আমরা জানি content is king ব্লগিং এর জন্য।তাই বলে ইউনিক কনটেন্ট নিয়ে বসে থাকলেই ব্লগে ট্রাফিক আসবেনা। Google সব ব্লগ ইনডেক্স করবে তাও ঠিক নয়।তাই আমার মত নতুন ব্লগারদের জন্য এই টিউন।যাদের ছুটতে হয় এদিক অদিক। কোথাও দেখা মিলে টিপসের আবার কোথাও এক্সপার্টরা পাসওয়ার্ড দিয়ে রাখে। তাই অল্প সময়ে জা জেনেছি তা এখানে শেয়ার করব। এ নিয়ে আগে কেও টিউন করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্লগিং---আপনি যদি করে যেতে পারেন আগ্রহ নিয়ে এবং ট্রাফিক মেনেজ করতে পারেন তাহলে সফলতা আসবেই।
আপনার নতুন ব্লগকে ২৪ ঘণ্টার মাঝে ইনডেক্স করাতে BlogCatalog, Blogged এবং NetworkedBlogs এ সাইন আপ করে সাবমিট করুন এবং যাবতীয় তথ্য দিন। ২৪ ঘণ্টার মাঝে Google আপনার ব্লগ কে ইনডেক্স করে নিবে।
আপনাদের কাছে আমার ব্লগ নিয়ে পরামর্শ চাচ্ছি । আমার ব্লগ ভিসিট করতে এখানে ক্লিক করুন।
আমি Bahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a blogger, Writer And Reviewer.
Thanks.