আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? ভালো তোঁ... ! আমিও বেশ ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। বেশ কিছু দিন ধরে আমার প্রিয় প্লাট ফর্ম টেঁকটিউনসে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। আজ একটু সময় পেয়েই শুরু করে দিলাম। গত ১৪ আগস্ট ২০১১, আমার প্রতিবেদন মূলক একটা টিউন “পাঁচ তরুণের ব্লগিং সাফল্য গাঁথা " টেঁকটিউনে প্রকাশ হওয়ার পর আমি অনেক নতুন এবং পুরাতন টিটি মেম্বার এর কাছ থেকে মেইল পাই। উনারা আমাকে শুভকামনা জানানোর পাশা পাশি অনুরোধ করেন ব্লগিং বিষয়ে ধারাবাহিক কিছু লেখা লেখি করার জন্য। তারা ব্লগিং এর বিস্তারিত জানতে আগ্রহি। আমাদের মধ্যে অনেকের হয়তো ই কিছু টা ধারনা আছে ব্লগিং সম্পর্কে আবার অনেকে একেবারেই নতুন। আর নতুন যারা ব্লগিং জগতে আসতে ইচ্ছুক তাদের কথা মাথায় রেখেই আজকে থেকে এই পোষ্টের মাধ্যমে শুরু করে দিলাম ব্লগিং বিষয়ে চেইন টিউন " প্রফেশনাল ব্লগিং এর যন্তর-মন্তর "
অনলাইনে আয়ের বিভিন্ন কৌশল গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্লগিং (এড পাবলিশ এবং বিভিন্ন এফিলিয়েশন)। অনেকের ই একি প্রশ্ন কিভাবে ব্লগিং করে আয় করা যায় আরও বিভিন্ন বিষয়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ব্লগিং শুরু করতে হবে আবার কেউ কেউ ব্লগ অপটিমাইজ এবং মনিটাইজ সম্পর্কে বিস্তারিত জানতে চান। আপনাকে বলছি আমার চেইন টিউনের সাথে থাকুন ইনশাআল্লাহ আপনি ব্লগিং এ এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি আপনাদের সবাইকে সাথেই পাবো। আসুন তবে দেখে নেই ব্লগিং এর A to Z এ কি কি বিষয় গুলো থাকছে।
আসুন দেখে নেই কি কি থাকছে এই চেইন টিউনে...
১। ব্লগ এবং ব্লগিং সম্পর্কে basic ধারনা
২। ব্লগে লেখা ও থিম নির্বাচন সম্পর্কে Clear Concept
৩। ব্লগ তৈরী ও ডিজাইন এবং বিভিন্ন গুরুত্ব পূর্ণ বিষয়ে আলকপাত
৪। ব্লগ অপটিমাইজ (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
৫। ব্লগ মনিটাইজ
৬।ব্লগিং বিষয়ে অন্যান্য আরও বেশ কিছু দিকনির্দেশনা
খুব অল্প সময়ের মধ্যেই প্রতি পর্বে উপরের বিষয় গুলো ধাপে ধাপে বর্ণনা করে শুরু করে দেয়া হবে ব্লগিং বিষয়ে চেইন টিউন। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আপনাদের কোন মতামত থাকলে মন্তব্যের মাধ্যমে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় আছি আপনারা যদি চান তবেই আমি কনটিনিউ করে যাবো। আর পাশে থাকুন প্রিয় টেঁকটিউনস এর। ধন্যবাদ সবাইকে।
আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।
কই ভাই কি কইলেন সুরু করেন