এডসেন্স এর কিছু হট টিপস সাথে ফ্রি হিসেবে কিছু কুল টিপসও

অনেকদিন থেকেই কথা এডসেন্স এর কিছু হট টিপস নিয়ে আমি টিউন করবো। তাই অবশেষে এডসেন্স এর ওই সব হট টিপস এর মধ্যে কয়েকটি এবং কিছু কুল টিপস নিয়ে আজকের এই টিউনটি করা। আরো কিছু হটটিপস বাকী থাকবে যার একেকটি নিয়ে আলাদা টিউন করবো।

যাই হোক টিপস গুলো বলিঃ

  • প্রথমত বলবো ডিজাইন সম্বন্ধে সবাই যেটা জানে তা হল এডগুলোর টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার পেজের কালার এর সাথে মিলিয়ে করবেন। আর ছবির পাশে ছবির এ্যাড ব্যাবহার করবেন।
  • এরপর এডগুলো পেজের শুরুতে বা মাঝখানে অর্থাৎ ক্লিক পড়ে এমন জায়গায় রাখবেন।
  • একটি ব্লগ বা পেজ থেকে কখনো বেশী আয় করা যায়না তাই আপনার সাইট বা ব্লগে অনেকগুলো পেজ রাখুন আর সহজেই যেন সব পেইজে যাওয়া যায় তাই হোমপেজের মাঝখানে অন্যান্য পেজে যাওয়ার লিংক দিন।
  • আর লিংকগুলো যেন নতুন পেজে ওপেন হয় তাহলে ইউজার অন্য পেজে গেলেও একইসাথে হোমপেজে থাকবে। তাতে করে অন্যন্য পেজগুলোও ভিজিট করবে।
  • আর প্রচুর মৌসুমী সাইট বা ব্লগ তৈরী করুন। যে কোন ঘটনা ঘটা মাত্রই তা নিয়ে ব্লগ তৈরী করুন। তাতে সারাবছরই একটা নির্দিষ্ট পরিমান ভিজিটর পাবেন।
  • আর এসব মৌসুমী সাইট বিশেষ করে খেলা বা বিনোদন নির্ভর যে সাইটগুলো বানাবেন তাতে একসাথে অনেক ভিজিটর পেতে পারেন বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে। যেমন ধরুন আগামীকাল ইউরোপীয়ান ফুটবল লীগের কোন খেলা আপনি সেটাকে টার্গেট করে একটা ব্লগ বানাবেন। ওই খেলাটি অবশ্যই জাস্টিনটিভিতে সম্প্রচার করা হবে তখন তার পাশে একটি চ্যাট রুম থাকবে এবং এর ভিজিটর থাকবে ৬০-৭০ হাজার। আপনি সেই চ্যাট রুমে কিছুক্ষণ পরপর আপনার সাইটের এ্যাড্রেস দিয়ে কমেন্ট করুন এবং আপনার সাইটে আসার আমন্ত্রন জানান দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার সাইটে ১০-১৫ ভিজিটর কমপক্ষে চলে আসবে। মাসে এমন চার-পাঁচটি ইভেন্টের সময় এই পদ্ধতি যদি অবলম্বন করেন আর কনটেন্ট ভাল রাখতে পারলে তো কেল্লা ফতে। আমি আইপিএল এবং টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপের সময় এভাবে অনেক ভিজিটর এনেছি।
  • এছাড়া ইয়াহূ এবং ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যাদের সদস্য সংখ্যা কয়েক লাখ এসব গ্রুপের সদস্য হয়ে একটি মাত্র মেইল করেই আপনার সাইট ভিজিটের আমন্ত্রন জানাতে পারেন কয়েক লাখ মানুষকে এবং এদের মাঝথেকে বেশকিছু ভিজিটরও পেয়ে যাবেন।
  • আর ফেসবুকের জনপ্রিয় গ্রুপে ছবি, কমেন্ট পোষ্ট এবং ইউটিউবে জনপ্রিয় বিষয়ের ভিডিওতে আপনার সাইটে লিংক দিয়ে পোষ্ট করলে এভাবেও প্রচুর ভিজিটর পাবেন। আর এই ভিজিটর কখনোই কমবে না কারন ওইসব সাইটে যখনই নতুন কেউ ওই পেজে আসবে সাথে সাথে বাড়বে আপনার ভিজিটরও।

যাইহোক আজ এ পর্যন্তই আর এ নিয়ে আরো দুটি টিউন দেবার ইচ্ছে আছে।

টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ শাকিল ভাই।আপনার টিপসগুলো মাথায় রেখে কাজ করব।আচ্ছা কোনো ব্লগ সাইটে যদি আইটি নিউজ,ডাউনলোদ ইত্যাদি আলদা আলাদা শেকশন করে খোলা হয় তবে কি ব্লগের তাৎপরয নষ্ট হয়?

ধন্যবাদ শাকিল ভাই.

কয়েকটি টিপস আসলেই হট ! 🙂
ধন্যবাদ।

I think it is hotest tips of Shakil…..Good Sense…
————————————————-
যেমন ধরুন আগামীকাল ইউরোপীয়ান ফুটবল লীগের কোন খেলা আপনি সেটাকে টার্গেট করে একটা ব্লগ বানাবেন। ওই খেলাটি অবশ্যই জাস্টিনটিভিতে সম্প্রচার করা হবে তখন তার পাশে একটি চ্যাট রুম থাকবে এবং এর ভিজিটর থাকবে ৬০-৭০ হাজার। আপনি সেই চ্যাট রুমে কিছুক্ষণ পরপর আপনার সাইটের এ্যাড্রেস দিয়ে কমেন্ট করুন এবং আপনার সাইটে আসার আমন্ত্রন জানান দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার সাইটে ১০-১৫ ভিজিটর কমপক্ষে চলে আসবে। মাসে এমন চার-পাঁচটি ইভেন্টের সময় এই পদ্ধতি যদি অবলম্বন করেন আর কনটেন্ট ভাল রাখতে পারলে তো কেল্লা ফতে। আমি আইপিএল এবং টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপের সময় এভাবে অনেক ভিজিটর এনেছি।

Level New

আছা

@Rafiur – না নষ্ট হবে কেন? যদি ভাল কনটেন্ট থাকে তাহলে বরং তাৎপর্য আরো বাড়ে।

ধন্যবাদ আপনাকে। সবাই আপনার টিপস এর অপেক্ষআয় ছিল।

Level 0

ধন্যবাদ শাকিল ভাই। আপনার লেখাটি অনেক উপকার হলো।

Level New

ধন্যবাদ শাকিল ভাই।

বেশী ভিজিটর পাওয়ার লোভে বিভিন্ন কমিউনিটি বা সামাজিক সাইটে লিংক শেয়ার করা ভালো না । তাতে ক্ষতি হতে পারে উপকার নয় ।

Level 0

ছোট্র একটি গুগলীয় এসইও ট্রিকস
এ জন্য প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন এবং এখান থেকে গুগলে চলে যান।
pls explain