষ্য করুন।

১। প্রথমেই Ultra ISO open করে file>open এ যান । তারপর আপনার XP কিংবা Win-7 এর ইমেজ ফাইলটি Select করুন।

২। তারপর Actions>Open files এ যান অথবা F3 চাপুন। তারপর আপনি যে ফাইল টি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। আমি এখানে আমার কম্পিউটার সেটাপ এর পরে যে প্রয়জনীয় সফটওয়্যার  লাগে সেগুলো অ্যাড করেছি। সফটওয়্যার গুলো এক ফোল্ডার এ হলে ভালো হয়। কারন অপারেটিং সিস্টেম এর ফাইল তখন ঝামেলা করতে পারে। তবে লক্ষ রাখবেন যেন অপারেটিং সিস্টেম এবং অ্যাড করা ফাইল সব মিলে CD\DVD এর ক্যাপাসিটি অতিক্রম না করে।

৩। তারপর file>save এ গিয়ে সেভ করুন ফাইল টি।

৪। তারপর Tools>Barn CD\DVD Image এ গিয়ে ডিস্ক টি রাইট করুন।

৫। যদি সরাসরি ফাইল সিলেক্ট না হয় তাহলে Image file এ যেয়ে আপনার সেভ করা ইমেজ ফাইল টি সিলেক্ট করুন। আর writing speed ডিস্ক এ যা লেখা থাকে তার ১/২ দিয়ে রাইট করা ভাল। তারপর Barn চাপুন।

৬। আর হয়ে গেল আপনার One PC One CD\DVD। আমার এটা প্রথম টিউন। ছোট খাটো ভুল মার্জনা করবেন। পছন্দ হলে  comment করতে ভুলবেন না

Level 0

আমি সাব্বির ECE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল
আপনাকে ধন্যবাদ
মনে হচ্ছে আপনি আরও অ্যাডভান্স লেভেলের টিউন করবেন

খুবই ভাল হয়েছে আমি কি অফিস এড করতে পারব?

Level 0

ভালো একটা টিউন করলেন ধ্যনবাত

আপনাকে ধন্যবাদ
অ্যাডভান্স লেভেলের টিউন করতে পারবেন। আমার যদি হই তবে খুব ভাল হবে। হলে ১কেজি শিবগঞ্জের আদি চমচম গিপ্ট।

Level 2

দারুন একটা জিনিস দেখালেন। এই ধরনের এড করা অনেক সিডি আমার কাছে আছে কিন্তু ,মনের মতো না। এখন আমার মনের মতো করে ‍এড করবো। আমি আগে এটা কঠিন একটা বিষয মনে করতাম। আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি প্রিয়তে পাটিয়ে দিয়েছি।

ভাই এক্সপি তে তো আমিও করেছিলাম কিন্তু ৭এ পারছিনা কারন সেভেনের বুট ফাইল কোনটা তা খুজে পাচ্ছিনা। আর আপনার টিউনে উদাহরণ শুধু এক্সপির দিয়েছেন কিন্তু সেভেনের ক্ষেত্রেও কি এই পদ্ধতি কাজ করবে কিনা তা বুঝতে পারছিনা। আসলে এটি একটু এডভান্সড লেভেলের টিউন হয়ে গেছে হয়তো তাই আমার মতো কম জাননেওয়ালাদের হয়তো একটু সমস্যা হচ্ছে। উইন্ডোজ৭ এর ইমেজ ফাইল কিভাবে তৈরী করবো সেটিও একটু বলে দিবেন। এবং শেষে কি বুট ফাইল সিলেক্ট না করে বার্ন করলেও ডিক্সটি বুটাবেল হবে কিনা বুঝতে পারছিনা। দয়া করে এই বিষয়গুলোর উপর একটু বিস্তারিত আলোচনা করবেন। টিউনটি আমার জন্য খুবই প্রয়োজনীয় একটি টিউন। তাই আপনাকে অনেক ধন্যাবাদ।

ভাল জিনিস,ধন্যবাদ শেয়ার করার জন্য।

The fileneme, directory name, or volume label syntax is incorrect, সেট আপ দেয়ার সময় এই মেসেজ দিচ্ছে আমি কি করতে পারি।

আমার কাছে সফটওয়্যারটি ছিল। তবে এটির এই ব্যবহারটি জানা ছিল না। একটি রাইট করে চালিয়ে দেখবো। টিউনার ভাই পাঠকের প্রশ্নের উত্তরগুলো দিলে ভাল হয়। কারণ প্রশ্ন একজনের হলেও উত্তর অনেক জনের হয়। আর আব্দুর রব ভাই কাজ হলে সাব্বির ভাইকে ১ কেজি আদি চমচম পাঠাইয়া দিয়েন কিন্তু। আর আপনাদের শিবগঞ্জের আদি চমচমের সাদ এখনও আমার জিবহায় লেগে আছে।

    @রাশিকুল: The fileneme, directory name, or volume label syntax is incorrect, এই মেসেজ দাই সেট আপ দিলে। আপনি আমার উপকার করেন আপনাকে ১ কেজি আদি চমচম পাঠাইয়া দিব আপনাকে।

সবাইকে ধন্যবাদ।
mohammad khalid hosain আপনি Nero দিয়ে প্রথমে Win-7 কপি করুন (Copy Disk)। তারপর যে nrg ফাইল টি তৈরি হবে সেটাতে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল অ্যাড করে CD\DVD burn করুন। আব্দুর রব ভাই আপনি সফটওয়্যার টি ডাউনলোড এ সমস্যা হয়েছে । আবার ডাউনলোড করে নিন

কাজে আসবে ধন্যবাদ।

Level 0

খুব প্রয়োজনীয় টিউন। এরকম টিউন আমার প্রয়োজন ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাদের আবারো বলছি , যে Problem এর কথা বলছেন আপনারা সেগুলো সবই ডাউনলোড প্রবলেম। আবার Windows Fault থাকার কারনে সফটওয়্যার টি Install নিচ্ছে না। সবাই কে কমেন্ট এর জন্য ধন্যবাদ।

আব্দুর রব ভাই আমি আপনার এলাকারই মানুষ। তাই কোন কাজে চাঁপাইনবাবগঞ্জ আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে সফটওয়্যারটি আছে। তবে আমি এখনও এটি তৈরী করে দেখিনি। আমি একটি ISO ফাইল তৈরী করে রেখেছি। কিন্তু তা এখনও রাইট করা হয় নাই। তবে আমার মনে হয় কাজ হবে। আমি আগে করে দেখি, হলে অবশ্যই জানাবো। আর সফটওয়্যারের দরকার হলে আমাকে কল দিলেই হবে মোবাইল ০১৭২২০৪৪৮৪২।

THNX

THNX FOR SHARE
IMPORTANT FOR ALL