আমরা ইন্টারনেট থেকে প্রতিদিনি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ডকুমেন্ট বা ইমেজ ইত্যাদি ডাউনলোড করে থাকি।প্রয়ই আমাদের কম্পিউটারের এসব ফাইলের ভিতরে হাইড হয়ে থাকা বিভিন্ন ভাইরাস , মেলওয়্যার দ্বারা আক্রান্ত হয়ে থাকে।
আপনি ইচ্ছে করলে ডাউনলোডের আগেই চেকাআপ করে নিতে পারেন তাতে ভাইরাস আছে কি না।
এজন্য প্রথমে এই সাইটটিতে প্রবেশ করুন।তারপর Scan Web Address ট্যাবে ক্লিক করে আপনি যা ডাউনলোড করতে চাচ্ছেন তার ইউআরএল টি Web Address To Scan এর নিচে যে বক্সটি আছে তাতে পেষ্ট করে দিন।এরপর Submit Address এ ক্লিক করুন। এর কিছুক্ষণের মধ্যে ২৪ টি এন্টিভাইরাস দ্বারা লিংকের সফটওয়্যার বা ডকুমেন্টটি স্ক্যান করে ফলাফল দেবে।
আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারের ১০ মেগাবাইটের ছোট কোনো ফাইলও এই সাইটের মাধ্যমে স্ক্যান করে নিতে পারেন।এর জন্য প্রথমে Scan File ট্যাবে ক্লিক করুন তারপ্র Choose এ ক্লিক করে আপনি যে ফাইলটি স্ক্যান করতে চান সেটি সিলেক্ট করুন এবং Submit File এ ক্লিক করুন।
আমি ARO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Rafiur ভাই, সর্বপ্রথম এই টিউনটি মেহেদী আকরাম প্রথম আলোতে প্রকাশ করেছিলেন । তাই, মেহেদী আকরাম ভাইয়ের নাম উল্লেখ করা দরকার ছিল ।