পোস্টের সূত্র: Computer Tips and Tricks
অনেক সময় ভাইরাস দূর করার পর অথবা হঠাৎ করেই দেখা যায় কম্পিউটারের কোন ড্রাইভই ডাবল ক্লিকে ওপেন হচ্ছে না। হয় এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন অপশন থেকে খুলতে হয় অথবা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে খুলতে হয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে রেহাই পেতে এই টিউন টা ভালো করে দেখে নিন।
প্রথমে পিসির যে কোন ড্রাইভ থেকে Tools menu থেকে Folder Option এ যান। View tab থেকে "Hide Protecting Operating System (Recommended)" ফোল্ডার টি খুজে বের করুন এবং টিক চিহ্ন টি তুলে দিন। এপ্লাই এবং ওকে করে বের হয়ে যান। আপনার ডেস্কটপ থেকে Windows Key + E চেপে Windows Explorer খুলুন। এখন প্রত্যেকটা ড্রাইভে গিয়ে autorun.inf ফাইলটি খুজে বের করুন এবং ডিলিট করুন। খেয়াল রাখবেন দুর্ঘটনাবশত অন্য কোন ফাইল যেন ডিলিট না হয়ে যায়। এবার পিসিটি রিস্টার্ট করুন।
এরকম আরো ফাটাফাটি টিপস পেতে এখান থেকে Exclusive Tips ঘুড়ে আসতে পারেন।
আশা করি উপকৃত হবেন।
ভালো থাকবেন সবাই।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
Thanks for your tips.