বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজারের নতুন স্কিন :: একেবারেই নতুন স্টাইলে

সবাইকে আমার পোস্টে স্বাগতম। আজ আপনাদের জন্য এনেছি বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার এর একটি নতুন স্কিন। আগেই বলে রাখি এই স্কিনগুলো শুধুমাত্র ZTE AX226 মডেলের জন্য। যারা WU216 মডেলের মডেম কিনেছেন তাদের জন্য অগ্রীম দুঃখিত বলে রাখলাম।

যদিও আমি এই পোস্টে বলব নতুন স্কিনের ব্যপারে, তার আগে চলেন বাংলালায়নের ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার এর বর্তমান স্কিন দেখে মেজাজ গরম করে নেই। এই দেখেন -

ছবিটা আমি যতবার দেখি মনে হয় যে চীনের সাংহাইয়ের কোন এক ক্যাফেতে বসে আছি [যদিও স্পীড চীনের মত বেশী না]। এবার আসি কাজের কথায়। আমি এর আগে একটি স্কিন বানিয়েছিলাম, মুলত বানানো বলে না একে, কিছু ফাইল মডিফাই করে দেখতে ভালো লাগে এমন একটি স্কিন বানাই। সেটা দেখতে ছিল এরকম -

স্কিনটা মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। এই স্কিনটা পেতে ক্লিক করুন এখানে। যাই হোক, এর পরে আমি নতুন একটা স্কিন বানানো নিয়ে কাজ করতে থাকি। অনেক টুইক ও বাগ ফিক্স করার পর আমি বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশান ম্যানেজার (BL WCM) এর জন্য নিচের মত ইন্টারফেস বানাই যেটা আগের চেয়ে একেবারেই আলাদা নতুন সুবিধাসম্পন্ন। আগে আপনাদের দেখাই স্কিনটা কিরকম। এই যে সেটা -

এখন বলি নতুন কি কি লাগালাম এই স্কিনে -

  • আইকনগুলা চেঞ্জ করসি এইটা তো বুঝাই যাইতেছে। তবুও আরেকবার বইলা দি। প্রতিটা আইকন ৬৪ বাই ৬৪ পিক্সেল সাইজের। তাই কানেকশান ম্যানেজার দেখতে যাদের চশমা লাগে তাদের এখন নাও লাগতে পারে।
  • লগিন, সেটআপ, ডাটা রেকর্ড, লিঙ্ক, অ্যাবাউট ইত্যাদি বাটনগুলা প্রোফেশনাল স্টাইলে একসারিতে বসিয়েছি।
  • আগে সিআইএনআর, আরএসএসআই, বেস স্টেশান আইডি, আইপি, টাইমার ইত্যাদি মাঝে দেখাত। সেটা আলাদা করে লেফট এলাইনে দেখানোর ব্যবস্থা করেছি।
  • আগের কানেকশান ম্যানেজার এ সিগনাল আইকন দেখে মেজাজই খারাপ হয়। মানুষে এখনো থ্রিজি পায়নাই, সেখানে আমি ফোরজি ব্যবহার করছি আর এই অবস্থা? নিজেই সিগনাল আইকন বড় করে দিলাম যেন মনে হয় আপনি নিউইয়র্কের ক্যাফেতে বসে ওয়াইফাই দিয়া ইন্টারনেট ব্রাউজ করছেন।
  • আসল কথা বলিনি, মানুষ দেখি DU Meter [আমি ঢাকা ইউনিভার্সিটি মিটার ভাবতাম] এর জন্য লাফালাফি করে। অথচ কানেকশান ম্যানেজার এ একটা একটা ব্যান্ডউইথ মিটার আছে সেটা কি দেখেনা? চোখে নাও পড়তে পারে, এত ছোট্ট লেখা কি চোখে পড়ে? আমি লেখা ১৬ পিক্সেলের করে দিয়েছি, সাথে আপলোড আর ডাউনলোড এর জন্য নতুন আইকনও আছে। আর এখন থেকে বিট বাইটের ভেজালে না পড়েই কানেকশান ম্যানেজার থেকেই জানতে পারবেন আপনার ডাউনলোড আপলোড স্পীড সরাসরি কিলোবাইট/সেকেন্ড এককে।
  • যারা বাংলালায়ন মডেম কিনসেন তাদের তো আর বাংলালায়নের হোমপেজ এ যাওয়ার দরকার নাই। বরং সেইগুলানের চাইতে ফেসবুক, জি+ ম্যালা ইমপর্টেন্ট। কিন্তু যারা লিমিটেড প্যাকেজ ব্যবহার করেন তারা ক্ষণে ক্ষণে দেখেন যে তাদের ইউসেজ কত বাকি থাকল। তাই আমি এমন ব্যবস্থা করেছি যেন বাংলালায়নের লোগোতে ক্লিক করলে আপনাকে বাংলালায়নের সেলফ কেয়ারে নিয়ে যায়। সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট এ লগিন করে সব তথ্য দেখতে পাবেন।
  • ও হ্যা, বাংলালায়নের আইকন চেঞ্জ করে দিসি। কারণ সিস্টেম ট্রেতে যে আইকন থাকে সেটা বাঘ না বিড়াল না সিংহ বোঝার উপায় থাকেনা। তাই ছোট্ট "বি" লেখা আইকনে লাগিয়ে দিলাম। যাক, অন্তত বি অক্ষরটা তো বোঝা যায়। তবে এর ফলে টাস্কবারে আইকন একটু খারাপ দেখাবে। সবাই কানেক্ট করার পর ইন্টারফেস মিনিমাইজ করে দেন বলে বিশ্বাস করি। তাই সেটা সমস্যার কারণ হবেনা।

  • বাংলালায়ন লোডিং স্প্ল্যাশ চেঞ্জ করেছি। আর অ্যাবাউট পেজে আমার নিজের নাম আর ব্লগের ঠিকানা যুক্ত করেছি। স্কিনটা আমি এত কষ্ট করে বানালাম আমার নাম থাকবেনা আবার? তাই আরকি? তবে মেইন ইন্টারফেস এ সেটা আসবেনা। কেও উৎসাহী হলেই দেখতে পাবেন।
  •  আরেকটা কথা, উইন্ডো নেভিগেশন বাটন চেঞ্জ করেছি। দেখুন হেল্প, মিনিমাইজ, ক্লোজ বাটনের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ইফেক্ট আছে।
  • ধুর ভুলে যাচ্ছি কথা। ফন্ট চেঞ্জ করেছি বলা হয়নি। এরিয়াল ফন্ট আমার ভালো লাগেনা। তাই সব ফন্ট তাহোমা দেওয়া আছে।

একবারে নিচের ছবিতে দেখে নিন সব ফিচারগুলো -

এইতো গেল ফিচার পেজ। এবার বলি ক্যামনে ইন্সটল করবেন। আগে আপনার বাংলালায়ন ইউজারনেম আর পাসওয়ার্ড জেনে নিন। কারণ এটা ইন্সটল করলে সব কনফিগারেশান সেটিংস মুছে যাবে। আগের স্কিনটা ইন্সটল করতে অনেককেই ঝামেলা পোহাতে হয়েছে। কারণ সেখানে নিজে হাতে কিছু ফাইল রিপ্লেস করে দিতে হত। এবার আপনাদের সুবিধার জন্য ইন্সটলার বানিয়ে দিলাম। ফলে শুধু ক্লিক করে আরামে ইন্সটল করবেন। স্কিন ভালো না লাগলেও ব্যবস্থা আছে। রিকোভারি টুল যুক্ত করে দিয়েছি। আগের স্কিন আনইন্সটল করে রিকোভারি স্কিন ইন্সটল করলেই আগের নীলা স্কিন চলে আসবে। আর হ্যা, ৩২বিট ও ৬৪বিট দুই সিস্টেমের জন্যেই ইন্সটলার আছে। তবে যারা কানেকশান ম্যানেজার ইন্সটল করার সময় ডিফল্ট লোকেশানে (C:/Program Files/Banglalion WiMAX CM) ইন্সটল করেন তাদের ক্ষেত্রেই এটা কাজ করবে। আমার মনে হয়না কেও আলাদা ফোল্ডারে প্রোগ্রাম ইন্সটল করবে। যদি কেও এই কাজ করে থাকেন তাহলে কাস্টম স্কিন নামের ফাইলটা ডাউনলোড করে ভিতরের নির্দেশনা দেখুন। সফটওয়্যারটি উইন্ডোজ ৭ ৩২বিট ও ৬৪বিট এবং উইন্ডোজ এক্সপি তে টেস্ট করে দিলাম কাজেই কারো সমস্যা হওয়ার কথা না। যদি প্রথমবার কানেক্ট না হয় সেক্ষেত্রে পিসি রিস্টার্ট করে নিন। বাগ পেলে হলে ইমেইলে জানাবেন। বাগ ফিক্স করে দিব।

শেষ কথা, স্কিনটা বাংলালায়নের নতুন মডেমের WCM অনুযায়ী বানানো। যারা পুরনো ZTE মডেম ব্যবহার করছেন তারা নিচের লিঙ্ক থেকে নতুন ভার্সনের মডেম ড্রাইভার ও কানেকশান ম্যানেজার ডাউনলোড করে নিন।

কারো যদি সিকিউরিটি নিয়ে ভয় থাকে তাদের বলছি এটা খুবই সাধারণ একটা সেটআপ স্ক্রিপ্ট দিয়ে কম্পাইল করা। তবুও তারা এখানে ক্লিক করে ফাইলটি অনলাইনে স্ক্যান করে নিতে পারেন।

আমার কথা শেষ। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন আর স্কিন ইন্সটল করে কাজ হচ্ছে কিনা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন।

প্রথমে আমার ক্ষুদ্র ব্লগে প্রকাশিত

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুঃখিত, আমার WU216 মডেল !!! 🙁

আপনি খালি মজার কথা বলেন ! (DU Meter [আমি ঢাকা ইউনিভার্সিটি মিটার ভাবতাম] )
আপনার Facebook Id টা দেওয়া যাবে ?এক্তু কষ্ট করে ই-মেইল এ পাঠিয়ে দেবেন ?

    @natureboy_bd128: ওহ, আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। ফেবু ইউজ করিনা। চরি 🙁

      @মিনহাজুল হক শাওন: একটা বিষয় খেয়াল করেছি আপনি সবসময় আমার কমেন্টের রিপ্লাই পরে দেন । অথচ আমি আগে কমেন্ট করি আর আপনি পেছনের গুলো রিপ্লাই দেন ( মাইন্ড করবেন না প্লিজ !………মজা করলাম 8) :p ) ফেবু ইউজ না করলেও ওই চরি ওটাই দেন ।O:)

      @natureboy_bd128: হুম! আসলে কমেন্টের রিপ্লাই দেই শেষ থেকে তাই 😀

ধন্যবাদ, অনেক সুন্দর কাজ করেছেন! 🙂
আপনাদের মত প্রোগামাররাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে। 🙂
তবে বাংলা মোবাইলিং ও বাংলা ওসিআর এ আমরা বেশ পিছিয়ে। একটু কস্ট করে আপনারা যদি ‍s60v3 প্লাটফর্মের মোবাইলগুলোতে বাংলা আনার চেষ্টা করেন এবং বাংলা ওসিআর এ মনোযোগ দেন, তবে দেশের সফটওয়্যার খাত অনেকটাই এগিয়ে যাবে। 🙂

    @নেট মাস্টার: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোন সমস্যা আছে কিনা দেখতে হবে তাই।

    আসলে এখানে প্রোগ্রামিং এর কিছু নেই। একটা কনফিগারেশান ফাইল ছিল, সেটা এডিট করেছি। তবে অবশ্য ছবিগুলা পিক্সেল অনুযায়ী সাজাতে অনেক কষ্ট করে হয়েছে, আরো সমস্যা হয়েছে কোড বুঝতে- কোনটা কি করে। আমি খালি নতুন কয়েকটা ফাইল বানিয়ে একটা প্যাকেজ বানিয়েছি যেন সেটা দরকারমত ডিরেক্টরীতে কপি হয় এই যা!

    প্রোগ্রামিং শিখছি, তবে কতদুর যেতে পারবো জানিনা। আমার শখ হার্ডওয়্যার নিয়ে, দেখা যাক কি হয়।

    আবারো ধন্যবাদ 🙂

ইনস্টল করে নতুন স্কিনের মজা নিয়ে তারপর কমেন্ট লিখতে বসলাম। ভাই আপনি শুধু জিনিয়াস না, মহা জিনিয়াস!!! আশা করি দেশের আইটি সেক্টর আপনার উদ্ভাবনী শক্তির সদা উপকৃত হবে।

    @নিসঃঙ্গ পথিক: আলহামদুলিল্লাহ। আসলে অনেকের পিসি তে অনেক রকম প্রবলেম হয়। তাই চিন্তায় ছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য তবে প্রশংসা একটু বেশীই হয়ে গেল। ঈদের সেলামী আকারে দিলেন নাকি? 😀

Level 0

wow, awesome

Level 0

ভাইয়া সুন্দর কিন্তু আমাদের এলাকায় (ব্রাহ্মণবাড়িয়া) বাংলালায়ন নেই।কবে আসবে তাও জানিনা (যদিও তাদের আশ্বাস শুনতে শুনতে…………………………………………)

    @mana: হুম! আসলে ওরা যা বলে তা বাস্তবে করতে অনেক দেরী করে। রাজশাহীতেও সব জায়গায় লাইন নাই কি অবস্থা বুঝেন? তবে মন খারাপ কইরেন না, বিএল আসতে আসতে আমি হয়ত আরো দু চারটা স্কিন উপহার দিতে পারবো 😀

thanjs.

@minhaj vai seven 32bit e colse (zte ax226) ager driver aktu prob hoisilo just app_config old tar wimax section copy koira apnartai paste korsi sob ok…thanks 😀

ভাই আপনার সিরিজ টিউন অনেক মিস করছি। প্লিজ আবার শুরু করেন।
অপেক্ষায় রইলাম……..

ami banglalion nibo eid er por indoor unit,amk keo ki bolte paren 10-12 modde wifi set ashe naki tahole ota kintam

Level 0

ভাই বগুড়ায় কি বাংলালায়ন চালু হয়েছে? একটু জানালে খুশি হতাম

চরম একটা পোস্ট দিলেন মিয়া ভাই আমার কামে লাইগা গেলো। ধন্যবাদ ভাইয়া

চরম একটা পোস্ট…

নতুন বাংলালায়ন ওয়াইম্যাক্স সফটওয়্যার – WIN7 এ কাজ করছে না।

    @শওকত: বলেন কি???? উইন্ডোজ ৭ এ হয়না? আমাকে বেশ কয়েকজন জানালো যে চরম কাজ হচ্ছে। আমি নিজেও উইন্ডোজ ৭ ব্যবহার করছি। আচ্ছা কি এরর দেখায়?

Connecting Processing hotei thake

    @শওকত: ও সেটা বলেন। আপনি দয়া করে মডেমের সফটওয়্যার আনইন্সটল দিন। স্কিন আনইন্সটল দিন। এবার মডেম খুলে রেখে সফটওয়্যার ইন্সটল করে স্কিন ইন্সটল দিন। পিসি রিস্টার্ট করে ইউজারনেম পাসওয়ার্ড দিন। এবার কি হয় বলেন

SUCCESS……

    @শওকত: আলহামদুলিল্লাহ 🙂 আপনার প্রবলেম হয়ে ভালোই হয়েছে। অনেকের এরকম সমস্যা হলে আপনার কমেন্ট পড়ে শিখতে পারবে।

আন্নেরে কি বলে ১ কেজি ৭৪৯ গ্রাম ধন্নাপাতা দিমু বুজতে পাইত্তেসিনা। চমৎকার হইসে শাওন ভাই। চমৎকার। এক কথায় অসাধারন। kbps আমার দুই চোখের বিষ। তাই আমি ঢাকা ইউনিভার্সিটি মিটার দিয়ে ;০ KBPS করে ব্যাবহার করতাম। নেটওয়ার্ক আইকন ও আমার খুব পছন্দ হয়েছে।

“আমি এমন ব্যবস্থা করেছি যেন বাংলালায়নের লোগোতে ক্লিক করলে আপনাকে বাংলালায়নের সেলফ কেয়ারে নিয়ে যায়।” আমিও ভাবছিলাম homepage এ না গিয়ে বাংলালায়নের সেলফ কেয়ারে যাবার অপশন দিলে ভাল হত। যায় হক একসাথে সব পেয়ে গেলাম।
আমি জাপানের অন্ধ ভক্ত তাই SONY ERICSSON MD300 MODEM use kori. (MADE IN MALAYSIA) কিন্তু মডেম এর কি দোষ অপারেটররা যদি স্পিড না দেয়। তাই এখন বাংলা বিলাই USE করে খুব মজায় আছি। ধন্যবাদ শাওন ভাই।

vai ami akta wimax modem kinbo………..konta valo hobe???>> Qubee or Banglalion??

ভাই গো উবুন্টুতে banglalion wimax ব্যবহারের নিয়ম দিয়া যে টিউন দিছিলেন অইটা পাইতাছিনা ক্যান? প্রিয়তে রাখছিলাম পড়ে করব ভাইব্বা। এখন তো মনে হয় ডিলিট কইরা দিছেন? এখটু যদি সাহায্য করেন ধন্য হয়।

ভাই গো, কম্পিউটারের ক-পর্যন্ত উচ্চারণ করতে জানিনা অথচ শখ হয়েছে উবুন্টু ব্যবহার করার ! উবুন্টু ১১.০৪ লাগাইয়া (আগে ১০ ছিল। বাংলালায়ন ব্যবহার করতে পারব ভরসা পাইয়া অইটা ফেলাইয়া নয়াটা নামাইলাম) পুরো উবুন্টু চড়কি বাজি করলাম কিন্তু না অ্যাকসেসরিজ মেনু খুজেঁ পাইলাম না টার্মিনাল? (১০ এ পাইছিলাম)। একটু যদি দেখায় দেন খুশি হয়।

    Level 0

    Hebbi Hoyche

    @ashrafulbright: এইটা কি বললেন ভাই? লিনাক্সে টার্মিনাল থাকবেনা এইটা কুনু কথা হইল??? Applications > Accessories > Terminal

      @মিনহাজুল হক শাওন: পাইছি ভাই। বারবার বিরক্ত করার জন্য ক্ষমা চাই। আসলে জীবনে প্রথমবারের মতো এই জিনিসগুলো দেখতাছি তো তাই সব কিছু বুঝতে পারছিনা।
      নতুন ঝামেলায় ফাইসা গেলাম এবার। আপনার নির্দেশনা অনুসারে ধাপে ধাপে এগুচ্ছিলাম। একজায়গায় লেখা dos2unix.deb এই ফাইলটা install করতে। terminal এ কিভাবে installation code লেখতে হয় তাতো জানিনা ভাই। আর double click করলে internal error কয়। কি করি এখন?
      (আগের সব প্রকৃয়াকি আবার করতে হবে? যেহেতু dos2unix.deb এই ফাইলটা install করতে না পেরে আমি টার্মিনাল হতে exit করছি।)
      please reply. আমি খুব excited হয়ে অপেক্ষায় আছি ubuntu ব্যবহার করার জন্য। আর যদি দরকারি সফটওয়্যার এর একটা তালিকা দেন download করে সুখে শান্তিতে থাকতে পারি। ধন্যবাদ।

Level 0

kichi buzlam na

ভাইয়া আমার অপারেটিং সিস্টেম xubuntu 8.10 আর কার্নেল 2.6.27-7-generic #1 SM। কিন্তু আমি
insmod ‘/ home/shawon/Desktop/drxvi314.ko’
কমান্ড দিলে বলছেঃ
insmod: error inserting ‘/media/LUNAR/New Folder/drxvi314.ko’: -1 Invalid module format। সমস্যাটা কী বলতে পারেন? drxvi314.ko ফাইলটা কী নিজের প্রয়োজনমতো এডিট করে নেয়ার কোনো ব্যবস্থা আছে?

    @sorolbochon: তা আছে, কিন্তু ২.৬.২৮ এর আগের কার্নেলের জন্য মডেম ড্রাইভার চলবেনা। আপনাকে নতুন রিলিজ ব্যবহার করতে হবে। আপনার সিস্টেম তো বেশ পুরনো। ২.৬.৩৮ কার্নেলে আসেন। এক ক্লিকে ইন্সটল করার প্যাক দিচ্ছি।

ধন্যবাদ। আফসোস হচ্ছে ২৭ আর ২৮ মাত্র একটুর জন্য। 🙁

নেটে একটা প্রসিডিউর পেলাম। কিন্তু বেশ জটিল। আপনার কাছে এক ক্লিকে ইন্সটল করার প্যাক থাকলে কষ্ট করে লিঙ্কটা দিলে ভালো হয়।

অন্য একটি প্রসঙ্গে জানতে চাচ্ছি। আমি উবুন্টু যে ড্রাইভে ইনস্টল করছি অইখান থেকে uninstall/remove করে অন্য ড্রাইভে install করতে চাই। কিভাবে পারব বলুননা প্লিজ

    @ashrafulbright: ইন্সটল করার সময় যখন পার্টিশান সম্পর্কিত উইন্ডো আসবে তখন যে ড্রাইভে উবুন্টু আছে সেটা মুছে দিন। তারপর আপনার ইচ্ছামত ড্রাইভে উবুন্টু ইন্সটল করুন।

Thanks