আইডিএম দিয়ে অনেকেই অডিও/ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি তবে ফাইলটি প্লে করতে হয় ডাউনলোড শেষ করার পর।
আজকে আমি এমন একটি ট্রিক তুলে ধরবো যার সাহায্যে ডাউনলোড চলা অবস্থাতেই অডিও/ভিডিও ফাইলটি চালিয়ে দেখতে পারবেন।
প্রথমে এমন সেটিংস করে নিতে হবে যেন আইডিএম ফাইলটিকে এক পার্টের মধ্যেই ডাউনলোড করে,
আইডিএম এ Options এ যান তারপর connection এ গিয়ে Default max. conn. number = 1 করে দিন [কাজ শেষে আবার আগের মত করে দিয়েন]
এখন যেকোন অডিও/ভিডিও ফাইল ডাউনলোড দিন
যেভাবে ফাইলটি প্লে করবেনঃ
AppData ফোল্ডার(স্বাভাবিক অবস্থায় হিডেন থাকে) এর ভেতর IDM নামের ফোল্ডারটি খুজে বের করুন,
এক্সপির ব্যাপারে জানিনা 🙁 তবে সেভেনের বেলায় -
C:\Users\ ইউজারের নাম\AppData\Roaming\IDM\ -এ পাবেন
তারপর,
DwnlData\ইউজারের নাম - এই জায়গায় যান
যে ফাইলটি ডাউনলোড করছেন সেটির নামে একটি ফোল্ডার পাবেন,
ফোল্ডারটি খুললেই ফাইলটি পেয়ে যাবেন (ফাইলটিতে ফরমেট উল্লেখ থাকবে না, তবে বেশিরভাগ প্লেয়ার দিয়েই সেটি ওপেন যাবে)
আমার কম্পিউটার থেকে একটা স্ক্রীনশট দিলাম
আমি shahed95। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো ট্রিক..ধন্যবাদ