প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর [পর্ব-১] :: আজকের বিষয় “আগামী টিউন গুলোর রুপ রেখা”

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? ভালো তোঁ... ! আমিও বেশ ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। বেশ কিছু দিন ধরে আমার প্রিয় প্লাট ফর্ম টেঁকটিউনসে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। আজ একটু সময় পেয়েই শুরু করে দিলাম।  গত ১৪ আগস্ট ২০১১, আমার প্রতিবেদন মূলক একটা টিউন “পাঁচ তরুণের ব্লগিং সাফল্য গাঁথা " টেঁকটিউনে প্রকাশ হওয়ার পর আমি অনেক নতুন এবং পুরাতন টিটি মেম্বার এর কাছ থেকে মেইল পাই। উনারা আমাকে শুভকামনা জানানোর পাশা পাশি অনুরোধ করেন ব্লগিং বিষয়ে ধারাবাহিক কিছু লেখা লেখি করার জন্য। তারা ব্লগিং এর বিস্তারিত জানতে আগ্রহি। আমাদের মধ্যে অনেকের হয়তো ই কিছু টা ধারনা আছে ব্লগিং সম্পর্কে আবার অনেকে একেবারেই নতুন। আর নতুন যারা ব্লগিং জগতে আসতে ইচ্ছুক তাদের কথা মাথায় রেখেই আজকে থেকে এই পোষ্টের মাধ্যমে শুরু করে দিলাম ব্লগিং বিষয়ে চেইন টিউন " প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর "

অনলাইনে আয়ের বিভিন্ন কৌশল গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্লগিং (এড পাবলিশ এবং বিভিন্ন এফিলিয়েশন)। অনেকের ই একি প্রশ্ন কিভাবে ব্লগিং করে আয় করা যায় আরও বিভিন্ন বিষয়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ব্লগিং শুরু করতে হবে আবার কেউ কেউ ব্লগ অপটিমাইজ এবং মনিটাইজ সম্পর্কে বিস্তারিত জানতে চান। আপনাকে বলছি আমার চেইন টিউনের সাথে থাকুন ইনশাআল্লাহ আপনি ব্লগিং এ এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি আপনাদের সবাইকে সাথেই পাবো।  আসুন তবে দেখে নেই ব্লগিং এর A to Z এ কি কি বিষয় গুলো থাকছে।

আসুন দেখে নেই কি কি থাকছে এই চেইন টিউনে...

১। ব্লগ এবং ব্লগিং সম্পর্কে basic ধারনা

  • ব্লগ এবং ব্লগিং কি ? হোস্টেড ফ্রি ব্লগিং প্লাট ফর্ম বা ফ্রি ব্লগিং প্লাট ফর্ম
  • নন হোস্টেড ব্লগিং প্লাট ফর্ম বা শেলফ হোস্টেড ব্লগিং প্লাট ফর্ম
  • ব্লগিং প্লাট ফর্ম নির্বাচন

২। ব্লগে লেখা ও থিম নির্বাচন সম্পর্কে Clear Concept
৩। ব্লগ তৈরী ও ডিজাইন এবং বিভিন্ন গুরুত্ব পূর্ণ বিষয়ে আলকপাত

  • ব্লগস্পট
  • ওয়ার্ডপ্রেস

৪। ব্লগ অপটিমাইজ (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
৫। ব্লগ মনিটাইজ

  • এড পাবলিশ: গুগল এডসেন্স, ইনফোলিংস, ক্লিকসর ইত্যাদি
  • এফিলিয়েশন: এমাজন, মার্কেট বে ইত্যাদি

।ব্লগিং বিষয়ে অন্যান্য আরও বেশ কিছু দিকনির্দেশনা

খুব অল্প সময়ের মধ্যেই প্রতি পর্বে উপরের বিষয় গুলো ধাপে ধাপে বর্ণনা করে শুরু করে দেয়া হবে ব্লগিং বিষয়ে চেইন টিউন। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আপনাদের কোন মতামত থাকলে মন্তব্যের মাধ্যমে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় আছি আপনারা যদি চান তবেই আমি কনটিনিউ করে যাবো। আর পাশে থাকুন প্রিয় টেঁকটিউনস এর। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কই ভাই কি কইলেন সুরু করেন

    @boooby: ভাই আপনি কি বললেন আমি সেটাই বুঝলাম না। যাই হোক আপনি হয়তোঁ বুঝাতে চেয়েছেন কিছুই তোঁ ব্লগিং সম্পর্কে লিখলাম না তাই না !!! আরে ভাই এটা চেইন টিউন আর যার একটা রুপ রেখা আজকের পোষ্টে দেখানো হল। ভালো মত পড়ুন আশা করি কাজে লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সাথেই থাকুন টেঁকটিউনসের। 😛

খুব সুন্দর পোস্ট । চালাই যান

খামাখা একটা মিনি টিউন করলেন । একটা বড় টিউন করে ১ম পর্বটা শুরু করে দিতে পারতেন

    @আহমাদ মুসা: দয়া করে আমাকে টিউন করা শিখাবেন না। আমি জানি আমাকে কি করতে হবে – আর কি করতে হবে না।
    এটা মিনি টিউন !! হায় আল্লাহ… এটা আপনার কাছে খামাখা মনে হল ??? ব্লগিং সম্পর্কে ধারনা দিতে পুরো ব্যাপারটার একটা রুপ রেখা আজকের পোষ্টে দেখানো হল। আর আপনার টিউনের সম্পর্কে আমার ভালো ই ধারনা আছে। দয়া করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ

    @আহমাদ মুসা: পারলে একটা ভালো মানের বড় টিউন করে দেখান না… আর আপনার টিউন গুলি কি খুব ভাল তাই না !

মানুসের কথায় কান দিবেন না ভাইয়া। আপনি আপনার টিউন চালাইয়া যান। আমার ব্লগিং এ ব্যাপক ইন্টারেস্ট। প্লীজ চালিয়ে যান।

আমি শুরু করেছিলাম । দেখেন তো পরীক্ষায় পাস করলাম কিনা !!!
http://shikkharalo.blogspot.com/

    @ছাত্র ও শিক্ষক: মোস্তফা ভাই আপনার ব্লগটা খুব সুন্দর হয়েছে। তবে আয় করতে চাইলে ইংরেজি ব্লগিং করতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

      @তাহের চৌধুরী (সুমন): আমিতো ভাই আয় করার চিন্তা করে ব্লগিং করিনা 🙂

      @ছাত্র ও শিক্ষক: না ভাই সবাই ওটাও ভাবে তাই বললাম। আর শ্রম দিয়ে যদি কিছু আয় হল তবে খারাপ কি… ! তবে অবশ্য ই এটা আপনার পার্সোনাল ব্যাপার। শুনে ভালো লাগলো আপনার কথা। আমি যখন শুরু করেছিলো, ভুলেও আয়ের চিন্তা করি নাই। কত কষ্টে কাজ শিখছি। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

      @তাহের চৌধুরী (সুমন): আয় নিয়া ভাবতে গেলে আমার যে আসল কাজ (শিক্ষকতা) তা ঠিকমত করতে সমস্যা হবে। আপনি তো লেখা শুরু করছেন দেখি কিছু শিখে রাখি।

      @ছাত্র ও শিক্ষক: ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। সাথেই থাকুন আশা করি উপকারে লাগবে।

Level 0

ওয়াও খুব ভালো উদ্যোগ, প্লীজ নিয়মিত লিখে যাবেন ভাইয়া। আমরা পাশে আছি।
ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি ?

    @learner:ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনি জানতে চেয়েছেন ব্লগ এবং ওয়েবসাইটের পার্থক্য কি ? নিচে দেখুন ব্লগ এবং ওয়েবসাইটের পার্থক্য টা…

    ব্লগ আর ওয়েব সাইট হচ্ছে বাসা আর অফিসের মত, ব্লগ হল বাসা যেখানে আমার খেয়াল খুশী মত সব কনটেন্ট আর ওয়েব হলো অফিস, যেখানে সব কিছু একটু বেশিই পরিপাটি বেশি ডিসিপ্লিন মেনে করতে হয়। এখানে আরও বেশ কিছু ব্যাপার রয়েছে…

    ১। একটা ব্লগে ১ থিমে বিভিন্ন বিষয়ের উপর লেখা হয়, যেমন আপনার যদি একটা মোবাইল ব্লগ থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে লিখে থাকেন আর অপর পক্ষে ওয়েবসাইট যে কোন একটা বিষয়ের উপর হয় যেমন নোকিয়া মোবাইল কোম্পানির নোকিয়া.কম সাইট।

    ২। ব্লগ সাধারণত পার্সোনালি করা হয় যেখানে অন্যের জিনিসের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লিখা হয় আর ওয়েবসাইট মূলত একটা বিশেষ পণ্যের বা বিশেষ কোম্পানির শুধুমাত্র তাদের নিজস্ব পণ্যের ব্যাপারে লিখে থাকে।

    ৩। ব্লগিং শুধুমাত্র ডাইনামিক ভাবে ডিজাইন করা প্লাটফর্মেই সম্ভব যেখানে বিভিন্ন CMS ব্যাবহার করা হয়, যা আদৌ স্টাটিক সম্ভব নয় কারণ এটাতে নিয়মিত আপডেটের কথা ভাবাই যায় না (খুব কষ্টসাধ্য)। আর ওয়েবসাইট স্টাটিক ও ডাইনামিক দুই ভাবেই ডিজাইন করে তৈরি করা যায়।

    ৪। ব্লগে ১ টা থিমের বিভিন্ন বিষয়ে অনেক অনেক পোস্ট করতে হয় যা অনেক সময় ৫০০ ছাড়িয়ে ১০০০ এ চলে যায় । কিন্তু ওয়েবসাইটে বড় জোর ১৮-২০ টা পেজ থাকে।

    ৫। পোস্টিং কারার মাধ্যমে ব্লগে নিয়মিত আপডেট করা হয়। আর ওয়েবসাইট মাঝে মাঝে প্রয়োজনে আপডেট করা হয়।

    আশা করি আপনি এখন বুঝতে পেড়েছেন পার্থক্যটা। ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। 🙂

      Level 0

      তাহের চৌধুরী (সুমন) ভাই: আমি চিন্তাও করিনি এত দ্রুত এত বিস্তারিত ব্যাখ্যাসহ উত্তর টা পাবো। আমার কাছে পার্থক্যটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে আছি।

      @learner: ভালো লাগলো আপনার মতামত টা শুনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

খুব ভালো উদ্যোগ সুমন ভাই।চালাই যান আপনার সাথে আছি।:-)

    @অর্নব: ভালো লাগলো আপনার মতামত টা জেনে। আমার লিখাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি আপনারা পাশে থাকেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন 🙂

ভাই আসলে এই টিউন এ ব্লগিং এর ধাপ গুলা দেওয়া আছে।যাই হোক ভাল লাগল।আর সম্পূর্ণ ব্লগের A To Z জানতে হলে নিশাচর নাইম ভাই এর এই টিউন টা বেশ প্রয়োজনীয়{নতুন ব্লগার দের জন্য} https://www.techtunes.io/chain-tunes/make-a-full-blog-with-blogger/

    @সাইবার বালক: আপনারা কি টিউন পড়েন, সেটা আমি বুঝলাম না !!! নাকি না পড়েই মন্তব্য করেন ??? আমি যেটা শুরু করছি সেটা শুধু ব্লগ কিভাবে সাজাতে হবে সেটা নয়… আমি লিখবো ব্লগিং নিয়ে আর আপনি যেটা বলছেন সেটা শুধু মাত্র ব্লগ কিভাবে সাজাতে হবে খুলতে হবে এসব (আমিও জানি নিশাচর ভাই এটা নিয়ে টিউন করছে)। ভাই দয়া করে ভালো মতে পড়ে বুঝে তারপর মন্তব্য করবেন।

ভাই আমি যদ্দুর জানি ব্লগিং হচ্ছে ফ্রীল্যান্সিং জগতে সবছেয়ে শক্তিশালী প্লাটফর্ম । আশা করি আপনার টিউনের জোরে একটা ভালো ব্লগার হতে পারব ।
ভাই আমার ফ্রীল্যান্সিং প্লাটফর্ম খুবি শক্ত আমার ওডেস্ক এ ৪ টা আইডি আছে ক্ষেত্র বিশেষে এবং সবগুলাই সফল । এর মধ্যে একটি আইডি আপনাদের সামনে উপস্থাপন করলাম …
https://www.odesk.com/users/~~316f9e5010da948a
কেউ যদি ওদেস্ক সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে চান । যেকোন সাহায্যে আমাকে মেইল করতে পারেন [email protected]

    @নীলদাঁত: ধন্যবাদ নীলদাঁত ভাই। ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে। আমি ভাই সাধারন একজন ব্লগার মাত্র, আশা আছে ফ্রিল্যান্সিং এ ঢুকবো যদি আপনাদের মত এক্সপার্টদের সাহায্য পাই। ইনশাআল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। 🙂

Level 0

ভাই ইনফোলিংস, ক্লিকসর এর address দ্যান , একটু ঘুইরা আসি

শিখতে চাই, শেখাতে চাই,আয় করতে চাই। আপনারা আমাদের প্রেরণা। চালিয়ে যান ভাই।

Level 0

আমি blogging এর ব-ও জানি না। তা-ও WordPress এ blogging করছি। মজার ব্যাপার হল, সবকিছু মোবাইল দিয়ে করেছি, PC touch-ও করিনি। আর যা করছি নিজে নিজে করেছি! এখন একটু বলেন, কেমন হয়েছে।

http://isymblog.wordpress.com

    @aan007bd: আপনার ব্লগটা ভালো হয়েছে। তবে পোস্টে পেজ ব্রেক দেওয়া উচিত নাতো ভিজিটর হোমপেজে সব পোস্ট পছন্দ নাও করতে পারে [যেমন আমি] 🙂

    @aan007bd: মোবাইলে আপনি করছেন এটাই বা কজন পারে ! আপনার ব্লগটা বেশ ভালো লাগলো তবে আরও বেশ কিছু মাল মশলা প্রয়োজন। আর বুঝতে পারছি এটার কারন আপনি মোবাইলে ব্লগিং করছেন। আমি বলবো সময় আর শ্রম যেহেতু যাচ্ছেই তাই বেশি একটা প্রবলেম না থাকলে পিসি থেকেই করুন। ধন্যবাদ। উপদেশ দিয়ে ফেললাম হয়তো, খারাপ লাগলে প্লীজ ক্ষমা করে দেবেন। ভালো থাকুন। 🙂

মিয়াভাই, পারমিশান চাওয়ার দরকার নাই। আপনারা আমাদের যত দিবেন আমরা তত উপকৃত হব। বলেছিলামনা যে অভিজ্ঞতার আলাদা দাম আছে। আমিও শখের বশেই খুলে ফেলেছি একটা ব্লগ। এখন দেখি নেশা লেগে গেছে। ডোমেইন হোস্টিং কিনতে মন চায়, আপনার কাছ থেকে ট্রিক্স পাব – সৌভাগ্য। আপনার কথা শুনে আমার বাংলা ব্লগে অ্যাড বসাইনি। যদিও গুগল মাঝে মাঝে ড্যাশবোর্ডে কয় যে অ্যাডসেন্স লাগাও 😀 লাগালে ধরা খেতাম, বেচে গেছি। A টিউন কবে পাবো তাহলে?

    @মিনহাজুল হক শাওন: শুনে ভালো লাগলো যে আপনি ব্লগিং শুরু করেছেন। তবে ভাই একটা কথা বংলা ব্লগিং আর ইংরেজি ব্লগিং বেশ আলাদা। ইংরেজি ব্লগের জন্য অনেক অনেক খাটতে হয়। আর এই খাটনির বদৌলতে ই আসে শত শত ডলার। সময় আর শ্রম যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো ইংরেজি ব্লগিং শুরু করুন। আপনার ব্লগিং হাত মানে লেখার হাত চমৎকার আমার বিশ্বাস আপনি ইংরেজি ব্লগিং ও বেশ ভালো সাফল্য পাবেন যদি ইংরেজি টা মোটামুটি আয়ত্বে থাকে। বাংলা ব্লগের জন্য ত আমাদের পছন্দের প্লাটফর্ম টেঁকটিউনস রয়েছে ই। ভালো থাকবেন। ঈদ ত তাই একটু দেরিতে দিবো নইলে পাবলিক পড়ার সময় পাবেনা। 😉

সুমন ভাইয়ের প্রতি পোস্টই সুপার হইতাছে আর কমেন্ট গুলা পড়তেও ভাল লাগছে আমার

ভাইয়া খুব ভালো একটা কাজ করসেন। এখনো অনেক অনেক কিছু জানার বাকি আছে ব্লগিং নিয়ে। তাড়াতাড়ি শুরু করে দেন ভাইয়া। 😀

    @নাজমুর রাহমান সাব্বির: ঈদ মোবারাক সাব্বির ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আমিও তেমন কিছুই জানি না এখনো শিখছি ভাইয়া, মোটামুটি যা জানি তাই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা। ভালো থাকবেন।

অনেক ভাল উদ্যোগ । চালিয়ে যান সাথে আছি । আমিও ব্লক সম্পর্কে জানি তবে অনেক বিষয় অজানা । আপনার কাছ থেকে সিখতে পারবো আশাকরি।

    @zahid hassan@:
    ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমি বেশি কিছু জানি না তবে যা জানি তা সবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ভালো লাগলো সাথে আছেন শুনে মনে বড়ই সাহস পেলাম। ভালো থাকবেন। আবারো ধন্যবাদ আপনাকে 🙂

Level 0

চালাই যান tobe 1st teke suro korben ami asi apnar pase.i am a new member in bloge&new student of u r.ok t c

পুরোটা পড়লাম, এতকিছু শিখতে পারব ভেবে কিছুটা উত্তেজনাও অনূভুত হচ্ছে। নিয়মিত পাব আশা করি, শুভেচ্ছা রইল। 😀

    @মাখন: আল্লাহ আপনাদের পড়ার এবং আমাকে লেখার সেই ধইর্য দিন এই প্রার্থনা।
    ইনশাআল্লাহ সব কিছুই সময় মতো পেয়ে যাবেন। ভালো থাকবেন।

Level 0

taher bhai thanks for nice tune,

(সুমন ভাই) আমাকে সাহায্য করেন। আমি অনেক কষ্ট করে একটা ব্লগ বানিয়েছি। কিন্তু একটি টেমপ্লেট দিতে গিয়ে ব্লগ পোস্ট ডাবল হয়ে গেছে। তাই কিভাবে আমি দ্বিতীয় পোস্টকে ডিলেট করতে পারব। Please Help me. আমার ব্লগ (saifullaharafat.blogspot.com)

    @saifullaharafat: ধন্যবাদ আরাফাত ভাইয়া আপনার মন্তব্যের জন্য। যে কোন পোস্ট ডিলিট করার জন্যই প্রথমে আপনার Dashboard থেকে আপনার ব্লগ টার Edit Posts এ যান। ওখানে গিয়ে আপনার যে পোস্ট টা ডিলিট করা প্রয়োজন ওটার একেবারে ডানে দেখুন Delete অপশন আছে ওটাতে ক্লিক করলেই পোস্ট টা ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান একসাথে অনেক গুলো পোস্ট ডিলিট করবেন তবে পোস্ট গুলো প্রথমে ধরে ধরে মার্ক করুন (Edit / View এর বাম পাশে বক্স আছে সেটাতে) তার পরও একে বারে শেষে মানে নিচের দিকে দেখুন Delete Selected অপশন টা আছে, ওটাতে ক্লিক করলেই মার্ক করা পোস্ট গুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়মিত পাশেই পাবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আবারো আপনাকে। ভালো থাকবেন।

Level 0

পুরোটা পড়লাম, এতকিছু শিখতে পারব ভেবে কিছুটা উত্তেজনাও অনূভুত হচ্ছে। নিয়মিত পাব আশা করি, শুভেচ্ছা রইল