আইডিএম এ অডিও/ভিডিও ফাইল ডাউনলোড হওয়ার সময়ই যেভাবে সেটি প্লে করবেন

আইডিএম দিয়ে অনেকেই অডিও/ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি তবে ফাইলটি প্লে করতে হয় ডাউনলোড শেষ করার পর।
আজকে আমি এমন একটি ট্রিক তুলে ধরবো যার সাহায্যে ডাউনলোড চলা অবস্থাতেই অডিও/ভিডিও ফাইলটি চালিয়ে দেখতে পারবেন।
প্রথমে এমন সেটিংস করে নিতে হবে যেন আইডিএম ফাইলটিকে এক পার্টের মধ্যেই ডাউনলোড করে,
আইডিএম এ Options এ যান তারপর connection এ গিয়ে Default max. conn. number = 1 করে দিন [কাজ শেষে আবার আগের মত করে দিয়েন]

এখন যেকোন অডিও/ভিডিও ফাইল ডাউনলোড দিন

যেভাবে ফাইলটি প্লে করবেনঃ
AppData ফোল্ডার(স্বাভাবিক অবস্থায় হিডেন থাকে) এর ভেতর IDM নামের ফোল্ডারটি খুজে বের করুন,
এক্সপির ব্যাপারে জানিনা 🙁 তবে সেভেনের বেলায় -
C:\Users\ ইউজারের নাম\AppData\Roaming\IDM\ -এ পাবেন
তারপর,
DwnlData\ইউজারের নাম - এই জায়গায় যান
যে ফাইলটি ডাউনলোড করছেন সেটির নামে একটি ফোল্ডার পাবেন,
ফোল্ডারটি খুললেই ফাইলটি পেয়ে যাবেন (ফাইলটিতে ফরমেট উল্লেখ থাকবে না, তবে বেশিরভাগ প্লেয়ার দিয়েই সেটি ওপেন যাবে)

আমার কম্পিউটার থেকে একটা স্ক্রীনশট দিলাম
maiden

Level 0

আমি shahed95। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো ট্রিক..ধন্যবাদ

Level New

shahed95 ভাই ধন্যবাদ নতুন একটা তথ্য দেওয়ার জন্য।

কাজে লাগবে। 🙂

ধন্যবাদ নতুন একটা তথ্য দেওয়ার জন্য।

Default max. conn. number = 1 করে দিলে সম্পূর্ন স্পীড পাওয়া যাবেনা ………………
ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার দিয়ে এই সুবিধা ভোগ করা সম্ভব ।

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

Thanks for the tune.
kintu eta to efault max. conn. number = 1 na kore ja achhe seta rekhei dekha jete pare, tate asubidha ta kothay ?

    Level 0

    @বিপাশা: এইটা 1 করা না হলে আইডিএম ফাইলটিকে ভাগ ভাগ করে ডাওনলোড করবে। তখন সেইটা ঠিকমত প্লে করা যাবে না।

ভাইজান কি জিপি মামাদের নেট ইউস করেন নাকি ??????? এত স্পীড তাই জিজ্ঞেস করলাম হাহাহাহহাহা

    Level 0

    @সপন মাহমোদ: ভাই ভাংগালিংকের নেট ইউজ করি। মাঝে মাঝে ২৪-২৫ কেবিপিএস স্পীড দেয় আবার অনেক সময় ৫-৬ পর্যন্ত নেমে যায়। ব্রাউসারে একদিকে পেজ লোড দিয়া আরেকদিকে ডাউনলোড দিলে স্পীড ভাগাভাগি হয়ে আইডিএমে কমে যায়।

Level 0

জটিল তো।অনেক কাজে আসবে।ধন্যবাদ আপনাকে

Level 0

তাদের জন্য যারা XP ব্যবহার করেন ” C:\Documents and Settings\ইউজার নাম\Application Data\IDM\DwnlData “

Level 0

ভালো ভালো …