ইন্টারনেট ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ন টিপস

আমরা সবাই চাই নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে । তাই আমাদের কিছু বিষয় খেয়াল রাখা যা আমাদের কম্পিউটার কে নিরাপদ এ গতিশীল রাখবে ।

১ . আমাদের দেশে অনেকেই ডায়াল আপ কানেকশন ব্যবহার করে থাকেন । তাদের জন্য সবচেয়ে ভাল ব্রাউজার হল অপেরা । কারন এটি অন্যান্য ব্রাউজার থেকে দ্রুত ।

২ . ডায়াল আপ ব্যবহারকারীরা ইমেইলের জন্য ইউডোরা অথবা আউটলুক এক্সপ্রেস ব্যবহার করুন । অফলাইনে থাকা অবস্থায় মেইলটি লিখে রেডি করে রাখুন । এতে আপনার কাজটি দ্রুত ও অর্থ সাশ্রয় হবে ।

৩ . আপনার ইন্টারনেটের গতি ঠিক রাখতে হলে নিয়মিত Temporary Internet Files ফোল্ডারটি পরিষ্কার রাখুন ।

৪ . ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের অনেক ওয়েব সাইটে প্রতিদিনই কয়েকবার ভিজিট করতে হয় । সেসব ওয়েব সাইটকে ফেভারিট লিস্টে রেখে দিন । এতে খুব দ্রুত সেসব এয়েব সাইটে আপনি ভিজিট করতে পারবেন ।

৫ . কোন কোন ব্রউজার গতি বাড়ানোর জন্য পেজের ছবি গুলো বাদ দিয়ে ব্রাউজ করার সুবিধা দিয়ে থাকে যেমন : ( অপেরা ) । প্রয়োজনে সেসব ব্রাউজার ব্যবহার করুন ।

৬ . সিকিউরিটি সেটিং হাই করার কিছু অসুবিধা আছে । তা হল সেটি আপনার ইন্টারনেট স্পিড কমিয়ে দেয় । তাই সিকিউরিটি সেটিং মিডিয়াম রাখাই ভাল ।

৭ . ফায়ার ওয়াল আপনাকে নিরাপত্তা দিবে ঠিকই কিন্তু বাড়তি ঝামেলাও আপনাকে পোহাতে হবে । অনেক সফটওয়ার ব্যবহার করার সময় অপরিচিত ভাইরাস ও মেলওয়ার সো করবে । তাই ফায়ারওয়াল ব্যবহার না করে এই সফটওয়ারটি ব্যবহার করুন । এতে আপনার পিসি সকল ইউ.এস.বি ভাইরাস ও মেলওয়ার থেকে নিরাপদ থাকবে ।

৮ . আপনার এন্টিভাইরাসকে সবসময়ই আপডেট রাখুন । এন্টিভাইরাস হিসেবে Kaspersky অথবা Eset Nod32 Smart Security ব্যবহার করতে পারেন । Eset Nod32 এর সিরিয়াল গুলো এখান থেকে পাবেন ।

৯ . Cookies নিজে ভাইরাস না হলেও এগুলো আপনার গুরুত্বপূর্ন ফইল পাচার করতে সহায়তা করে । তাই এগুলো নিয়মিত পরিষ্কার রাখুন ।

১০ . যে কোন সাইটে রেজিস্ট্রেসন করতে হলে আলাদা মেইল ব্যবহার করুন । এতে আপনার মূল মেইল এড্রেসটি স্পামারদের হাত থেকে রক্ষা পাবে ।

১১ . জাংক মেইলগুলো বেশিরভাগ সময়ই অপ্রয়োজনীয় হয়ে থাকে । তারপরও ডিলেট করার আগে প্রেরকের নাম পরিচিত কি না দেখে নিন ।

১২ . হিস্টোরি সেটিংসে সর্বোচ্চ ১ দিনের হিস্টোরি রাখুন এতে আপনাকে বারবার রিফ্রেস করতে হবে না ।

১৩ . ইন্টারনেট কানেকশন হঠাৎ ধীর গতি মনে হলে আপনার ডায়াল আপ কেনেকশনটি Disconnect করে পুনরায় connect করুন । আর ব্রডব্যান্ড হলে পিসি Restart করুন ।

১৪ . পর্নোগ্রফিক সাইটগুলো ভাইরাসের আখরা তাই যতটা সম্ভব এইসব সাইটগুলো এড়িয়ে চলুন । আবার অনেকে কৌতুহল বসত হ্যাকারদের সাইট ভিজিট করে থাকেন । পিসিকে পরিপূর্ন নিরাপত্তা দিতে হলে এসব ভুলে যান ।

নিরাপদ ইন্টারনেট ব্যবহার করে আপনার পিসিকেও নিরাপদ রাখুন । সকলকে ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Trackback কে বলছি আপনি বলেছেন আমি কপি & পেষ্ট করি ভাল করে দেখুন তো

https://www.techtunes.io/how-to/tune-id/8212/ ………………………. আমার করা টিউন

http://ronyiut.wordpress.com/2009/08/11/makelogoeasily/ ……………. আমার থেকে কপি করা টিউন । এই টিউনটি পড়ে দেখুন নিচে আমার করা টিউনটির লিংক দিয়েছে ।

Level New

তাই নাকি? আপনার গর্ব হওয়া উচিত যে আপনার টিউন কপি করছে। এই বার চিন্তা করুন আপনি কত পপুলার।

Level 0

ভাই আপনি এমন ভাবে বলছেন যেন এটি আপনার আবিষ্কার, কেউ চুরি করছে আপনার আবিষ্কার করা কোন ফরমূলা। তবে আমিও আপনার পক্ষে, টিউন কপি করবেন ভালো কথা ( রুখবে তাদের কে!) প্রকৃত টিউনার এর নামটা নিচে ছোট করে দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়।
আর লোটাস ভাই, আপনার টিউনটা ভাল লাগল। কিন্তু আমিতো এতদিন জানতাম Temporary Internet Files থাকলে পেজ দ্রুত লোড হয়। আর আপনার দেয়া antivirus গুলো যে ভাল তাতে আমার কোন সন্দেহ নেই, কিন্তু এগুলো pc কে বেশ স্লো করে। ব্যপারটা খোলাসা করবেন আশা করি। opera তে পেজ দ্রুত লোড হবার কারন কিন্তু এর জমা থাকা Cookies & Temporary Internet Files…………………… আরও কয়েকটা ব্যপার জানার ছিল, ভরসা দিলে বলতাম………………………………………………

Level 0

টিউনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ…..

Level 0

samehood ভাইকে বলছি কিছু জানার বা জানানোর থাকলে সরাসরি বলে দিবেন । কোন অসুবিধা নেই । আর আমি অতি নগন্য মানুষ আমার টিউন কপি করলে কোন সমস্যা নেই কিন্তু আমার টিউনকেই যদি আমাকে বলে আমি অন্য কোথাও থকে কপি করেছি তাহলে কেমন লাগে আপনিই বলুন ।

Level 0

hi this site look like glorious but i think in mean by new user its very easy to display>>>>>>>

Level 0

শাকিল ভাই কি বলব দুঃখের কথা আপনার টার পরে আমারটা নিয়া টান দিছে । আমার এই https://www.techtunes.io/how-to/tune-id/8212/ টিউনটির হুবহু নকল করেছে এই সাইট টি http://ronyiut.wordpress.com/2009/08/11/makelogoeasily/ । আবার এখানেরই একজন বলে কি না আমি নাকি ওই সাইট থেকে কপি করে নিয়েছি । এদের যেন কিছুতেই হার মানানো যাবে না । কি আর করা এভাবেই চলতে থাকবে ……

আপনি কপি করেছেন এ কথাটা অবশ্যই ঠিক নয়। ওটা আমার সাইট। টিউনটা আমার খুব ভাল লেগেছিল। তাই আপনার টিঊন থেকে থেকে স্ক্রীনশর্টগুলো আমিই কপি করেছিলাম। পোস্টটার শেষে তা উল্লেখও করে দিয়েছিলাম।

যাহোক, ওই পোস্ট নিয়ে যখন এত ঝামেলা তখন ডিলিট করে দিলাম।

Level 0

sorry রনি পারভেজ আপনি নিশ্চই আগের জনের মত ভুল করবেন না । কারন আমি কখনই আপনাকে দোষ দেই নি কারন আপনার মত আমারও একটি সাইট আছে যার মধ্যে আমি আমার পছন্দের টিউনগুলো রেখে দেই যাতে যদি কখনও টিউনার ডিলেট করে দেয় তাহলে আমার সাইট থেকে টিউন টি সংগ্রহ করতে পারি । আমি দেষ দিচ্ছ শুধুমাত্র Trackback কে কারন সে সম্পূর্ন না পড়ে মন্তব্য করেছিল । আমি শুধু মাত্র তাকে উদ্দেশ্য করে উপরের মন্তব্যটি করেছিলাম । আপনি আগে উপরের মন্তব্যটি পড়ুন । আর আপনি যেহেতু আমার টিউনটির লিংক টেকটিউন থেকে নিয়েছেন লিখেছেন তাহলে তো আর কোন সমস্যাই থাকলো না । আপনাকে আবার ও Sorry ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনাকে দোষ দেব না।

Trackback টা কিভাবে কাজ করে আমি জানি না। এর অর্থই বা কি? এটা কি টেকটিউনস থেকে করা? নাকি অন্য যে কোন সাইটের জন্য প্রযোজ্য?
জানলে একটু জানান প্লিজ।

আজ সবগুলো সংবাদ-পত্রের লিঙ্ক নিয়ে একটা পোস্ট দিলাম আমার সাইটে। কিন্তু দেখি মোজাম্মেল হোসেন ত্বোহা ভাইয়ের সাইটে Trackback যুক্ত হয়ে গেল। উল্লেখ্য আমার পোস্টে ছিল রহস্য-পত্রিকাসহ সবগুলো পত্রিকার লিঙ্ক আর ভাইয়ের সাইটে যে পোস্টে Trackback যুক্ত হয়েছে তা হচ্ছে “রহস্যপত্রিকা ডাউনলোড করুন ” শীর্ষক। শুধুমাত্র রহস্যপত্রিকার লিঙ্ক ছাড়া আর কোন মিল ছিল না দুটি পোস্টের।

তাহলে Trackback আসলো কেন?

কিছুই বুঝলাম না।

কেউ যদি বিষয়টা জেনে থাকেন, তাহলে জানালে উপকৃত হতাম।

Lotus ভাইকে আবারো ধন্যবাদ।

Level 0

রনি পারভেজ আপনাকেও ধন্যবাদ যে সহজ ভাষায় আমার কথাটা বুঝতে পেরেছেন ।

Level 0

Amor sai gan

ato j batha ato j kaday badonay bok banga jay

a rakom ti jano r na hoy

Level 2

কপি পেস্ট করলে লেখার নিচে কার্টেসী হিসেবে নামটা উল্লেখ করলে ভালো হয়। ধন্যবাদ।

লোটাস ভাই,
আমার কিছু জিজ্ঞাসা ছিল…
১. Temporary Internet Files ও Cookies কিভাবে Delete করবো?
২. সাইট ফেভারিট লিস্টে কিভাবে রাখবো?