প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর [পর্ব-২] :: আজকের বিষয় “ব্লগ এবং ব্লগিং সম্পর্কে Basic ধারনা (ক)”

কেমন আছেন সবাই ? সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটতেছে আপনাদের ঈদ !!! আশা করি সবাই খুব আনন্দ করছেন অত্বীয়স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে। আমি ও বেশ মোজে আছি। লেখাটা রেডি ই ছিল তাই আজই পাবলিশ দিয়ে দিলাম প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর শিরোনামের চেইন টিউনের দ্বিতীয় (২য়) পর্বটি। "প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর (পর্ব ১)" কেউ যদি না পড়ে থাকেন তবে পড়ে নিন। আজকের পর্বে আমরা জানবো ব্লগ এবং ব্লগিং এর Basic ধারনা গুলো। এখানে আরও থাকছে ব্লগার কারা এবং বিভিন্ন ব্লগিং প্লাটফর্ম গুলোর পরিচিতি ও বিস্তারিত আলোচনা। তবে চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের টিউন।

ব্লগ কি ? ব্লগিং এর বেসিক ধারণাঃ

ব্লগ (Blog) কথাটা পূর্বে Web Log নামে পরিচিত ছিলো যা পরবর্তিতে ব্লগ (Blog) নামে সার্বজনীন ভাবে পরিচিতি লাভ করে। ব্লগ হচ্ছে অনলাইন ডায়েরী যা নিয়মিত আপডেট করা হয়। কিছু দিন পূর্বেও মানুষ ব্লগ তৈরি করত পার্সোনাল বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য। কিন্তু বর্তমানে প্রফেশনালিই ব্লগ ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সমসামিয়িক নিউজ শেয়ার এবং নিত্য নতুন টেকনোলজি সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।

পার্সোনাল ব্লগ গুলোতে মুলত নিজস্ব ব্যাপারগুলো প্রাধান্য পায়। এখানে লেখক তাঁর নিজের বিভিন্ন ভালো লাগা-মন্দ লাগা নিয়ে লেখে এবং নিজের বিভিন্ন ওকেশনের ছবি-ভিডিও আপলোড করে থাকে। কিন্তু প্রফেশনালি যে ব্লগ গুলো তৈরি তা মুলত লেখা হয় ব্লগের বিভিন্ন ভিজিটরের চাহিদার কথা মাথায় রেখে। এখানে প্রাধান্য পায় বিভিন্ন News Update, নিত্য নতুন টেকনোলজি এমন কি বিভিন্ন বিনোদন স্বাদ নিয়ে। আর যার উদ্দেশ্যই হচ্ছে ব্লগে লিখে আয় করা। এতে যুক্ত হয় নিত্য নতুন ফিচার আর সাথে থাকে বাহারি পন্যের বিজ্ঞাপন এবং বিভিন্ন কোম্পানির ads। যারা ব্লগে লিখেন তাদের বলা হয় ব্লগার (Blogger)।

কেন ব্লগিং করবেন অর্থ্যাৎ ব্লগিং করে কি লাভ ?

আমি আপনাদেরকে সহজ ভাষায় অর্থ্যাৎ এক কথায় বলতে চাই আগে নিজের মন কে প্রশ্ন করুন আপনার ব্লগিং বা ব্লগ তৈরি কারার উদ্দেশ্য টা কি? এবং এটাও ভাবে নেন আপনি কি বাংলায় ব্লগিং করবেন নাকি ইংরেজিতে ! যদি বাংলায় করেন তবে ভালো একজন লেখক হতে পারবেন (অনলাইন ভিত্তিক সাংবাদিকতাতে চান্স পেয়ে জেতে পারেন একসময়) এবং অনলাইন জগতে নিজের একটা ইমেইজ তৈরি হবে যা আপনাকে ফেমাস (মানুসের মুখে মুখে আপনার নাম থাকবে) হতে সহায়তা করবে। আর বাংলা ব্লগ থেকে আয়ের চিন্তা প্রথম পর্যায়ে চিন্তাই করা যাবেনা।
(ভালো মানের নামকরা ব্লগ হলেই যা সম্ভব)

আর যদি চান ইংরেজি ব্লগিং করবেন তবে ভালো লেখক হওয়া থেকে শুরু করে, সুনাম আর আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে। যা লাভ ই লাভ। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর ব্লগ লিখে বাহারি পন্যের বিজ্ঞাপন (অনেক নামকরা এবং সুনামধন্য হলে) এবং বিভিন্ন নামকরা অনলাইন কোম্পানির ads (যেমন গুগলের গুগল এডসেন্স, ইনফোলিঙ্কস, ক্লিকসর, বিডভারটাইজার ইত্যাদি) পাবলিশের মাধ্যমে এমন কি বিভিন্ন এফিলিয়েশনের মাধ্যমেও আয় করতে পারবেন। তবে ইংরেজি ব্লগিং থেকে আয় করতে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন পড়বে।

ব্লগিং প্লাটফর্মঃ

ব্লগিং প্লাটফর্ম গুলো কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। আসুন দেখে নেয়া যাক কি কি সেগুলো। এবং জেনে নেই এদের সম্পর্কে বিস্তারিত।

  • ১। হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (ফ্রি ব্লগিং প্লাটফর্ম)
  • ২। নন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম)

হোস্টেড ব্লগিং প্লাটফর্মঃ

হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (Hosted Blogging Platform) হচ্ছে এমন একটি ব্লগিং প্লাটফর্ম যেখানে আপনি ব্লগিং কারার জন্য ফ্রি প্লাটফর্ম পাবেন ।এ ধরনের প্লাটফর্ম গুলো ওদের নিজস্ব হোস্ট বা সার্ভারে মাধ্যমে আপনাকে ব্লগিং করার সুবিধা দিবে। এক কথায় একে ফ্রি ব্লগিং প্লাটফর্ম বলা যেতে পারে। বর্তমান সময়ে জনপ্রিয়তার দিক দিয়ে হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছেঃ

  1. Blogger.com
  2. WordPress.com
  3. Typed.com এবং
  4. Tumblr.com

এখানে আপনাকে নিজস্ব ডোমেইন ও হোস্টিং এর ঝামেলা পোহাতে হবে না। ব্লগিং প্লাটফর্মটি আপনাকে এমন সব ওয়েব এড্রেস (URL) নিতে দিবে যাতে তাদের নিজস্ব ওয়েব এড্রেসটিও (URL) যুক্ত থাকবে। যেমন ধরুন আপনি যদি bdteam নামক ওয়েব এড্রেস নিতে চান আর আপনার প্লাটফর্মটি যদি হয় WordPress তবে আপনার সম্পুর্ণ ওয়েব এড্রেস বা URL টি হবে http://www.bdteam.wordpress.com। সুতরাং বুঝা যাচ্ছে যে আপনার ব্লগ টা হোস্ট করা হয়েছে WordPress.com এ। আসুন এখন আমরা হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলোও জেনে নেই।

হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর সুবিধাঃ

  • ফ্রি ব্লগ তৈরির সুবিধা
  • অপেক্ষাকৃত সহজ সেট আপ প্রক্রিয়া
  • কোডিং তেমন জানতে হয় না
  • অটোমেটিক আপডেট
  • সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয়

হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর অসুবিধাঃ

  • কম কনফিগারের সুবিধা
  • ডিফল্ট ডিজাইন
  • নিয়ন্ত্রন কম থাকে
  • জেনেরিক URL
  • প্রফেশনাল লুক থাকে না

এখন প্রশ্ন হচ্ছে কোন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম টি সবচেয়ে জনপ্রিয় এবং খুব সহজেই ব্লগিং শুরু করা যাবে ! এখানে অনেকের মতোই আমার মত হচ্ছে Blogger.com দিয়েই শুরু করতে পারেন আপনার ব্লগিং যাত্রা। কেন আমি Blogger.com কে সাপোর্ট করছি সেটা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তি পোষ্টে। আশা করি আপনাদের সবার কাছে ব্যাপার গুলো ক্লিয়ার হোল।

আজ আর নয় আগামী পোষ্টে আলোচনা করবো নন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম) নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয় গুলো। বুঝতে আসুবিধা হলে মন্তব্যের ঘরে জানান এর এই টিউন সম্পর্কে আপনাদের মতামত মন্তব্যে একান্তে কাম্য। প্লীজ কোন ভুল হলে ধরিয়ে দিয়ে আমাকে শুধরিয়ে দিন। ভালো থাকুন আর সাথেই থাকুন টেঁকটিউনসের এর। ধন্যবাদ। 🙂

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হচ্ছে।যারা ব্লগিং এ নতুন তারা বিস্তারিত অনেক ধারনা পাবে এই চেইন টিউন থেকে।

    @নিশাচর নাইম: নাইম ভাই প্রথমেই আপনার মন্তব্য টা পেয়ে বেশ ভালো লাগগো। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ও গঠন মূলক মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে পুরো ব্যাপারটা আমাকে দিয়ে আল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করানোর সুযোগ দেয়। আশা করি আপনাদের সাথেই পাবো। ভালো থাকবেন। 🙂

Blog likhe ki lov ? pl details

    @ওহাব: ধন্যবাদ ওহাব ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভাইয়া প্রথমে আপনি প্লিজ একটু সময় করে আমার এই টিউন টা একটু পড়ুন “পাঁচ তরুণের ব্লগিং সাফল্য গাঁথা “ । তারপর আমার চেইন টিউনের ১ম পর্ব ” প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর (পর্ব ১) ” টা ও সময় করে পড়ে ফেলুন। আশা করি এরি মাঝে আপনি ব্লগ করে কি লাভ সেটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন।

    তারপরও আমি আপনাকে সহজ ভাষায় অর্থ্যাৎ এক কথায় বলতে চাই আগে নিজের মন কে প্রশ্ন করুন আপনার ব্লগিং বা ব্লগ তৈরি কারার উদ্দেশ্য টা কি? এবং এটাও ভাবে নেন আপনি কি বাংলায় ব্লগিং করবেন নাকি ইংরেজিতে ! যদি বাংলায় করেন তবে ভালো একজন লেখক হতে পারবেন (অনলাইন ভিত্তিক সাংবাদিকতাতে চান্স পেয়ে জেতে পারেন একসময়) এবং অনলাইন জগতে নিজের একটা ইমেইজ তৈরি হবে যা আপনাকে ফেমাস (মানুসের মুখে মুখে আপনার নাম থাকবে) হতে সহায়তা করবে। আর বাংলা ব্লগ থেকে আয়ের চিন্তা প্রথম পর্যায়ে চিন্তাই করা যাবেনা। (ভালো মানের নামকরা ব্লগ হলেই যা সম্ভব)

    আর যদি চান ইংরেজি ব্লগিং করবেন তবে ভালো লেখক হওয়া থেকে শুরু করে, সুনাম আর আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে। যা লাভ ই লাভ। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর ব্লগ লিখে বাহারি পন্যের বিজ্ঞাপন (অনেক নামকরা এবং সুনামধন্য হলে) এবং বিভিন্ন নামকরা অনলাইন কোম্পানির ads (যেমন গুগলের গুগল এডসেন্স, ইনফোলিঙ্কস, ক্লিকসর, বিডভারটাইজার ইত্যাদি) পাবলিশের মাধ্যমে এমন কি বিভিন্ন এফিলিয়েশনের মাধ্যমেও আয় করতে পারবেন। তবে ইংরেজি ব্লগিং থেকে আয় করতে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন পড়বে।

    আশা করি বুঝতে পেরেছেন। আর সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন। 🙂

গোছানো লেখা।আর আপনার সাইটটি সুন্দর লাগল।

    @সাবিহা: অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনার মন্তব্যের জন্য। আপনাদের এমন মন্তব্য মানে ই আমার লেখা কনটিনিউ করে যাওয়ার প্রেরনা। আর শুনে ভালো লাগলো আপনি আমাদের অনলাইন সাপোর্টের অনলাইনে আয় বিষয়ক বাংলা ব্লগ আর্নট্রিক্স ডট কম থেকে ঘুরে এসেছেন বলে। আশা করি আপনাকে সাথেই পাবো সব সময়। ভালো থাকবেন ভাইয়া। 🙂

Level 0

চলুক 🙂

Level 0

sikteci…….aste aste

    @iori97: বাংলায় মন্তব্য আশা করছি ভাইয়া। আপনারা শিখতে পারলেই আমার লেখা সার্থক। ভালো থাকবেন। ধন্যবাদ।

ইয়াপ! ব্লগারই সবচেয়ে ব্যবহৃত হয়। পরেরগুলার অপেক্ষায় আছি 🙂

    @মিনহাজুল হক শাওন: আরে শাওন মিয়া ভাই যে ! কেমন হল বললেন না ত ভাইয়া 🙁 হুম ব্লগার ডট কম ই সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রি প্লাটফর্ম। ইনশাআল্লাহ নিয়মিতই লিখতে চেষ্টা করবো। হয়তো এই চেইন টিউনের সংখ্যা ৩০/৪০ পর্বে গিয়েও ঠেকতে পারে ;)।

      @তাহের চৌধুরী (সুমন): তাহলে তো ভালোই। অনেক ধাপে অনেক কিছু শেখা যাবে।
      আর টিউন তো ভালোই হয়েছে। খারাপ হয় নাকি 😛

      ভিএলসি এর চেইনের কথাটা মাথায় রাইখেন। ওইযে একটা পর্ব লিখসিলেন, বাকিগুলা … 🙄

      @মিনহাজুল হক শাওন: হুম শাওন ভাই এখানে ব্লগের ডিজাইন থেইকা শুরু করে ব্লগে ভিজিটর আনার জন্য অপটিমাইজ আর অবশেষে আয়ের জন্য মনিটাইজ এর বিভিন্ন ব্যাপার গুলা থাকছে। সাথে আমার ব্লগিং লাইফের অভিজ্ঞতা থেকে বেশ কিছু টিপস ও থাকবে। তাই ৩০/৪০ টা হবে এটা মাস্ট। দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সম্পুর্ন শেষ করার তৌফিক দেয়।

      আর ভাই ভিএলসি প্লেয়ারের সিরিজ পোষ্টের কথা টা মাথায় আছে। মাঝে মাঝে গ্যাপে গ্যাপে দিয়ে দিমু ভাবতাছি…

ভাইয়া আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন । শুরু করলাম তো দেখি গোটা tune পড়া শেষ । খুব খুব ভালো লাগলো । তাহের ভাই plz পরের গুলো তাড়াতাড়ি দেন । 🙂

    @ নাজমুর রাহমান সাব্বির: সাব্বির ভাইয়া আপনার মন্তব্যটা পড়ে বেশ ভালো লাগলো বিশেষ করে এই জায়গা টুকু ” ভাইয়া আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। খুব খুব ভালো লাগলো“। আপনাকে খুব খুব মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি পরবর্তি টিউন গুলো নিয়মিত ই দিতে চেষ্টা করবো। 🙂 ভালো থাকবেন।

খুব ভালো হয়েছে ভাই।পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি চাই।

    @অর্নব: “খুব ভালো হয়েছে ভাই” এই রকম মন্তব্য শুনতে কার না ভালো লাগে বলেন… ধন্যবাদ মতামতের জন্য। খুব শীঘ্রয়ই আসছে পরের পোস্ট গুলো। 😛 সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর সাথেই থাকুন টেঁকটিউনসের।

আপনার মধ্যমেই দেখি আমার ব্লগিং এ হাতেখড়ি হতে যাচ্ছে :*

Hello সুমন ভাইয়া, আমি একটা নতুন ব্লগ খুললাম ব্লাগার ডট কম এ । কিন্তু আমি গুগলে আমার ব্লগের নাম লিখে সার্চ দিলে আমার ব্লগটা গুগল খুজে পায়না। আমার ব্লগ টা সম্পুর্ন নতুন। কিন্তু আমি ত সেটিংসে গিয়ে “Search Engine Find ” নামের অপশনে Yes করে দিয়েছি। এটা কি সমস্যা হতে পারে ?

    @hossain108590: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এটা কোন সমস্যা নয়। আপনি বললেন যে এটা একটা নতুন ব্লগ, সেই কথার রেশ ধরেই বলছি নতুন ব্লগ গুলোকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো স্বাভাবিক ভাবে খুজে পেতে বেশ কিছু সময় নেই। এটা হতেই পারে। তবে আপনি নিচের এই কাজ গুলো করুন দেখবেন সর্বোচ্চ ১ দিনের মধ্যে আপনার ব্লগ টা সার্চ ইঞ্জিনে চলে আসবে।

    ১। আগে নিয়মিত ১৫/২০ টা পোস্টিং করে নিন (ইউনিক পোস্ট কপি পেস্ট ছাড়া)
    ২। এই লিংকে গিয়ে http://www.google.com/addurl আপনার সাইট টার Url দিয়ে (ঠিক এই ভাবে http://www.example.com) এবং Comments এ আপনার ব্লগের টাইটেল টা দিয়ে কেপচা পুরন করে Add URL এ ক্লিক করে গুগলে সাবমিট করুন।
    ৩। Digg, Delicious, StumbleUpon একাউন্ট খুলে Submit Link এ ক্লিক করে আপনার ব্লগের লিংক টা শেয়ার করে দিন।

    ব্যাস কাজ হয়ে যাবে। ৫/৬ ঘণ্টার মধ্যেও গুগল সার্চে চলে আসতে পারে আপনার ব্লগ URL টা।

    আর পারলে এই টিউটোরিয়াল টা (গুগল ওয়েবমাস্টার টিউটোরিয়াল) দেখে ওয়েব মাস্টারের কাজ টাও করে ফেলুন। দেখবেন খুব তাড়াতাড়িই আপনার পোস্ট গুলো গুগলের সার্চ ইঞ্জিনে চলে যাচ্ছে।

    আশা করি বুঝতে পেরেছেন। আর এই ব্যাপারে (ব্লগ অপটিমাইজ : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) পর্বে বিস্তারিত লিখবো আমি। সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন। 🙂

      @sumon vaiaa.thank you viaa.you are so helpfull.when will you post your next parts of your blogging series.we want to earn.

      @hossain108590: অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব শীঘ্রয়ই পেয়ে যাবেন ভাইয়া। ভালো থাকুন আর সাথেই থাকুন টিটির 🙂

অনেক কিছু পাওয়ার আশা করছি এই সিরিজ থেকে।

    @আদনান: ধন্যবাদ আদনান ভাই মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের মন মতো টিউন করতে। ভালো থাকবেন।

@মিনহাজুল হক শাওন 😛
অনেক বছর নেট এর সাথে কনেক্টেড কিন্তু সময় বা ইচ্ছে (যাই হক) এর অভাবে ব্লগিং এর চেষ্টা করি নি।
এখন দেখি বন্দু-বান্ধব সবার এ বাংলা-ইংগ্লিশ চাইনা 😛 কত-কত ব্লগ সাইট আছে!!
আমার একটা না থাকলে চলে ? 😀

    @tanweer talukder: হুম কথা সত্য কইছেন মিয়া ভাই… আগে শিখুন তারপর না হয় পার্টটাইম হিসাবে নিয়া নিয়েন। পার্ট টাইম হিসাবে ব্লগিং চমৎকার একটা ব্যাপার। ত শুরু করে দেন ব্লগিং। ভালো থাকুন। ধন্যবাদ

@তাহের চৌধুরী (সুমন) : মিয়া ভাই, 2 লক্ষ সাদা গোলাপের শুভেচ্ছা আপনায়।
শুভ কামনা রইল।

khub valo hoise…

দয়া করে টিটি'র সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য স্প্যামিং করবেন না। আপনার লিংকটি মুছে দিলাম।
(টিউনারঃ তাহের চৌধুরী সুমন)

@তাহের চৌধুরী (সুমন) 😛

শুধুমাত্র কমেন্ট করার জন্যই লগইন করলাম ভাইয়া। বাংলায় ব্লগিং নিয়ে সেরা আর্টিকেল এগুলা হবে এই আশা ই করবো। এবং সামনে আরো চমকপ্রদ লেখা , তথ্য এবং আপনার সাপোর্ট পাবো বলে আশা রাখি।

মেহেদী

    @সাইবার ইথার: শুনে অনেক ভালো লাগলো যে আমায় মতামত লিখতেই লগইন করেছো। আর সেই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেহেদী। সেরা আর্টিকেল হবে কিনা আল্লাহ ই ভালো বলতে পারবেন তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার জানার মধ্যে সাধ্য মতো আর উজার করে দিয়ে লিখতে। হ্যাঁ যেহেতু এটা ৩০/৪০ পর্বের চেইন টিউন হবে তাই আমি মনে করি অবশ্যই এটা চমকপ্রদ ও বেশ তথ্য সমৃদ্ধ লেখা হবে। তোমাদের দোয়া আর সাপোর্ট থাকলে অবশ্যই আমি পারবো। আবারো জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত পাশে পাবো। ভালো থাকো ভাইয়া। 🙂

দুই কথায়, না না এক কথায় চরমজজজ একটা পোস্ট।
আর আপনাকে টিটির ১ম পেইজে দেখে আরোও ভাল লাগলো।
অসংখ্যা ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Level 0

সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউন টি করার জন্য, ভাই আমি আপনাদের ৫ তরুন এর সাফল্য গাথা ওইটা দেখেছি। টিউনটা দেখেই আমি ব্লগিং করার জন্য অনেক উৎসাহি। টিউন টি চালিয়ে যান অনেক খুশি হলাম। আর ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে লেখেন এই জন্য আপনার টিউন আমার ভাল লাগে টেকটিউন এ এটা আমার প্রথম কমেন্ট

    @kuicca: ইমরান ভাইয়া প্রথমে টেঁকটিউনস পরিবারে আপনাকে জানাই স্বাগতম। শুনে খুব ভালো লাগলো যে আমাকেই প্রথম কমেন্ট করেছেন। ইমরান ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর ও গোছানো মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ অন্তত আপনাদের জন্য হলেও আমি টিউন চালিয়ে যাবো। আসলে সত্যি কথা বলতে কি কেউ যখন এসব মন্তব্য করে ” আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে লেখেন, আপনার টিউন আমার ভাল লাগে আর খুব খুব ভালো হয়েছে ” তখন নিজেকে অনেক সার্থক একজন মনে হয়, মনে বেশ ভালো ফিল হয়। এটা আমার বড় পাওয়া ভাল থাকবেন আর আশা করি টিটির সাথেই থাকবেন। ধন্যবাদ। 🙂

সুমন ভাই একটা ব্লগ সাইট বানালাম দেখেন তো চলবে কি না মানে কিছু আর্ন করতে পারব কি না http://www.bangla-poets.co.cc

    @No.1kawsher: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার ব্লগ থেকে আয় করা আদৌ সম্ভব কিনা নিচের এই প্রশ্ন গুলোর উত্তর পেলে আপনি নিজেই বুঝতে পারবেন।

    ১। প্রথম কথা হচ্ছে আয় করার জন্য ব্লগের কন্টেন্ট অবশ্যই ইংরেজি হতে হয় কারন বিভিন্ন অনলাইন ভিত্তিক এডস কোম্পানি গুলো বাংলা সাইটে এড বসানো কে সাপোর্ট করে না। আর এফিলিয়েশন ওঁ অসম্ভব। তবে বাংলা সাইট থেকে তখনি আয় করা সম্ভব যখন আপনার সাইট টা দেশের মধ্যে খুব বেশি পপুলার হবে যেমন টেঁকটিউনস। তখন আপনি বিভিন্ন স্পন্সর পাবেন।

    ২। গুগল সাম্প্রতিক co.cc সাব ডোমেইন টা কে index এর তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে এবং যত লিংক পূর্বে ছিল সেগুলকেও তাদের ইঞ্জিন থেকে মুছে দিয়েছে। আর সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ না থাকায় যদি ইংরেজি সাইট ওঁ হয় তবে ভিজিটর ভায়া (মার্কেটিং করে) আনতে হবে যা খুব টাফ হবে। ভিজিটর না পেলে আপনি আয় করবেন কিভাবে ? আর ভিজিটর আনার জন্য সার্চ ইঞ্জিন মূল ভরসা। আর হতে পারে co.cc ডোমেইনে গুগলের এড বসানোতেও এডসেন্সের ক্ষতি হতে পারে (সিউর নই কারন আমার co.cc সাব ডোমেইন এর সাইট নেই) আর এখন বিভিন্ন এন্টিভাইরাস গুলোওঁ co.cc’র সাব ডোমেইন এর সাইট বা ব্লগ গুলোতে ব্রাউজ করতে গেলো মালওয়ার দেখাচ্ছে।

    আশা করি আপনি আপনার উত্তর টি পেয়ে গেছেন। আয় করতে ইংরেজি ব্লগিং করুন আর প্রয়োজনে ফ্রি ব্লগস্পটে ব্লগ খুলুন আর সামর্থ থাকলে ডোমেইন ওঁ হোস্টিং নিয়ে ব্লগ করুন তবুও সাব ডোমেইন নয় কারন এটাকে এখন ব্লক করেছে কে জানে ভবিষ্যতে অন্য গুলোকেও ব্লক করবে না !!! টিটি’র সাথেই থাকুন ইনশাআল্লাহ আরও বিস্তারিত কিছু দিতে পারবো আপনাদের সাপোর্ট পেলে। 🙂

আসসালামুআলাইকুম। তাহের ভাই ভালো একটা টিউনে হাত দিয়েছেন। আমাদের অনেক উপকার হবে, বিশেষ করে আমার হবে । তাই এই চেইন টিউনের ছাত্র হয়ে গেলাম। ধন্যবাদ ভাই। আচ্ছা ফ্রি ব্লগিং প্লাট ফর্মকে কি সেলফ হোস্টেড ব্লগিং ফর্মে রূপান্তর করা যায়? আর রূপান্তর করলে পোস্ট বা অন্যান্য বিষয় গুলো আগের মত থাকবে কিনা? একটু জানাবেন ভাই।

    @মুহাম্মাদ জিয়া: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো আর ভাইয়া আমাকে লজ্জা দিচ্ছেন আপনি নিজেকে ছাত্র বলে। আপনিও ভালো ব্লগিং করেন আমার মনে হচ্ছে। তবে আমি তেমন একটা জানি না। আর তবে হ্যাঁ যা জানি অন্তত তা ধিরে ধিরে আপনাদের সবার মাঝে শেয়ার করবো।

    হ্যাঁ জিয়া ভাই অবশ্যই ফ্রি ব্লগিং প্লাটফর্ম কে সেলফ হোস্টেড ব্লগিং ফর্মে import করার মাধ্যমে সেলফ হোস্টেডে রূপান্তর করা যাবে। আর ট্রান্সফার হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তবে একেত্রে কিছু ব্যাপার মাথায় রাখতে হয় যেমন পুরাতন ব্লগটা ডিলিট করা যাবেনা (ইমেইজ সহ কোন কিছু ই না ), ফিড url টা পরিবর্তন করে নিতে হবে এছাড়া আপনাকে নতুন করে ওয়েব মাষ্টার করার মাধ্যমে সাইটম্যাপ সাবমিট করে নিতে হবে ইত্যাদি ইত্যাদি। ভাই এই ব্যাপারটাও থাকবে আমার এই ৩০/৪০ পর্বের চেইন টিউনে। দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে এটা চালিয়ে নেয়ার ক্ষমতা দান করেন।

    আর আমি টিউন কারার আগেই যদি আপনার ফ্রি ব্লগিং প্লাট ফর্মকে সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্মে রূপান্তর করার প্রয়োজন পরে আর তখন যদি কোন প্রবলেম ফেস করেন তবে আমাকে পার্সোনালি জানাবেন, ইনশাআল্লহ আমার জানার মধ্য থেকে আমি সাহায্য করতে চেষ্টা করবো। সুস্থ থাকুন-ভালো থাকবেন আর সাথেই থাকুন টেঁকটিউনসের। 🙂

হ্যা বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই আপনাকে। তারপরও এই বিষয়ে আপনার ৩০/৪০ পর্বের চেইন টিউনের অপেক্ষায় রইলাম। আপনি চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার টিউনের পাশাপাশি থাকবো।

এই চেইন টিউনের ছাত্র হয়ে গেলাম।

সুমন ভাই তাহলে একটা সাজেসন দেন কম দামে .কম ডোমেন কোথায় পাব আর
আমি সব কন্টেন্ট ইংলিশ এ লিখেছি আপনি কি বাংলা কোথাও দেখেছেন…??? দয়া করে বলবেন কি?

    @No.1kawsher: ডোমেইন এবং হোস্টিং এর জন্য আমার সাথেই যোগাযোগ করতে পারেন। ভাই আমার নড৩২ এন্টিভাইরাস আপনার সাইটে আমাকে ঢুকতে দিচ্ছেনা। আর তঁখন আপনার url এর মধ্যে bangla-poets কথা টা দেখে ভাবে নিলাম যে মনে হয় আপনি বাংলায় ব্লগিং করেন।

ভাই স্বপ্ন বাজ ভাই আর মত আমিও কিন্তু এই টিউন আর ছাত্র হয়ে গেলাম..
http://www.bangla-poets.co.cc থেকে আমার ব্লগ এ যেতে পারবেন…আর ভাই টেক টিউন এ ছবি আপলোড করব কিভাবে ??

    @No.1kawsher: শুনে খুব ভালো লাগলো ভাইয়া। আমি যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নড৩২ এন্টি ভাইরাস আপনার ব্লগ টা কে ব্লক করে দেখাচ্ছে। তাই দেখতে পারলাম না। টেকটিউনস এ ছবি আপলোড করার জন্য টিউন লেখার ঘরের নিচে দেখুন Tune Image নামে একটা অপশন আছে ওখান থেকেই করতে পারবেন। ভালো থাকবেন।

Level 0

আমি এই টিউন এর ছাত্র হয়ে গেলাম

    @rakibbaf: আমি যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

হুম, ভালো লাগল, অনেক কিছু শিখব আশা করছি, প্রত্যাশা মিটাতে পারবেন তো? :p

    @মাখন: ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাবো…
    বাকী টা আল্লাহ’র উপর ছেড়ে দিলাম। আশা করি পাশেই পাবো… ভালো থাকবেন।

বাসি ধন্যবাদ দিলাম!

thanks

I have a tumblr blog url: earnerbd.tumblr.com. I have use a free theme but when I go to customize theme and click edit HTML. It shows me Invalid HTML. How can I fix it. Thanks for this posting. go on.