ফায়ায়ফক্সে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল কে রিসেট করা

সফটওয়্যার ইন্সটলের সময় অনেক সময় বিভিন্ন টুলবার ইনস্টল করতে হয় যেমন ask toolbar, chatviev ইত্যাদি, যার ফলে ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে ঐসব টুলবারের নিজস্ব সার্চ ইঞ্জিন সেট হয়ে যায় যা খুবই বিরক্তিকর। এর সমাধান অর্থাত google.com কে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রিসেট নিচেয় মত কনফিগার পরিবর্তন করে করা যায়।

মজিলা ফায়ায়ফক্স ওপেন করে এড্রেস বারে about:config লিখে এন্টার চাপুন। নিচের মেসেজটি দেখাবে।

I”ll be careful, I Promise এ ক্লিক করুন।

এখন ধরুন ask.com সার্চ ইঞ্জিন হিসাবে সেট করা আছে। ফিল্টার বক্সে ask.com টাইপ করুন। ask লেখা অনেকগুলো লিস্ট আসবে।

এখানে যেটির পাশে searchengine লেখা আছে অথবা বোল্ড করা আছে সেগুলোতে রাইট বাটন ক্লিক করে Resetএ ক্লিক করুন।

এখন ফায়ারফক্স বন্ধ করে চালু করুন। ধন্যবাদ

Level 0

আমি শান্তনু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chittagong


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

প্রথম দিক থেকে ঠিক আছে। তবে শেষ দিক দিয়ে একটু সম্যসা করে ফেলছেন।