Google Chrome এর Speed Dial এ ইমেজ সমস্যা

আপনারা যারা গুগল ক্রম ব্যবহার করেন এবং সেই সাথে স্পীড ডায়াল এক্সটেনশন টি ব্যবহার করেন তারা "PREVIEW IS NOT READY"  সমস্যায় পরেন নাই এমনটি হয় না । ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করতে দেখতে পারেন ।

যে সাইটটি স্পীড ডায়ালে রাখতে চাচ্ছেন সে সাইটটির মূল নামটুকু গুগলে সার্চ দিন এবং ইমেজে ক্লিক করুন । এখন যে ইমেজ টি আপনার পছন্দ হয় সেখানে মউসের রাইট বটন ক্লিক করে "Copy image URL " সিলেক্ট করুন । এরপর স্পীড ডায়ালের "PREVIEW IS NOT READY" বক্সটিতে মউসের রাইট বটন ক্লিক করে Edit Dial সিলেক্ট করে Dial Image URL বক্সে পেস্ট করে সেভ করুন ব্যাস আপনার কাজ শেষ । এবার দেখুনতো স্পীড ডায়ালে আপনার কাঙ্খিত ইমেজটি দেখাচ্ছে কিনা !

এটাই আমার প্রথম টিউন । প্লিজ, Comments করবেন । আপনাদের কাছে আমার অনেক কিছু শিখার আছে ।

Level 0

আমি মূর্খ - মানব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত কিছু শিখার আশায়


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া একটু হেল্প করতে পারবেন প্লিস। আমি কিছু দিন যাবত Google Chrome ব্যবহার করছি, এর আগে সবসময় Mozila firfox. ব্যবহার করতাম। Google Chrome অনেক ভালো লাগছে। কিন্তু কিছু সমস্যা হচ্ছে,
১। Youtube এর ভিডিও চলাকালীন ভিডিও গুলো একেবারেই পরিষ্কার নয়, দুঃখিত পরিষ্কার বললে ভুল হবে, মনে হয় উপরদিয়ে কিছু রং ছিটিয়ে দাওয়া হয়েছে, তবে Aodio. ঠিক মতন চলে ।
২। টেকটিউনস বা অন্য কোন ব্লগ বা মুভির screenshot গুলো প্রাই আসেনা ।
এই সমস্যা গুলো firfox আবার হয়না,
আমি জানি এই সমস্যা গুলো সবার হয়না, আর নাহয়ত Google Chrome কখনই এত জনপ্রিয় হত না।
এই সমস্যার সমাধানে কি আপনি আমাকে একটু সহযোগিতা পারবেন,
প্লিস