আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ্র রহমতে ভালোই আছেন আপনারা। আমিও বেশ আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় মতো আপনাদের প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর এর উপর সিরিজ পোস্ট গুলো নিয়মিত দিতে পারছিনা বলে। আপনাদের জন্য বার বার লিখতে বসে দু এক কলম ছাড়া তেমন কিছু লিখতে পারিনি রাইটার ব্লক প্রবলেম এর কারনে আসলে বলুন তোঁ লিখতে বসে অন্য কাজে মন থাকলে কি আর লিখা আসে !!! অনেক কষ্টে এই পোস্ট টা শেষ করলাম। এটা একদিন আগেই দিতে চেয়েছিলাম।
গত পোষ্টে আমরা জেনে ছিলাম হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (অর্থাৎ ফ্রি ব্লগিং প্লাটফর্ম) সম্পর্কে। যাদের গত পোস্ট টি পড়া হয়নি এখানে ক্লিক করে আপনারা পড়ে নিতে পারেন। আজ আমি আলোচনা করবো নন হোস্টেড বা সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম নিয়ে। তবে চলুন আর কথা না বাড়িয়ে জানা যাক নন হোস্টেড বা সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম কি আর এর বিস্তারিত ব্যাপারখানা.....
নন হোস্টেড ব্লগিং প্লাট ফর্ম মূলত সেলফ হোস্টেড ব্লগিং নামেই বেশি পরিচিত। সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম হচ্ছে এমন একটি ব্লগিং প্লাটফর্ম যেখানে আপনাকে নিজস্ব ডোমেইন ও নিজস্ব সার্ভারের দ্বারা ব্লগ সফটওয়্যার এর মাধ্যমে ব্লগ পরিচালনা করতে হয়। এক্ষেত্রে ব্লগ সফটওয়্যার গুলো হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর মত সার্ভার সুবিধা প্রদান করে না, এমন ব্লগ গুলোর ক্ষেত্রে কোন ৩য় পক্ষকে টাকা পরিশোধ করার মাধ্যমে ওয়েব হোস্ট সুবিধা গ্রহণ করতে হয়। আর এতে সম্পূর্ন নিয়ন্ত্রন ক্ষমতা নিজের কাছেই থাকে।
নিচে জনপ্রিয় কিছু সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম দেয়া হোলঃ
এখানে আপনি যদি http://wordpress.org কে আপনার ব্লগিং প্লাটফর্ম হিসাবে বেঁছে নেন তবে ওরা কখনোই আপনার ব্লগটাকে হোস্ট করবেনা। এই প্লাটফর্মটি আসলে একটি CMS প্লাটফর্ম। CMS হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা কিনা ওপেন সোর্স যে কেউ নিজের মত করে কাস্টমাইজ এমন কি ডেভেলপ করে করতে পারবে। এখানে আপনাকে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং এর ব্যবস্থা করতে হবে। আমি জানি আপনারা যারা নতুন তারা ভাবছেন ডোমেইন/হোস্টিং টা আবার কি আবার অনেকেরই হয়তো ধারনা রয়েছে এই ব্যপারে। আসুন তারপরও সংক্ষেপে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জেনে নেই...
ডোমেইনঃ ডোমেইন হচ্ছে আপনার ওয়েব এড্রেস বা URL (Uniform Resource Locators)। আপনার ব্লগ বা ওয়েব সাইটের ঠিকানা। এই ডোমেইন নামেই লোক জন আপনার ব্লগ বা ওয়েবসাইট টাকে চিনবে। যেমন http://earntricks.com এটা একটা ডোমেইন। ডোমেইন এ বিভিন্ন এক্সটেনশন থাকে যেমন .com, .org, .net এবং .info ইত্যাদি।
হোস্টিং : হোস্টিং হচ্ছে ভার্চুয়াল স্পেস বা জায়গা। আপনার ব্লগে বিভিন্ন লেখা বা আর্টিকেল, ইমেইজ, ভিডিও এবং সফটওয়্যার ফাইল জমা রাখার জন্য যে ভার্চুয়াল স্পেস বা জায়গা প্রয়োজন হয় সেটাই হচ্ছে হোস্টিং। সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এ ৩য় পক্ষকে টাকা পরিশোধ করার মাধ্যমে ওয়েব হোস্ট সুবিধা গ্রহণ করতে হয় যেখানে থাকে স্পেস এবং ব্যান্ডউইথ।
ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে পরবর্তি কোন এক সময়ে আমাদের এই ব্লগেই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ্। আশা করি সেই পর্যন্ত আপনাদের সবাইকে সাথেই পাবো।
এখন প্রশ্ন হচ্ছে কোন সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্মটি খুব সহজেই ব্লগিং শুরু করা যাবে এবং কাস্টমাইজ সুবিধাও বেশ ! এক্ষেত্রে আমার মতামত হচ্ছে http://wordpress.org। একটা কথা যারা এই লাইনে একে বারেই নতুন তাদের আমি বলি হোস্টেড ব্লগিং প্লাটফর্ম মানে Blogger.com দিয়েই শুরু করতে কারন আপনি এখনো অনেক কাঁচা তবে দু তিন মাস পড়ে আপনি নিজেই বুঝে যাবেন কেন আপনাকে সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম মানে http://wordpress.org এ ব্লগিং শুরু করা উচিৎ আর কেনই বা এই প্লাটফর্ম এর জন্য বেস্ট। কেন আমি ওয়ার্ডপ্রেসকে সাপোর্ট করছি সেটা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তি পোষ্টে। আশা করি আপনাদের সবার কাছে ব্যাপার গুলো বোধগম্য হয়েছে। 🙂
আজ আর নয় আগামী পোষ্টে আলোচনা করবো হোস্টেড ব্লগিং প্লাটফর্ম নাকি সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম দিয়ে আপনি শুরু করবেন আপনার ব্লগিং যাত্রা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয় গুলো। বুঝতে আসুবিধা হলে মন্তব্যের ঘরে জানান এর এই টিউন সম্পর্কে আপনাদের মতামত মন্তব্যে একান্তে কাম্য। প্লীজ কোন ভুল হলে ধরিয়ে দিয়ে আমাকে শুধরিয়ে দিন। ভালো থাকুন আর সাথেই থাকুন টেঁকটিউনসের এর। ধন্যবাদ।
আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।
আপনার মত ব্লগারের আবার ভুল ধরিয়ে দিতে হবে!!!! ধন্যবাদ দেব না। 😉