প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর [পর্ব-৩] :: আজকের বিষয় “ব্লগ এবং ব্লগিং সম্পর্কে Basic ধারনা (খ)”

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন আপনারা। আমিও বেশ আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় মতো আপনাদের প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর এর উপর সিরিজ পোস্ট গুলো নিয়মিত দিতে পারছিনা বলে। আপনাদের জন্য বার বার লিখতে বসে দু এক কলম ছাড়া তেমন কিছু লিখতে পারিনি রাইটার ব্লক প্রবলেম এর কারনে আসলে বলুন তোঁ লিখতে বসে অন্য কাজে মন থাকলে কি আর লিখা আসে !!! অনেক কষ্টে এই পোস্ট টা শেষ করলাম। এটা একদিন আগেই দিতে চেয়েছিলাম।

গত পোষ্টে আমরা জেনে ছিলাম হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (অর্থাৎ ফ্রি ব্লগিং প্লাটফর্ম) সম্পর্কে। যাদের গত পোস্ট টি পড়া হয়নি এখানে ক্লিক করে আপনারা পড়ে নিতে পারেন। আজ আমি আলোচনা করবো নন হোস্টেড বা সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম নিয়ে। তবে চলুন আর কথা না বাড়িয়ে জানা যাক নন হোস্টেড বা সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম কি আর এর বিস্তারিত ব্যাপারখানা.....

নন হোস্টেড ব্লগিং প্লাটফর্মঃ

নন হোস্টেড ব্লগিং প্লাট ফর্ম মূলত সেলফ হোস্টেড ব্লগিং নামেই বেশি পরিচিত। সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম হচ্ছে এমন একটি ব্লগিং প্লাটফর্ম যেখানে আপনাকে নিজস্ব ডোমেইন ও নিজস্ব সার্ভারের দ্বারা ব্লগ সফটওয়্যার এর মাধ্যমে ব্লগ পরিচালনা করতে হয়। এক্ষেত্রে ব্লগ সফটওয়্যার গুলো হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর মত সার্ভার সুবিধা প্রদান করে না, এমন ব্লগ গুলোর ক্ষেত্রে কোন ৩য় পক্ষকে টাকা পরিশোধ করার মাধ্যমে ওয়েব হোস্ট সুবিধা গ্রহণ করতে হয়। আর এতে সম্পূর্ন নিয়ন্ত্রন ক্ষমতা নিজের কাছেই থাকে।

নিচে জনপ্রিয় কিছু সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম দেয়া হোলঃ

এখানে আপনি যদি http://wordpress.org কে আপনার ব্লগিং প্লাটফর্ম হিসাবে বেঁছে নেন তবে ওরা কখনোই আপনার ব্লগটাকে হোস্ট করবেনা। এই প্লাটফর্মটি আসলে একটি CMS প্লাটফর্ম। CMS হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা কিনা ওপেন সোর্স যে কেউ নিজের মত করে কাস্টমাইজ এমন কি ডেভেলপ করে করতে পারবে। এখানে আপনাকে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং এর ব্যবস্থা করতে হবে। আমি জানি আপনারা যারা নতুন তারা ভাবছেন ডোমেইন/হোস্টিং টা আবার কি আবার অনেকেরই হয়তো ধারনা রয়েছে এই ব্যপারে। আসুন তারপরও সংক্ষেপে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জেনে নেই...

ডোমেইনঃ ডোমেইন হচ্ছে আপনার ওয়েব এড্রেস বা URL (Uniform Resource Locators)। আপনার ব্লগ বা ওয়েব সাইটের ঠিকানা। এই ডোমেইন নামেই লোক জন আপনার ব্লগ বা ওয়েবসাইট টাকে চিনবে। যেমন http://earntricks.com এটা একটা ডোমেইন। ডোমেইন এ বিভিন্ন এক্সটেনশন থাকে যেমন .com, .org, .net এবং .info ইত্যাদি।

হোস্টিং : হোস্টিং হচ্ছে ভার্চুয়াল স্পেস বা জায়গা। আপনার ব্লগে বিভিন্ন লেখা বা আর্টিকেল, ইমেইজ, ভিডিও এবং সফটওয়্যার ফাইল জমা রাখার জন্য যে ভার্চুয়াল স্পেস বা জায়গা প্রয়োজন হয় সেটাই হচ্ছে হোস্টিং। সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এ ৩য় পক্ষকে টাকা পরিশোধ করার মাধ্যমে ওয়েব হোস্ট সুবিধা গ্রহণ করতে হয় যেখানে থাকে স্পেস এবং ব্যান্ডউইথ।

ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে পরবর্তি কোন এক সময়ে আমাদের এই ব্লগেই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ্‌। আশা করি সেই পর্যন্ত আপনাদের সবাইকে সাথেই পাবো।

এখন প্রশ্ন হচ্ছে কোন সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্মটি খুব সহজেই ব্লগিং শুরু করা যাবে এবং কাস্টমাইজ সুবিধাও বেশ ! এক্ষেত্রে আমার মতামত হচ্ছে http://wordpress.org। একটা কথা যারা এই লাইনে একে বারেই নতুন তাদের আমি বলি হোস্টেড ব্লগিং প্লাটফর্ম মানে Blogger.com দিয়েই শুরু করতে কারন আপনি এখনো অনেক কাঁচা তবে দু তিন মাস পড়ে আপনি নিজেই বুঝে যাবেন কেন আপনাকে সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম মানে http://wordpress.org এ ব্লগিং শুরু করা উচিৎ আর কেনই বা এই প্লাটফর্ম এর জন্য বেস্ট। কেন আমি ওয়ার্ডপ্রেসকে সাপোর্ট করছি সেটা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তি পোষ্টে। আশা করি আপনাদের সবার কাছে ব্যাপার গুলো বোধগম্য হয়েছে। 🙂

আজ আর নয় আগামী পোষ্টে আলোচনা করবো হোস্টেড ব্লগিং প্লাটফর্ম নাকি সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম দিয়ে আপনি শুরু করবেন আপনার ব্লগিং যাত্রা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয় গুলো। বুঝতে আসুবিধা হলে মন্তব্যের ঘরে জানান এর এই টিউন সম্পর্কে আপনাদের মতামত মন্তব্যে একান্তে কাম্য। প্লীজ কোন ভুল হলে ধরিয়ে দিয়ে আমাকে শুধরিয়ে দিন। ভালো থাকুন আর সাথেই থাকুন টেঁকটিউনসের এর। ধন্যবাদ।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মত ব্লগারের আবার ভুল ধরিয়ে দিতে হবে!!!! ধন্যবাদ দেব না। 😉

    @এ এম আরাফাত হায়দার:
    ধন্যবাদ আরাফাত ভাইয়া আপনার মন্তব্যের জন্য। আসলে আমি তেমন বেশি কিছু ই জানি না ভাইয়া খুব কম জানি আর একটা কথা ভুল কিন্তু হতেই পারে, এটাই স্বাভাবিক। আপনাদের মতো মানুষদের সব সময় পাশে চাই। ভালো থাকবেন ভাইয়া। 🙂

খুব সুন্দর পোস্ট । অনেক কিছুই জানতে পারলাম । নিয়মিত চালাই যান । ধন্যবাদ , শেয়ার করার জন্য ।

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, অসাধারণ… 😀

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, অসাধারণ… 😀

আমার মনে অয় নিজের একটা ডোমেইন আর হোস্টিং কেনাই ভালো। ভাবই আলাদা। আশা করি আপনি শীঘ্রই আমাদের সাজেস্ট করবেন কি কি ফিচার নিয়ে হোস্টিং কেনা ভালো। মানে কতটুকু ব্যন্ডউইথ, স্টোরেজ, পরে সেটা বাড়ানো যাবে কিনা, খরচ কেমন, কোনটা ভালো হয় ইত্যাদি। http://www.minhazulhaq.com ডোমেইন ফাকা আছে। ভাবতেসি কিনে ফেলবো। কি বলেন মিয়াভাই?

    @মিনহাজুল হক শাওন:
    হুম একমত। তবে এখানে একটা কথা আছে সবাই ত প্রথম পর্যায়ে আর্থিক ব্যাপার গুলো বেয়ার করতে পারে না আর ইনভেস্টও করতে চাইবেনা ঐ পর্যায়ে ব্লগিং এ সীমিত জ্ঞান থাকায় ডোমেইন হোস্টীং যদিও নিতে পারে পড়ে দেখা যায় যে ঠিক মত রক্ষণাবেক্ষণ করতে পারছে না, হতাশ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রয়ই আমি আপনাদের হোস্টিং এর ব্যাপারে সাজেস্ট করবো।

    ডোমেইন টা বেশ ভালো। আপনি আপনার নামে ঐ ডোমেইনটা নিতে পারেন, তবে সেটা শুধু পার্সোনাল ব্লগিং কইরেন। আর প্রফেশনালি যদি শুরু করতে চান তবে ডোমেইন নেম একান্ত পরিচিত জন বাদে কারো সাথে শেয়ার করা উচিৎ হবে না।
    আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ” Happy Blogging Brother ” 🙂

      @তাহের চৌধুরী (সুমন): পারসোনাল ব্লগিং এর জন্যেই, ডোমেইনের দাম তো অল্পই। আপনার চেইনে আরো কয়েকটা পাই, তারপর ব্যবস্থা নিব। 🙂 কারণ নেক্সট টিউনে হোস্টিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

ও হ্যা, আরো কথা, বেশি বলতেসি, মাইন্ড কইরেন না, CMS কি ভালো? মানে এইযে দেশের অনেক সাইট জুমলা দিয়া বানানো, খালি হ্যাক হয়। কারণ কি? আপডেট করেনা নাকি? সাইট হ্যাক হইলে তো … :'(

    @মিনহাজুল হক শাওন:
    আরে মাইন্ড করার কি আছে শাওন ভাই ! পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ হয় CMS। অনেকে নিজস্ব কেনা CMS ইউজও করে। আর হ্যাঁ খুব ভালো ভালো নামকরা সাইট বহুল ব্যবহৃত CMS জুমলায় করা। আর সাইট হ্যাক হওয়াটার জন্য সিকিউরিটি ব্যাবস্থা দায়ি। আমাদের সাইটের যারা ডেভেলপার রয়েছেন তারা সিকিউরিটি জোরদার করতে পারছে না বলে এমন টা হচ্ছে।

Level 0

চালিয়ে যান……………..

আসসালামুআলাইকুম।সবকিছু সহজ ভাবেই বুঝতে পারছি।লেখা আর একটু বেশি দিলে ভালো হত, রসগোল্লা তো এত কমে পেট ভরে না।

    @মুহাম্মাদ জিয়া:
    ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাইয়া। আপনার কথা ঠিক আছে, আমিও মানি ভাই। আসলে এই লেখা গুলা লেখার উদ্দেশ্য ই হচ্ছে নতুন দের ব্লগিং এ আগ্রহি করে ব্লগিং সম্পর্কে বেসিক ধারনা দিয়ে ওকেশনাল থেকে থেকে আস্তে আস্তে গভীরে নিয়ে যাওয়া মানে প্রফেশনাল করে দেয়া। আর শুরু তেই আমি যদি বেশি বেশি লিখি তবে হয়তো ওদের বুঝতে অসুবিধা হবে। আর আমি আমার চেইন টিউনের প্রথম টিউনে টিউন গুলোর রুপ রেখা দেখিয়েছি আর সেই ভাবে এগুচ্ছি। ভাই আমার রসগোল্লার প্রতি দুর্বলতা আছে কইলাম 😀 😀 😀 ” রসগোল্লা তো এত কমে পেট ভরে না ” তা অবশ্য ঠিকি কইছেন মিয়া ভাই 😉 ভালো থাকবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

সুন্দর হচ্ছে সুমন ভাই। চালিয়ে যান !! 🙂

Level 0

@sumon vaia amai new blog open koreache kintu ami blogea ki kore web site linke seting korte hoi ta jani na janaben ki ? parle ektoo janabean.

    @md.shimul:
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আর মিয়া ভাই আমি আপনার প্রশ্ন টা পুরাপুরি ক্লিয়ার না। তাই উত্তর দেয়ার ব্যাপারে হেজিটেশন ফিল করছি… প্লীজ ঠিক মতো প্রশ্ন টি আবার করুন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত পারবো উত্তর করবো। ধন্যবাদ আবারো… 🙂

আপনার ভাষা খুব সহজ এবং পরিষ্কার। খুব ভাল লাগে।

Level 0

@সুমন/ আমি একটা ব্লগ খোলেছি কিন্তু কী করে ব্লগে ওয়েব সাইট লিঙ্ক যোগ করতে হই তা জানিনা একটু জানাবেন

    @md.shimul: শিমুল আপনি কি জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার না আপনার এই সিঙ্গেল প্রশ্নের জন্য ৫/৬ টা উত্তর হতে পারে। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে আপনার টিটি তে ব্যবহার করা মেইল আইডি তে মেইল করেছি।

Level 0

@ সুমন।http://shimulcox.wordpress.com/ ব্লগটাতে ওয়েব সাইট লিঙ্ক যোগ করতে কি করতে হবে/নিয়মটা কি জানাবেন।আমি সৌদি আরব তাই আপনার সাতে যোগাযোগ করতে পারছিনা

    @md.shimul:
    আপনি কি আপনার shimulcox.wordpress.com/ ব্লগ টা তে custom domain (যেমন .com, .net, .info ) সেট করতে চাচ্ছেন ? যদি এটা করতে চান তবে প্রথমে ডোমেইন নিয়ে নিন। এবং আপনার এডমিন ডাসবোর্ড প্যানেল থেকে Upgrades/Store > Domains এ ক্লিক করে ওখানে আপনার ডোমেইনটা এড করে Edit DNS এ ক্লিক করে আপনাকে আপনার ডোমেইন এর Custom DNS records টা বসিয়ে দিতে হবে। এখানে আপনি A, CNAME, MX, and TXT records এই চারটি অপশন পাবেন।

    আর সমস্যা হলে এই লিংকে দেখতে পারেন… আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি বলবো wordpress.com এ custom domain ইউজ করার চেয়ে blogspot.com এ custom domain ইউজ করা বেশ সুবিধা জনক।

সুমন ভাই খুবই সুন্দর হচ্ছে চালিয়ে যান আপনে মিয়া একটা জিনিস

Level 0

সুন্দর হচ্ছে চালিয়ে যান

Level 0

somon @ amar question er ans koi?

    @md.shimul: দেখুন আমি আপনাকে আগেই বলেছি আপনার প্রশ্নের ৫/৬ টা উত্তর হয়। আপনার প্রশ্নটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না তাই সিউর না হয়ে উত্তর করতে চাচ্ছিলাম না আর কি… তারপরও আমি উত্তর টা করলাম দেখুন উপরে… ধন্যবাদ।
    ভালো থাকবেন। 😛

I like your post very much…..
It is very helpful to me and ohers whose interest to blogging..
Go ahead

    @Shojibul Alam: শুনে ভালো লাগলে Alam ভাই যে আমার পোস্ট আপনার তঁথা সবারই ভালো লাগছে বলে। আশা করি নিয়মিত আপনাদের পাশে ই পাবো। ধন্যবাদ 🙂

চমৎকার চালিয়ে যান। সাথেই আছি।

আপনার পোস্ট এর জন্যে অধীর আগ্রহে অপেক্ষমাণ।

    @স্বপ্নবাজ+ jewel: বস আমি আজকেই ঢাকা আসলাম। কক্সবাজার-চত্তগ্রাম-বান্দারবন ভ্রমন শেষে আজ রাত ৯.৪৫ এ ফিরলাম। ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে ই নেক্সট টিউনটা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

vai bolgger.com e jodi adsence deya hoy & tate valo income howar por ta ki google ban korte pare……..plz janan sumon vai….

    @মিথুন: আপনি যদি ওদের নীতি বিরোধী কিছু না করেন তবে কখনো ই ওরা এডসেন্স ব্যান করবেনা। কারন আমরা ই মানে এডসেন্স পাবলিশার রা ই ওদের আয়ের উৎস, তাই ওরা কক্ষনো চায় না ওদের পাবলিশার কমে যাক। আপনি ফেয়ার থাকলে ব্লগার.কম কেন সব জায়গাতেই এডসেন্স ইউজ করতে পারবেন, আর ভালো আয় হলে এডসেন্স ব্যান হয়ে যায় এটাও ভুল ধারনা।

    তবে অনেক সময় দেখা যায় যে আপনি যে নীতিমালা ভঙ্গ করছেন সেটা ওদের ধরতে কিছু সময় লাগে আর ঐ দিক দিয়ে আপনার আয় ও ভালো পর্যায়ে পৌঁছে যায়। এমন সময় যখন আপনি ধরা পড়েন তখন আপনার এডসেন্স ব্যান করে অনেক ডলার সহ। তখন আমাদের সাধারন মানুসের কাছে মনে হয় এডসেন্স আমাদের ধোকা দিল এত ডলার সহ এডসেন্স ব্যান করে। কিন্তু আপনি কিন্তু ঠিকি অপরাধ করেছিলেন আই মিন নীতিমালা ভঙ্গ করে।

    ভাই আমরাও ত ঐ ব্লগস্পট ব্লগ থেকে আয় করছি তাই না !! ৬ মাস আগেও আমার আয়ের প্রায় ৬০% আসতো ব্লগস্পট ব্লগ থেকে। তবে এখন ব্লগস্পটে কাজ করা একেবারেই কমিয়ে দিয়েছি।

    এডসেন্স ব্যান বিষয়ে আমার করা জনপ্রিয় এই টিউনটা পরতে পারেন, আশা করি কাজে লাগবে।
    গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন

    আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার জন্য শুভ কামনা।

Sumon vai,
wordpress.com blog e ki google adsence use kora jay?

    @মিথুন:
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য মিথুন ভাই। অবশ্যই WordPress.com ব্লগেও এডসেন্স ইউজ করা যায়, অনেককেই দেখেছি এই বিষয়ে না বুঝে মন্তব্য দেয় যে ইউজ করা যায় না।

    তবে এখানে কথা আছে মানে শর্ত আরকি… আপনার ব্লগে পার মানথ পেজ ভিউ হতে হবে ২৫০০০+ তবেই আপনি এড বসানোর জন্য Ad Control এ এপ্লাই করতে পারবেন। আরও একটা কথা আছে সে ক্ষেত্রে ওদের সাথে (মানে ওয়ার্ডপ্রেস কে) আপনার ঐ ব্লগ থেকে প্রাপ্ত এডসেন্স আয়ের আধা আধা শেয়ার করতে হবে।

    আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।

স্যার আপনার পোষ্টের অপেক্ষায় ছিলাম 🙂 অসাম লাগছে । পরের পোষ্ট কবে নাগাদ পাইতে পারি?

    @তামিম(বাংলার মানুষ): ধন্যবাদ তামিম ভাই আপনাকে মতামতের জন্য। তবে ভাই স্যার হইলাম কবে থেকে আবার !! 😛 আসলে আপনারা ত জানেন আমি প্রায় ৮ দিন চট্টগ্রাম ছিলাম। সেদিন ই মাত্র আসলাম। নিজের কাজ গুলো একটু গুছিয়ে নেই তারপর শুরু করে দিবো। তবে আশা করা যায় কাল পরশু নাগাত নেক্সট টিউনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন। আবারো ধন্যবাদ 🙂

ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি ….. । আপনাকে দরকার আছে । খুশি হবো একসেপ্ট করলে

তাহের ভাইয়া অার টিউন করছেন না কেব?

Level 0

খুব ভাল লাগল, নতুন টিউন এর অপেক্ষায় রইলাম। “আরও একটা কথা আছে সে ক্ষেত্রে ওদের সাথে (মানে ওয়ার্ডপ্রেস কে) আপনার ঐ ব্লগ থেকে প্রাপ্ত এডসেন্স আয়ের আধা আধা শেয়ার করতে হবে।” অজি’ত আয়ের ৫০% দিয়ে দেবার পরও ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় কেন বলবেন কি?

Level 0

নতুন টিউন এর অপেক্ষা…

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।