সালাম। সকলের প্রতি শুভ কামনা নিয়ে এবারের টিউনটি শুরু করছি।
এবার আপনাদের জানাবো কিভাবে খুব সহজেই seed আর peer এর টেনশন না করে আপনি সহজেই আপনার IDM এর দ্বারা আপনি torrent ফাইল download করবেন। নিচের step গুলো অনুসরণ করুন দয়া করেঃ
১. প্রথমেই Torrific.com এ একটি account এর জন্য sign up করুন
২. এবার যে কোনও সাইটের torrent ফাইল এর উপরে রাইট বাটন ক্লিক করে তার লিঙ্কটি কপি করুন
3. এবার কপি করা লিঙ্কটি torrific.com এ গিয়ে পেস্ট করুন নিচের ছবির মত খালি জায়গায়ঃ
৪. এবার ডান পাশের get বাটন এ ক্লিক করুন
৫. এরপরের যে পেজটি ওপেন হবে তাতে থাকবে ঐ torrent ফাইলটির সকল sub ফাইল এর লিস্ট। এখান থেকে আপনার পছন্দের ফাইলটিতে ক্লিক করুন
৬. দেখবেন সাথে সাথে আপনার ইন্সটল করা IDM দ্বারা ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আপনি পাচ্ছেন আপনার লাইনের MAXIMUM স্পিড !!!!!!! এবং ডাউনলোডেবল ফাইলটি RESUMEও করা যাবে।
এক্ষেত্রে বলে রাখা ভাল যে যদি torrent ফাইলটির seed এবং peer খুবই কম হয় সেক্ষেত্রে আপনার ফাইল টি torrific.com এর server এ আপলোড করতে তারা কিছু সময় চাইবে। সেখেত্রে কিছুক্ষন অপেক্ষা করলেই ফাইলটি ডাউনলোড এর উপযোগী হয়ে যাবে
তো আর কি চিন্তা? এখন INTERNET DOWNLOAD MANGER ব্যাবহার করেই ফুল স্পিড এ নামিয়ে নিন টরেন্ট ফাইল আর seed এবং peer কে বলুন টা টা।
আজ এতটুকুই। ভাল থাকবেন। টিউন এর ব্যাপারে ভাল মন্দ জানাবেন।
ধন্যবাদ।
আমি Real Sugar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek sundor…..