একের ভেতরে দুই- Xp ইনস্টল তাও আবার ১০ মিনিটে

আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রায়ই কারনে অকারনে Xp ইনস্টল করেন।আর Xp ইনস্টল করতে গেলে ঝামেলাও কম নয়। সময় ও লাগে অনেক। আজ আমি যে টিপসটি দিতে যাচ্ছি সেটা হয়ত অনেকেই জানেন! কিন্তু যারা জানেন না আশাকরি তাদের খুব উপকারে আসবে! সাধারণত Xp ইনস্টল করতে 40 মিনিট লাগে, কিন্তু আপনি যদি আমার পদ্ধতিতে ইনস্টল করেন তাহলে আশাকরি আপনি 10 মিনিটে করতে পারবেন! কি ভাবতেই অবাক লাগছে তাইনা?তো কথা না বাড়িয়ে কাজে চলে আসলাম:

  • Windows Xp সিডি সিডি-রম এ প্রবেশ করান।
  • এবার ঐ সিডি দিয়ে বুট করান।
  • সব ফাইল গুলো লোড হবার পর আপনি পার্টিশন নির্বাচন Option পাবেন।
  • তারপর আপনার পছন্দের ড্রাইভ নির্বাচন করুন।
  • এবার পার্টিশানটির Format System- NTFS অথবা FAT সিলেক্ট করুন।
  • Format করা হয়ে গেলে ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সব ফাইল সয়ংক্রীয়ভাবে আপনার সিস্টেমে কপি করতে থাকে।
  • কপি হয়ে গেলে কম্পিউটার Restart নিবে বা আপনি নিজেই Enter টিপে Restart করুন।

এখন 10 মিনিটের ব্যাপারটা দেখুন:

  • পুনরায় বুট হবার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন।সেখানে লেখা আছে আপনার উইন্ডোজ সেটআপ নিতে 40 মিনিট সময় লাগবে।
  • এখন আপনার কি-বোর্ডের Shift+F10 কী প্রেস করুন।
  • এখন কমান্ড প্রম্পট প্রর্দশিত হবে।
  • Enter “Taskmgr” কমান্ড দিলে উইন্ডোতে একটি টাস্ক ম্যানেজার খুলবে।
  • Process ট্যাবে ক্লিক করুন।
  • এখানে setup.exe লেখাটি খুজে বের করুন।
  • Setup.exe উপর রাইট ক্লিক করুন।
  • তারপর Set Priority ক্লিক করুন।
  • সেখান থেকে High অথবা Above Normal লেখাটি নির্বাচন করুন।

ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি ইচ্ছা হয় তাহলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আর এটা আমার ফেসবুক পেজ

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jotil laglo but akon xp vange try korar shahos pachi na cause wither2 game ta kelteci to,game ta over hole must be try korbo.

Level 0

jantam

thxxxxxxx ami jantam na….

ধন্যবাদ, শেয়ার করার জন্য। কিন্তু উইনডোজ ৭ এ এই ধরনের কোন সিস্টেম জানা আছে ?

Level 0

অনেক ধন্যবাদ ভাইয়া…………..

ধন্যবাদ। এখন প্রয়োজন সেভেনের জন্য ট্রিক্স

জটিল।।

ভাই ! আমি এই টিউন টা কোথায় যেন পড়েছি (প্রো-বার্তা / বিডি রং) এ ঠিক খেয়াল হচ্ছে না। তবে পড়েছি প্রায় দুই মাস আগে। এবং ট্রাইও করেছি কিন্তু তেমন কোন লাভ পাই নাই।………………. তবে আপনাকে ধন্যবাদ।

🙂

আমি আগে এই কোথায় যেন পড়েছিলাম কিন্তু কাজ হয়নি……………………
সময় আগের মতই লেগেছে…………………..

ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য।

Level 0

bhai ami kono din xp dei nai ai sob to ami kisui buji na bhai amar jonno er seye easy kono way ase naki bhai thakle deyen

ধন্যবাদ ।

Level 0

Test Complete, But Not Work (I think original Setup is Better )