কেমন আছেন সবাই ? সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটতেছে আপনাদের ঈদ !!! আশা করি সবাই খুব আনন্দ করছেন অত্বীয়স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে। আমি ও বেশ মোজে আছি। লেখাটা রেডি ই ছিল তাই আজই পাবলিশ দিয়ে দিলাম প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর শিরোনামের চেইন টিউনের দ্বিতীয় (২য়) পর্বটি। "প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর (পর্ব ১)" কেউ যদি না পড়ে থাকেন তবে পড়ে নিন। আজকের পর্বে আমরা জানবো ব্লগ এবং ব্লগিং এর Basic ধারনা গুলো। এখানে আরও থাকছে ব্লগার কারা এবং বিভিন্ন ব্লগিং প্লাটফর্ম গুলোর পরিচিতি ও বিস্তারিত আলোচনা। তবে চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের টিউন।
ব্লগ (Blog) কথাটা পূর্বে Web Log নামে পরিচিত ছিলো যা পরবর্তিতে ব্লগ (Blog) নামে সার্বজনীন ভাবে পরিচিতি লাভ করে। ব্লগ হচ্ছে অনলাইন ডায়েরী যা নিয়মিত আপডেট করা হয়। কিছু দিন পূর্বেও মানুষ ব্লগ তৈরি করত পার্সোনাল বিভিন্ন বিষয় শেয়ার করার জন্য। কিন্তু বর্তমানে প্রফেশনালিই ব্লগ ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সমসামিয়িক নিউজ শেয়ার এবং নিত্য নতুন টেকনোলজি সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।
পার্সোনাল ব্লগ গুলোতে মুলত নিজস্ব ব্যাপারগুলো প্রাধান্য পায়। এখানে লেখক তাঁর নিজের বিভিন্ন ভালো লাগা-মন্দ লাগা নিয়ে লেখে এবং নিজের বিভিন্ন ওকেশনের ছবি-ভিডিও আপলোড করে থাকে। কিন্তু প্রফেশনালি যে ব্লগ গুলো তৈরি তা মুলত লেখা হয় ব্লগের বিভিন্ন ভিজিটরের চাহিদার কথা মাথায় রেখে। এখানে প্রাধান্য পায় বিভিন্ন News Update, নিত্য নতুন টেকনোলজি এমন কি বিভিন্ন বিনোদন স্বাদ নিয়ে। আর যার উদ্দেশ্যই হচ্ছে ব্লগে লিখে আয় করা। এতে যুক্ত হয় নিত্য নতুন ফিচার আর সাথে থাকে বাহারি পন্যের বিজ্ঞাপন এবং বিভিন্ন কোম্পানির ads। যারা ব্লগে লিখেন তাদের বলা হয় ব্লগার (Blogger)।
আমি আপনাদেরকে সহজ ভাষায় অর্থ্যাৎ এক কথায় বলতে চাই আগে নিজের মন কে প্রশ্ন করুন আপনার ব্লগিং বা ব্লগ তৈরি কারার উদ্দেশ্য টা কি? এবং এটাও ভাবে নেন আপনি কি বাংলায় ব্লগিং করবেন নাকি ইংরেজিতে ! যদি বাংলায় করেন তবে ভালো একজন লেখক হতে পারবেন (অনলাইন ভিত্তিক সাংবাদিকতাতে চান্স পেয়ে জেতে পারেন একসময়) এবং অনলাইন জগতে নিজের একটা ইমেইজ তৈরি হবে যা আপনাকে ফেমাস (মানুসের মুখে মুখে আপনার নাম থাকবে) হতে সহায়তা করবে। আর বাংলা ব্লগ থেকে আয়ের চিন্তা প্রথম পর্যায়ে চিন্তাই করা যাবেনা।
(ভালো মানের নামকরা ব্লগ হলেই যা সম্ভব)
আর যদি চান ইংরেজি ব্লগিং করবেন তবে ভালো লেখক হওয়া থেকে শুরু করে, সুনাম আর আয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে। যা লাভ ই লাভ। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর ব্লগ লিখে বাহারি পন্যের বিজ্ঞাপন (অনেক নামকরা এবং সুনামধন্য হলে) এবং বিভিন্ন নামকরা অনলাইন কোম্পানির ads (যেমন গুগলের গুগল এডসেন্স, ইনফোলিঙ্কস, ক্লিকসর, বিডভারটাইজার ইত্যাদি) পাবলিশের মাধ্যমে এমন কি বিভিন্ন এফিলিয়েশনের মাধ্যমেও আয় করতে পারবেন। তবে ইংরেজি ব্লগিং থেকে আয় করতে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন পড়বে।
ব্লগিং প্লাটফর্ম গুলো কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। আসুন দেখে নেয়া যাক কি কি সেগুলো। এবং জেনে নেই এদের সম্পর্কে বিস্তারিত।
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (Hosted Blogging Platform) হচ্ছে এমন একটি ব্লগিং প্লাটফর্ম যেখানে আপনি ব্লগিং কারার জন্য ফ্রি প্লাটফর্ম পাবেন ।এ ধরনের প্লাটফর্ম গুলো ওদের নিজস্ব হোস্ট বা সার্ভারে মাধ্যমে আপনাকে ব্লগিং করার সুবিধা দিবে। এক কথায় একে ফ্রি ব্লগিং প্লাটফর্ম বলা যেতে পারে। বর্তমান সময়ে জনপ্রিয়তার দিক দিয়ে হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছেঃ
এখানে আপনাকে নিজস্ব ডোমেইন ও হোস্টিং এর ঝামেলা পোহাতে হবে না। ব্লগিং প্লাটফর্মটি আপনাকে এমন সব ওয়েব এড্রেস (URL) নিতে দিবে যাতে তাদের নিজস্ব ওয়েব এড্রেসটিও (URL) যুক্ত থাকবে। যেমন ধরুন আপনি যদি bdteam নামক ওয়েব এড্রেস নিতে চান আর আপনার প্লাটফর্মটি যদি হয় WordPress তবে আপনার সম্পুর্ণ ওয়েব এড্রেস বা URL টি হবে http://www.bdteam.wordpress.com। সুতরাং বুঝা যাচ্ছে যে আপনার ব্লগ টা হোস্ট করা হয়েছে WordPress.com এ। আসুন এখন আমরা হোস্টেড বা ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলোও জেনে নেই।
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর সুবিধাঃ
হোস্টেড ব্লগিং প্লাটফর্ম এর অসুবিধাঃ
এখন প্রশ্ন হচ্ছে কোন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম টি সবচেয়ে জনপ্রিয় এবং খুব সহজেই ব্লগিং শুরু করা যাবে ! এখানে অনেকের মতোই আমার মত হচ্ছে Blogger.com দিয়েই শুরু করতে পারেন আপনার ব্লগিং যাত্রা। কেন আমি Blogger.com কে সাপোর্ট করছি সেটা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তি পোষ্টে। আশা করি আপনাদের সবার কাছে ব্যাপার গুলো ক্লিয়ার হোল।
আজ আর নয় আগামী পোষ্টে আলোচনা করবো নন হোস্টেড ব্লগিং প্লাটফর্ম (সেলফ হোস্টেড ব্লগিং প্লাটফর্ম) নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয় গুলো। বুঝতে আসুবিধা হলে মন্তব্যের ঘরে জানান এর এই টিউন সম্পর্কে আপনাদের মতামত মন্তব্যে একান্তে কাম্য। প্লীজ কোন ভুল হলে ধরিয়ে দিয়ে আমাকে শুধরিয়ে দিন। ভালো থাকুন আর সাথেই থাকুন টেঁকটিউনসের এর। ধন্যবাদ। 🙂
আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।
ভাল হচ্ছে।যারা ব্লগিং এ নতুন তারা বিস্তারিত অনেক ধারনা পাবে এই চেইন টিউন থেকে।