সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ কে বুটেবল করুন (শুধুমাত্র উইন্ডোজ ৭ এর জন্য)

সুপ্রিয় টেকটিউনার গণ শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।যদিও অনেকেই জানেন।সফটওয়্যারের সাহায্যে পেনড্রাইভকে বুট করে উইন্ডোজ সেটআপ দেন।তবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই যে এই কাজ করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব।

পেনড্রাইভ বুট করাঃ

১. আপনার কম্পিউটারের ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭ এর সিডি প্রবেশ করান।সিডি রান হলে সিডির ভেতর থেকে "boot" ফোল্ডারে প্রবেশ করুন।"boot" ফোল্ডার থেকে "bootsect" এপ্লিকেশনটি আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভের রুটে সেভ করুন।

২. মনে রাখবেন ড্রাইভের রুটে সেভ করতে হবে।কোন ফোল্ডারে নয়।যেমনঃ এখানে G ড্রাইভে "bootsect" এপ্লিকেশনটি সেভ করা হয়েছে।

৩. এখন আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান।পেনড্রাইভটিকে NTFS  ফাইল সিস্টেমে ফরমেট করুন।

৪. পেনড্রাইভ ফরমেট করার পর "Start>Accessories>Command prompt কে "Run as administrator" হিসেবে চালু করুন।

৫. এবার Command promptG: লিখে এন্টার দিন।এতে আপনি G: ড্রাইভের রুটে চলে যাবেন।
{এখানে G: ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করেছি বিধায় G: দেয়া হয়েছে।আপনি যে ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করবেন সে ড্রাইভের লেটার লিখবেন}

৬. এখন " bootsect.exe/nt60 I: " লিখে এন্টার দিন।আপনার প্রবেশকৃত পেনড্রাইভ বুট হওয়া শুরু করবে।বুট হয়ে গেলে এই লেখাটি প্রদর্শন করবে।
{এখানে I: হচ্ছে পেনড্রাইভের লেটার}

হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ

৭. ডিভিডি ড্রাইভে প্রবেশকৃত সিডির সব ফাইল গুলো পেন ড্রাইভে কপি-পেস্ট করুন।

৮. কম্পিউটার রিস্টার্ট করে বায়াস থেকে "ফার্স্ট বুট" হিসেবে "ইউ এস বি ডিভাইস" সিলেক্ট করুন।আর অতি দ্রুত ও সহজেই সেটআপ করে ফেলুন উইন্ডোজ ৭!!!

এটি আমার প্রথম পোস্ট।তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

ধন্যবাদ।

http://www.rongmohol.com/topic20358.html%5Dপূর্ব প্রকাশঃ এখানে

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bootsect নিজেই তো একটা সফটওয়্যার! তাহলে আর সফটওয়্যার ছাড়া হলো কীভাবে 😉

ধন্যবাদ
🙂
xp তে কি করা যায়

    না দাদা এটা শুধু উইন্ডোজ ৭ এর জন্য

বাপ্পা ভাই পরে pen drive টা কে আবার non boot-able করতে হলে কি শুধুমাত্র ওই bootsect ফাইলটা মুছে ফেলব?

    নন বুট করতে হলে শুধু পেনড্রাইভ ফরমেট করবেন।তারপর এই পদ্বতিতে আবার কাজ করবেন।ফলে পুণরায় পেনড্রাইভ বুট করা যাবে।

Level 0

বাপ্পা ভাই টিউনের জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল আমার উইন সেভেন সফট সহ ইন্সটল করার কোন পদ্বতি আছে ? এখন যত সফট+ড্রাইভার সেটাপ করা আছে সব সহ ইন্সটল করা ।
এক্সপিতে তো এরকম সিস্টেম আছে কিন্ত সেভেনে আছে কিনা একটু বলেন।

    @arifbd2015: হু, যেকোন সফটওয়্যার দিয়ে ইমেজ বানালেই হবে

      @মিনহাজুল হক শাওন: কিন্তু সেটা কি বৈধ? মাইক্রোসফটের লাইসেন্স চুক্তি এবং সেই সফটওয়্যারগুলোর লাইসেন্স চুক্তি কি এটাকে অনুমোদন দেয়?

      @শামীম: হু সেটাই হল কথা। মাইক্রোসফটের OEM ডিভাইসগুলোতে উইন্ডোজ দেওয়া থাকে। তারা আলাদা পার্টিশনে ডিস্ক ইমেজ রিস্টোর করার জন্য ব্যবস্থা করে দেয়। তাহলে যদি থার্ড পার্টি সফটওয়্যার যেমন অ্যাক্রনিক্স ব্যবহার করা হয় কিংবা তাহলে মনে হয় সমস্যা হওয়ার কথা না। মাইক্রোসফটের লাইসেন্স পড়ে দেখা হয়না কারণ তো জানেনই 🙁 আজ পর্যন্ত JRE ই একমাত্র সফটওয়্যার যেটার লাইসেন্স পড়ে সবার নিচে না আসলে “আই অ্যাকসেপ্ট” বাটন আসেনা। কি বলেন? আমার ধারণা নেই মাইক্রোসফট এর নীতিমালা নিয়ে 🙁

    আমি যতদূর জানি উইন্ডোজ ৭ এ তো সব ড্রাইভার অটো পায়।যেমন আমার মাদারবোর্ড হচ্ছে ইন্টেল ৯৪৫।যখন ৭ সেটআপ দেয়ার পর মাদারবোর্ডে সাউন্ড পায় না।পরে ঐটা মাদারবোর্ডের সিডি থেকে ইন্সটল করা লাগে।

Level 0

bai kibaba pendrive dia windows xp setup karbo balta paran ????????

    @Dipta Das:
    দুঃখিত আপনি ইহা দিয়ে এক্সপি সেটাপ দিতে পারবেন না

প্রথম পোস্ট এই তো দেখিয়ে দিলেন !!! চালিয়ে যান । আরো পোস্ট এর অপেক্ষায় থাকলাম …………

@বাপ্পা, আমি win7 এক সিডি দিয়ে বুট করি আর অন্য আরেক সিডি দিয়ে সেট-আপ করি, কারন আমার রাইট করা সিডি বুটেবল হয় নাই….আমি কি আপনার পদ্ধতিতে পেন-ড্রাইভ বুটেবল বানাতে পারবো? যদি করা যায় তাহলে কোন সিডি থেকে bootsect কপি করবো আর অন্য ফাইলগুলো কোন সিডি থেকে কপি করবো? জানালে খুশি হব…ধন্যবাদ

    @রাসকিন:
    আপনি বুটসেক্ট হার্ড ডিস্কে কপি করে বুট করবেন।তারপর সিডি ড্রাইভে প্রবেশ করে Ctrl+A সবগুলো ফাইল সিলেক্ট করে পেনড্রাইভে কপি করবেন(বুটসেক্ট সহ)।

Level 0

পেন ড্রাইভ এর মিনিমাম সাইজ কত লাগবে? ৪জিবি এর বেশি?

আপনি কিএই পদ্ধতি ব্যাবহার করেছেন ?

উন্ডোজ সেটআপ এর নিয়ম অনুসারে কম্পিটার যতবার রিস্টাট হয় ততবার নতুন করে ফইইল কপি করে ফলে কখোনো সেটআপ পরিপুন্ন হয় না। সমাধান বলুন