আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি দারুন একটি কাজের টিপস নিয়ে। আমরা pdf ফাইল ওপেন করার জন্য adobe reader বা এই জাতিয় pdf reader সফটওয়্যার ব্যাবহার করি।
.
কিন্তু দারুন একটি মজার বিষয় হলো আমরা যারা google chrome browser টি ব্যাবহার করি তারা খুব সহজে গুগল ক্রম দিয়ে যে কোন pdf ফাইল ওপেন করতে পারি! এর জন্য আমাদের বেশি কিছু করতে হবেনা, জাস্ট গুগল ক্রম টি ওপেন করে আপনার pdf ফাইল টি টেনে এনে গুগল ক্রম এর উপর ছেরে দেন তাহলেই আপনার pdf টি চালু হয়ে যাবে 😀
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
আমি চিন্তিত পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবসি-তাই প্রযুক্তির সাথে থাকতে চাই।
valo post.