সবাইকে আমার পোস্টে স্বাগতম। আজ আপনাদের জন্য এনেছি বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার এর একটি নতুন স্কিন। আগেই বলে রাখি এই স্কিনগুলো শুধুমাত্র ZTE AX226 মডেলের জন্য। যারা WU216 মডেলের মডেম কিনেছেন তাদের জন্য অগ্রীম দুঃখিত বলে রাখলাম।
যদিও আমি এই পোস্টে বলব নতুন স্কিনের ব্যপারে, তার আগে চলেন বাংলালায়নের ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার এর বর্তমান স্কিন দেখে মেজাজ গরম করে নেই। এই দেখেন -
ছবিটা আমি যতবার দেখি মনে হয় যে চীনের সাংহাইয়ের কোন এক ক্যাফেতে বসে আছি [যদিও স্পীড চীনের মত বেশী না]। এবার আসি কাজের কথায়। আমি এর আগে একটি স্কিন বানিয়েছিলাম, মুলত বানানো বলে না একে, কিছু ফাইল মডিফাই করে দেখতে ভালো লাগে এমন একটি স্কিন বানাই। সেটা দেখতে ছিল এরকম -
স্কিনটা মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। এই স্কিনটা পেতে ক্লিক করুন এখানে। যাই হোক, এর পরে আমি নতুন একটা স্কিন বানানো নিয়ে কাজ করতে থাকি। অনেক টুইক ও বাগ ফিক্স করার পর আমি বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার (BL WCM) এর জন্য নিচের মত ইন্টারফেস বানাই যেটা আগের চেয়ে একেবারেই আলাদা নতুন সুবিধাসম্পন্ন। আগে আপনাদের দেখাই স্কিনটা কিরকম। এই যে সেটা -
এখন বলি নতুন কি কি লাগালাম এই স্কিনে -
একবারে নিচের ছবিতে দেখে নিন সব ফিচারগুলো -
এইতো গেল ফিচার পেজ। এবার বলি ক্যামনে ইন্সটল করবেন। আগে আপনার বাংলালায়ন ইউজারনেম আর পাসওয়ার্ড জেনে নিন। কারণ এটা ইন্সটল করলে সব কনফিগারেশান সেটিংস মুছে যাবে। আগের স্কিনটা ইন্সটল করতে অনেককেই ঝামেলা পোহাতে হয়েছে। কারণ সেখানে নিজে হাতে কিছু ফাইল রিপ্লেস করে দিতে হত। এবার আপনাদের সুবিধার জন্য ইন্সটলার বানিয়ে দিলাম। ফলে শুধু ক্লিক করে আরামে ইন্সটল করবেন। স্কিন ভালো না লাগলেও ব্যবস্থা আছে। রিকোভারি টুল যুক্ত করে দিয়েছি। আগের স্কিন আনইন্সটল করে রিকোভারি স্কিন ইন্সটল করলেই আগের নীলা স্কিন চলে আসবে। আর হ্যা, ৩২বিট ও ৬৪বিট দুই সিস্টেমের জন্যেই ইন্সটলার আছে। তবে যারা কানেকশান ম্যানেজার ইন্সটল করার সময় ডিফল্ট লোকেশানে (C:/Program Files/Banglalion WiMAX CM) ইন্সটল করেন তাদের ক্ষেত্রেই এটা কাজ করবে। আমার মনে হয়না কেও আলাদা ফোল্ডারে প্রোগ্রাম ইন্সটল করবে। যদি কেও এই কাজ করে থাকেন তাহলে কাস্টম স্কিন নামের ফাইলটা ডাউনলোড করে ভিতরের নির্দেশনা দেখুন। সফটওয়্যারটি উইন্ডোজ ৭ ৩২বিট ও ৬৪বিট এবং উইন্ডোজ এক্সপি তে টেস্ট করে দিলাম কাজেই কারো সমস্যা হওয়ার কথা না। যদি প্রথমবার কানেক্ট না হয় সেক্ষেত্রে পিসি রিস্টার্ট করে নিন। বাগ পেলে হলে ইমেইলে জানাবেন। বাগ ফিক্স করে দিব।
শেষ কথা, স্কিনটা বাংলালায়নের নতুন মডেমের WCM অনুযায়ী বানানো। যারা পুরনো ZTE মডেম ব্যবহার করছেন তারা নিচের লিঙ্ক থেকে নতুন ভার্সনের মডেম ড্রাইভার ও কানেকশান ম্যানেজার ডাউনলোড করে নিন।
কারো যদি সিকিউরিটি নিয়ে ভয় থাকে তাদের বলছি এটা খুবই সাধারণ একটা সেটআপ স্ক্রিপ্ট দিয়ে কম্পাইল করা। তবুও তারা এখানে ক্লিক করে ফাইলটি অনলাইনে স্ক্যান করে নিতে পারেন।
আমার কথা শেষ। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন আর স্কিন ইন্সটল করে কাজ হচ্ছে কিনা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন।
প্রথমে আমার ক্ষুদ্র ব্লগে প্রকাশিত
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দুঃখিত, আমার WU216 মডেল !!! 🙁