পোষ্টের সূত্র: Exclusive Computer Tips
আপনার পরিবারে যদি কোন জুনিয়র টাইপের কেউ থেকে থাকে, আর আপনি যদি এরকম আশংকা করেন যে, ওরা কেউ এডাল্ট ওয়েব ভিজিট করতে পারে; কিংবা আপনি যদি কোন ওয়েবসাইটকে আপনার পিসিতে ব্লক করে রাখতে চান তাহলে এই টিউন টি আপনার কাজে লাগবে।
প্রথমে মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে প্রবেশ করুন। ড্রাইভ C:\ থেকে windows এ যান । তারপর System32 তে প্রবেশ করুন। এখন Drivers এ গিয়ে etc ফোল্ডারে যান।
এখানে Hosts নামে একটা ফাইল দেখতে পাবেন। নোটপ্যাড দিয়ে এটা খুলুন। একেবারে নিচের দিকে দেখতে পাবেন এই 127.0.0.1 Localhost
লেখাটি। ঠিক এর নিচে লিখুন 127.0.0.2 এবং আপনার ওয়েবসাইটের ঠিকানা ।
যেমন: 127.0.0.2 http://www.mininova.com
127.0.0.3 http://www.blockinternet.com
127.0.0.4 http://www.facebook.com
এভাবে আপনি যত ইচ্ছা তত সাইট যোগ করতে পারবেন। তবে মনে রাখবেন 127.0.0.1 Localhost কিন্তু কখনোই পরিবর্তন করবেন না। নতুন ওয়েবসাইট শুধু এর নিচে : 127.0.0.2
127.0.0.3
127.0.0.4 এভাবে পর্যায়ক্রমে যোগ করবেন। তারপর নোটপ্যাডটি সেভ করে বেরিয়ে আসুন।
আবার আনব্লক করতে চাইলে যে সাইট গুলি যোগ করেছেন সেগুলো ডিলিট করে দিন। এবং নোটপ্যাড টি সেভ করুন।
এরকম আরো টিপস এবং ট্রিক্স পেতে নিচের লিংক থেকে ঘুড়ে আসতে পারেন।
Computer Optimization Tips & Tricks
সবাইকে ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
আনেক ধন্যবাদ আপনাকে, আমি এমন একটা জিনিস খুজেছিলাম ।