এবার Folder lock করুন আরও সহজে…..

আমার life এ এটা আমার first tune. আশা করি কোন ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।

Techtunes এ প্রবাসী ভাই এবং আকাশ এই ২ জন এর Tune আমার খুব ই ভালো লাগে। এই Tune টি তাদেরকেই dedicated করলাম...

এবার মুল কথায় আসি। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের কিছু প্রয়োজনীয় file সবার কাছ থেকে আলাদা করে রাখার প্রয়োজন হয়ে পরে। যাতে অন্য কেউ সেই file গুলোর কোন ক্ষতি না করতে পারে। আমরা এজন্য অনেক ধরনের software বাহহার করে থাকি। Techtunes এ search দিয়ে সবচাইতে বেশি যে result টা পেয়েছি সেটা হল Folder lock. আমি বেশ কিছুদিন এইটাই ব্যবহার করেছি। কিন্তু একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম আমার software drive এর বেশ কিছু software folder গায়েব। আমি তো অবাক !!! হল কি? এগুলা তো কারো দেখার কথা না। তো delete হল কিভাবে? পরে আমি নিজেই একদিন আবিস্কার করলাম যে মাঝে মাঝে আমার Hide করা folder গুলো show করে। তখন বুঝলাম folder গুলা কেন গায়েব হয়ে গিয়েছিল। Folder lock software টির এত প্রশংসা শুনেছিলাম যে এই ঘটনার পর আমি হতাশ। আমি জানিনা কেন এমন হয়েছিল। আর তাছাড়া Folder lock software টির use করা একটু ঝামেলা মনে হয় আমার কাছে...

আসলে আমার PC-র অনেক পিচ্চি পিচ্চি কয়েকজন user আছে। তারাই না বুঝে এই কাজ টা করছে। ওরা Games খুজতে গিয়ে আমার এত সাধের software গুলা কিভাবে যেন .........

পরে অনেক খুজে একটা software পাইলাম যে টা দিয়ে এখন পর্যন্ত ভালই আছি। আপনারাও একবার try করে দেখতে পারেন। Hope ভালই লাগবে সবার। Software টার নাম My Lockbox. এইটার free version দিয়ে শুধু মাত্র একটি folder লক করা যায়। কিন্তু আমি আপনাদের সাথে যে version টা share করব তা Pro version. এটা দিয়ে Unlimited number of folder আপনি লক করে রাখতে পারবেন। Installation process is like a normal software. তারপর serial number দিয়ে active করলেই full version. Software টা Mediafire এ Upload করা। Download করতে অসুবিধা হওয়ার কথা না। সাইজ মাত্র ২.৩৪ এমবি।

সবাই ভালো থাকবেন......আমার জন্য দোয়া করবেন। সামনে final exam.........

Download link.....

http://www.mediafire.com/?3uxsdd9i9ubw8ri

Techtunes এ search দিয়ে আরও একটি Tune পেলাম এই বিষয়ে। চাইলে সেই Tune টাও আপনারা দেখে আসতে পারেন। এতে এর feature গুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন।

https://www.techtunes.io/download/tune-id/41334/

ধন্যবাদ...

Level 0

আমি মাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফার্মেসী বিভাগ নিয়ে অনার্স করছি। এবার চতুর্থ বর্ষে। সবার দোয়া প্রার্থী...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you for nice tune… asha kori valo hobe…

    U r most welcome… আমিও তাই আশা রাখি।।

ভবিষ্যতে আরো ভালো ভালো টিউন পাব আশা করি 🙂

Hi, Bookworm ইশতিয়াক। Thanks for your comment. কিন্তু একটা সমস্যা । কিছুতেই তো Profile এ pic add করতে পারছি না। কিভাবে করে জানালে উপকৃত হবো। আর tune এ কিভাবে pic add করে তাও যদি জানাতে ভালো হত। আমি নতুন তো তাই এগুলো বুঝি না।

দারুন

সাইদুল ভাই আপনার Profile pic টা আসলেই দারুন…… 🙂

Level 2

nice share

Thank you…

প্রথমেই আপনাকে স্বাগতম।
কিছু মনে করবেন না। আপনি হয়তো নতুন। তাই হয়তো আপনি জানেন না যে, টেকটিউনস এ My Lockbox নিয়ে ইতিমধ্যে “স্টারটেক” ভাই ২৪ নভেম্বর ২০১০ একটি টিউন করেছেন। টিউনটি এখান থেকে দেখতে পারেন। https://www.techtunes.io/download/tune-id/41334/

আরো নতুন কিছু আশা করছি।

Comment করার জন্য আপনাকে thanks. আমি কিছু মনে করি নি। আমি আসলেই নতুন। স্টারটেক ভাই এর ঐ tune টিতে My Lockbox ফাইল টির existence নাই। তাই আবারো দেওয়া।
Shakil Wahid ভাই আপনি মনে হয় সম্পূর্ণ tune টি পরেন নি। আমি কিন্তু তাঁর link টি ও আমার tune এর শেষ এ উল্লেখ করেছি।
ভালো থাকবেন। অবশ্যই চেষ্টা করব নতুন কিছু করার।

    @মাহিম: ক্ষমা করবেন। জানা ছিল না যে, স্টারটেক ভাইয়ের সেই My Lockbox টি ডিলেট হয়ে গেছে। অসাধারণ শক্তিশালীএকটি সফটওয়ার যা আমি ও নিজেও ব্যবহার করে আসছি স্টারটেক ভাইয়ের কাছ থেকে পাওয়ার পর থেকে।
    তাইতো! আপনিও তো দেখছি স্টারটেক ভাইয়ের লিংকটি উল্লেখ করেছেন। ঠিক বলেছেন ভাই, আসলে আমি পুরো টিউনটি পড়িনি।

      ঠিক আছে ভাই। এটি আসলেই একটি শক্তিশালী সফটওয়ার। আর এর ব্যবহার পদ্ধতি ও আমার কাছে বেশ সহজ মনে হয়েছে। tune করা যে ঝামেলার আর ইচ্ছাই ছিল না কোন tune করার। আপনার “আরো নতুন কিছু আশা করছি” এবং Bookworm ইশতিয়াক ভাই এর “ভবিষ্যতে আরো ভালো ভালো টিউন পাব আশা করি” এই কথা গুলো আমাকে নাড়া দিয়েছে। Try করব খুব শীঘ্রই ফিরে আসার জন্য।
      ধন্যবাদ।

ধন্যবাদ টিউনটি করার জন্য,
একটি টিউন একবার করা হয়েছে তার মানে এই না এই বিষয়ে আর টিউন করা যাবে না।
অবস্যই প্রত্যেকটি বিষয় কিছুদিন পর পর আপডেট হয়। তাই তা প্রয়োজনে আবার করা যেতে পারে।

@মাহিম : ধন্যবাদ।

    স্টারটেক ভাই আসলে tune টি করার সময় আমি জানতাম না যে, এই software টি নিয়ে আরও tune আছে। পরে search দিয়ে আপনার tune টি পেয়েছি। কিন্তু ততক্ষণে প্রায় ১ ঘণ্টা নিয়ে tune টি লিখা শেষ। তাই পরে tune টি কে draft এ না রেখে publish এর সময় আপনার link টিও দিয়ে দিয়েছি। আপনার tune টি তে আরও কিছু নতুন info আছে যা আমার tune এ নাই। আপনার tune টি পড়ে আমিও এর feature গুলো সম্পর্কে জেনেছি পরবর্তীতে।
    ধন্যবাদ।

আগামীতে যে কোন জিনিস টিউন করার সময় এর ব্যবহার+ স্ক্রীনশট+ বিস্তারিত দিবেন।

ধন্যবাদ মন্তব্য এর জন্য। আমি try করেছিলাম স্ক্রীনশট সহ দেওয়ার জন্য। কিন্তু হাজার খুজেও কিভাবে picture add করে তা খুজে বের করতে পারি নি। আসলে wordpress সম্পর্কে আমার তেমন idea নাই। তবে অবশ্যই try করব।
ভালো থাকবেন।

Level 0

vaia download kore key file pelam r kichu toh pelam na…. :O

vaiya amr mone hoi apner dwnload a kono problem hoise. 2.34 mb file size akhane to sudhu key file thakar kotha na. of course set up file ase. ami ai matro check korlam. apni abr try korun pore kono problem hole janaben. try korbo solution dawar.

Thanks for your comment.

আমি একটি ফোল্ডারলক softwere ইন্সটল দিয়েছিলাম দেওয়ার পর একটি ফোল্ডার রাখি ।তারপর আমি কম্পিউটার setup দেই ।কিন্তু এখন আর আমার ঐ ফোল্ডার টা কম্পিউটারে নেই। এখন আমি কি করতে পারি ।
ঐ ফোল্ডার লকের নাম instant lock ভাই আমাকে একটু উপকার করেন আমার সব softwere ঐ ফোল্ডারে আছে ।

Level 0

আমার pc তে folder lock uninstall করতে পারছিনা। password o জানিনা।leptop কিনার সময় থেকে এটা ছিল।কেও হেল্প করলে খব সুবিধা হত।