আপনাদের জন্ম তারিখ কিন্তু আমি জানি !!!!

আজ আপনাদের জন্য রয়েছে একটি গণিত ম্যাজিক । এই ম্যাজিকটির মাধ্যমে আমি বলে দিব আপনার জন্ম কত সালের কোন মাসের কত তারিখ । বিশ্বাস হচ্ছেনা তাহলে পরীক্ষা করেই দেখুন -

কি করতে হবে :

  • প্রথমে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন তার ক্রমিক নং এর সাথে ১৮ যোগ করুন ।
  • প্রাপ্ত ফলকে ২৫ দ্বারা গুণ করুন ।
  • প্রাপ্ত গুণফল থেকে ৩৩৩ বিয়োগ করুন ।
  • বিয়োগফলের সাথে ৮ গুণ করুন ।
  • প্রাপ্ত ফল থেকে ৫৫৪ বিয়োগ করুন ।
  • প্রাপ্ত বিয়োগফলকে ২ দ্বারা ভাগ করুন ।
  • ফলের সাথে আপনার জন্মতারিখ(দিন) যোগ করুন ।
  • যোগফলকে ৫ দ্বারা গুণ করুন ।
  • গুণফলের সাথে ৬৯২ যোগ করুন ।
  • যোগফলকে ২০ দ্বারা গুণ করুন ।
  • প্রাপ্ত ফলের সাথে আপনার জন্ম সালের শেষের দুই অংক যোগ করুন ।
  • প্রাপ্ত ফল থেকে ৩২৯৪০ বিয়োগ করুন ।

এখন শেষ যে ফল পেলেন তাতে আপনি জেনে যাবেন জন্ম তারিখ । যদি না পারেন ফলটি আমাকে জানান আমি বলে দিচ্ছি আপনি কত সালের কোন মাসের কোন দিন জন্মগ্রহণ করেছেন ।

সবাইকে আমার শিক্ষার আলো ব্লগে ঈদের দাওয়াত রইল ।

ঈদ মোবারক ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুণ করুন

খুবই ভাল লাগলো। ধন্যবাদ।

Level 0

অনেক ভাল লাগলো

Level 0

wow !

চরম স্যার চরম 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য।

I know u r a teacher for this I want to know with u that , How to seen teacher MPO Sheet (sob shikhak ak satha) if u know give it’s link.

Ths

আপনের ব্লগটা সুন্দর। মজার ব্যপার কি, আপনে যে টেমপ্লেট ব্যবহার করছেন আমিও সেটাই ব্যবহার করছিলাম। হাহা।

টিউনের সমস্যা অতি কঠিন [আমার কাছে], আমি গণিতে একটু … ২৩-০১-১৯৯২ এইটা ১২৩৯২ হচ্ছে। ভুল হল কি?

@ছাত্র ও শিক্ষক, আমি কিন্তু আপনার জন্ম তারিখ জানি !!!!

Level 2

BOSS TUNE…..

Level 2

এর নিশ্চয়ই ব্যাখ্যা আছে কিভাবে হয় জানালে আরও ভাল বুঝতাম গনিতের মজা।

Brother Apnar signal antenna te atkate bartho holam. 🙁

Level 0

প্রথমে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন তার ক্রমিক নং deoa gelo…korte….korte… 2. ফলের সাথে আপনার জন্মতারিখ(দিন)

যোগ করুন ………….toh ata kano……….pagol bangal er kaj……….vai………1st interesting vabe nilam

jokon ফলের সাথে আপনার জন্মতারিখ(দিন) tokon toh mone holo ……….totally fawbazi……….

shundor tune koren……..tate toh kono oshubeda nai…ato……………………….

    @mthdryo: ইস ধইরা লাইলেন ? আমি সহমত হ হ হ …
    ভগা বাজি সদর আলী

    @mthdryo: ১৪ জন প্রিয়তে নিছে। ৪ জনের ভাল লেগেছে। আপনার ভাল লাগতেই হবে এমন কোন কথা নেই । ধন্যবাদ

*১।”প্রথমে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন তার ক্রমিক নং এর সাথে ১৮ যোগ করুন ”

*২।”ফলের সাথে আপনার জন্মতারিখ(দিন) যোগ করুন ”

*৩।”প্রাপ্ত ফলের সাথে আপনার জন্ম সালের শেষের দুই অংক যোগ করুন ”

>এখন শেষ যে ফল পেলেন তাতে আপনি জেনে যাবেন জন্ম তারিখ<

ভাই এই * তিনটা যদি দেবার দরকার হয় তো কেন এত অংক করব
আমি বুঝিনা একটু বুঝাইয়া দেন , নইলে কিন্তু আল্লাহ আপনার বিচার করব !!!

টেকটিউন এর কি হইল , কেউ কি নাই ?

ধরি আমার জন্মতারিখ: dd-mm-yy
তাহলে
১। প্রথমে mm+১৮
২। প্রাপ্ত ফলকে ২৫ দ্বারা গুণ করুন: (mm+১৮)*২৫ = ২৫mm + ৪৫০
৩। প্রাপ্ত গুণফল থেকে ৩৩৩ বিয়োগ করুন : (২৫mm + ৪৫০) – ৩৩৩ = ২৫mm + ১১৭
৪। বিয়োগফলের সাথে ৮ গুণ করুন: (২৫mm + ১১৭)*৮ = ২০০mm + ৯৩৬
৫। প্রাপ্ত ফল থেকে ৫৫৪ বিয়োগ করুন : (২০০mm + ৯৩৬) – ৫৫৪ = ২০০mm + ৩৮২
৬। প্রাপ্ত বিয়োগফলকে ২ দ্বারা ভাগ করুন: (২০০mm + ৩৮২) / ২ = ১০০mm + ১৯১
৭। ফলের সাথে আপনার জন্মতারিখ(দিন) যোগ করুন । (১০০mm + ১৯১) + dd
৮। যোগফলকে ৫ দ্বারা গুণ করুন: (১০০mm + dd + ১৯১) * ৫ = ৫০০mm + ৫dd + ৯৫৫
৯। গুণফলের সাথে ৬৯২ যোগ করুন: (৫০০mm + ৫dd + ৯৫৫) + ৬৯২ = ৫০০mm + ৫dd + ১৬৪৭
১০। যোগফলকে ২০ দ্বারা গুণ করুন: (৫০০mm + ৫dd + ১৬৪৭)*২০ = ১০০০০mm + ১০০dd + ৩২৯৪০
১১। প্রাপ্ত ফলের সাথে আপনার জন্ম সালের শেষের দুই অংক যোগ করুন : (১০০০০mm + ১০০dd + ৩২৯৪০) + yy
১২। প্রাপ্ত ফল থেকে ৩২৯৪০ বিয়োগ করুন: ((১০০০০mm + ১০০dd + yy + ৩২৯৪০) – ৩২৯৪০ = ১০০০০mm + ১০০dd + yy

শেষ পর্যন্ত ফলাফল: mmddyy ….. যা আমেরিকান তারিখ স্টাইল। (নতুন কী জানতে পারলাম এতে?)

বরং তারিখ শুরুতে রেখে মাস মাঝে রাখলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আরও মজার হত।

🙂

Level 0

arektu sohoj korle valo hoto na……

ভাইরে এত্ত কাহিনীর দরকার কি ? পারলে আমার চেহারা দেখে কারেক্ট বার্থ ডেট মাস সাল বলে দিন…তাইলে বোঝা যাবে আপনার পোস্ট এর টাইটেল কতটুলু কার্জকর…:D

Level 0

আমি ঠিক বুজলাম না। শিরোনামে তো বলা হল যে আপনি জন্মতারিখ জানেন। কিন্তু মাস-দিন-তারিখ আপনাকে বলার আগে তো জন্মতারিখ বলতে পারলেন না।

তবুও আপনার অন্যান্য মাজিক টিউন ভাল লেগেছে।।

ভাই খুব ভাল হইসে

ভাই এত কষ্ট দিয়া আপনি কি সিখাইলেন ?

https://www.techtunes.io/tuner/md.hasan-al-mostafa/
এখন শেষ যে ফল পেলেন তাতে আপনি জেনে যাবেন জন্ম তারিখ । যদি না পারেন ফলটি আমাকে জানান আমি বলে দিচ্ছি আপনি কত সালের কোন মাসের কোন দিন জন্মগ্রহণ করেছেন ।

ফলটা এই — ২২৩৩৫৫—এবার বলেন ভাই

    @ইশতিয়াক: আপনি হিসাবে ভুল করেছেন। যেভাবে করতে বলা হয়েছে সেভাবে করে ফলটা বলুন উত্তর বলে দিচ্ছি ।

      @ছাত্র ও শিক্ষক:
      ভাই আমি ভুল করি নাই ভুল লেইখা উত্তর চাইলাম , আপনে তো বলতে পারেন ২২-৩৩-৫৫, এখানে শুধু ৩৩ টা ভ্যাজাল , আর বাকি ২টা আমার জন্ম সন বা আমার জন্ম তারিখ না ওটা আমার বাবার জন্মের তারিখ আর হিসাব , আমি শুধু ভুয়া ৩৩ টা লিখসি আপ্নের লাইগা, তাও শর্টকাট মারলেন ?
      টিউনটারে একটু এডিট কইরা ভজ ভাজি দূর কইরা সকলরে আরও সহজ এ বুঝান বুঝেন তো , সবাই শাওন ভাই এর মত জিনিয়াস না …।

      @ছাত্র ও শিক্ষক: আপনিও তো জিনিয়াস 🙂

হাঁ বলবেন তো এইটা কিসের ফল ?

vai,eto lomba mathmatics……………….jan shesh ….ekta example diye dile valo hoto….sobat jonnei subidha hoto,,,amar jonno aro beshi…karob vag korar por jokhon vag shesh ase tokhon ki hobe????

hmmm…clear..thanks

#
# টেকটিউনস ডেস্ক

Level 0

প্রথমে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন তার ক্রমিক নং এর সাথে ১৮ যোগ করুন ।
প্রাপ্ত ফলকে ২৫ দ্বারা গুণ করুন । (যার রেজাল্ট আসবে 25 ব্যবধানে 12 বার 475-750 পর্যন্ত )
এখান থেকে প্রথমে মাস পাওয়া যাবে ।

এর পর তো সব হিসাব আপনার হাতে ।

Level 0

vai thanks………kintu date, year, month sobto protome diye dilam!!!. aro balo lagto jodi 1ti diye bakigulu berkora jeto

matha gurce

Level 0

My result is 509244???? what is my birthday….????

Level 0

খুব ভাল লাগলো……….. আপনাকে ধন্যবাদ

Level 0

apnar fol ta bolen ami bole dei apnar din tarikh n year

Level 0

হাঁ, ঠিক বলেছেন……. আপনি আমারও বয়স জানেন………..প্রথমে হতবাক হয়েগিয়েছিলাম…… উনি আবার আমার বয়স কি করে জানবেন………উনি কি ভগবান……… মনে কিছু করবেন না, আমি যা বলতে চাইছি….. আপনার টিউন থেকে দেওয়া ইনফরমেশান মতো আমি কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম…..বাস্তবে সবার বয়স আপনি বলতে পারবেন………. কারণ মজার গাণিতিক ফল মিলিয়ে দেখলে…………. রেজাল্ট ও কে হবে……. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……

Level 0

ভাই এত যোগ বিয়োগ পুরণ ভাগ করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে….