আমরা অনেকেই নিজের প্রাইভেসির জন্য ফাইল এবং ফোল্ডার লক বা হাইড করে থাকি । কিন্তু আমরা বেশির ভাগই যেসব সফটওয়ার ব্যবহার করে থাকি সেগুলো আনডিলেটেবল সুবিধাটি দেয় না মানে আপনার লক করা ফাইল এবং ফোল্ডার যে কেউই ডিলেট করে ফেলতে পারে । আর একটি সফটওয়ার দিয়ে লক এবং হাইড দুটি সুবিধা একসাথে খুবই কম পাওয়া যায় । আপনারা যদি একটি সফটওয়ার ব্যবহার করেন তাহলে সবগুলো সুবিধাই পেতে পারেন । নিচের ছবিটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন ।
এখান থেকে ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটির সাইজ মাত্র ২২৬ কিলোবাইট । লক করার আগে অবশ্যই পাসওয়ার্ডটি লিখে রাখুন । তো প্্রাইভেসি রক্ষা করতে সমস্যাই থাকবে না । সকলকে ধন্যবাদ..........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভালই সফট রিভিউ নিয়ে লিখছেন। ধন্যবাদ।