মাদারবোর্ডের ড্রাইভার আপডেট করুন, পিসির গতি বাড়ান

আসসালামুআলাইকুম, আশা করি সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও আলহাদুলিল্লাহ ভালো। চলুন আমরা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড ড্রাইভার কিভাবে আপডেট করতে হয় তা জেনে নিই। আপডেট কেন করবো এটাও জানা থাকা দরকার। সাধারনত আমরা কম্পিউটার কেনার পর  মাদারবোর্ডের সাথে যে সিডি পাই তা দিয়ে আজীবন চলে যায়। অন্যদিকে মাদারবোর্ড কোম্পানী কিন্তু আপনার আমার জন্যে ঠিকই আপডেট প্রতিনিয়ত বের করছেন আর তা আমরা জানিনা। আমরা যদি সবসময় মাদারবোর্ড ড্রাইভার আপডেট করি তাহলে এর ফলাফল স্বরূপ নতুন নতুন যত সফটওয়্যার বা পুরাতন যত সফটওয়্যারের নতুন ভার্সন বাজারে আসে সবগুলোই পিসিতে কাজ করবে কোন ত্রুটি ছাড়াই।


তাই আমাদের মাদারবোর্ড ড্রাইভার আপডেট করে নেয়া উচিত। উইন্ডোজ এক্স পি বা অন্যান্য অপারেটিং সিস্টেমে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হলেও উইন্ডোজ সেভেন বা ভিসতা তে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হয় না তাই বলে এটা ভাববেন না যে সেভেন বা ভিসতার আপডেট বের হয়না। সেভেন এবং ভিসতা সহ অন্যান্য যে সকল অপারেটিং সিস্টেম রয়েছে, সবগুলোরই আপডেট প্রত্যেক কোম্পানীই বের করে থাকে। আসলে আপনার কাছে আপডেট করাটা ঝামেলা মনে হতে পারে। তাই আমি এমন একটি সফট্ওয়্যারের কথা বলবো যা দিয়ে আপনার পিসি বা যে কোন পিসির মাদারবোর্ডের ড্রাইভার সে নিজ থেকে খুজে বের করে দিবে। নিচ থেকে সফট্ওয়্যার টি ডাউনলোড করে নিন (মাত্র ১০ মেগাবাইটের)।

Crack File

Download এবং Install সম্পন্ন হলে Open করুন এবং এখন এটা ৮০০ কিলোবাইটের একটি ডাটাবেজ আপডেট করে নিবে।

এখন Scan করুন।

Scan সম্পন্ন হলে আপনার কিকি আপডেট করতে হবে তা দেখাবে। Fix এ ক্লিক করুন।

এখন Download all ক্লিক করে দিন। Download হওয়ার পর Backup Driver ক্লিক করে Driver ব্যাকআপ রেখে দিতে পারেন অথবা সাথে সাথে Install করে নিতে পারেন। নিচে ছবিতে দেখুন।

বিঃ দ্রঃ Driver_Genius_Pro_10.0.0.761 দিয়ে যদি না হয় তাহলে অন্য ভার্সন দিয়ে দেখতে পারেন অথবা আপনার মাদারবোর্ডের ওয়েব সাইটটিতে গিয়ে দেখতে পারেন। Crack করার জন্যে (Read me First) ডকুমেন্টটি পড়ে নিন।

আমার পরবর্তী টিউন কুরআন ও বিজ্ঞান নিয়ে। কিন্তু এই টিউনটাকে অফটপিক বা অন্যান্য ক্যাটাগরি তে লিখা ঠিক হবে না। তাই টেকটিউন এর কর্তৃপক্ষের কাছে অনুরোধ কুরআন ও বিজ্ঞান নামে একটি ক্যাটাগরি যোগ করার জন্যে। আপনারা আমার এই বিষয়টাকে আশা করি সুন্দর ও গ্রহনযোগ্য করে দেখবেন।

Level 0

আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুসলিম পরিবারে পাঠিয়ে ধন্য করেছেন। আমি ভালোবাসি বাংলা ভাষাভাষি ইসলামিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটগুলোকে। থাকতে চাই জ্ঞানীগুনিদের সাথে যারা এখানে আছেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows daour par sound, vga, driver cd na takla ki karbo ? ? ?

    আসসালামুআলাইকুম। ভাই এভাবে আমি ট্রাই করে দেখিনি। তবে হওয়ার সম্ভাবনা বেশি। আপনি দেখতে পারেন। ধন্যবাদ।

    Level 0

    after fresh installation, if you don't have driver cd just manage your lan card's driver, install Driver Genius Pro and you will get 100% working & latest driver.

    i tried it and it works every time.

    Driver Genius Pro is a very good tool.
    thanks মুহাম্মাদ জিয়া for your nice post.

valo akta post dilan , ame driver scanner use kori . vai aponar ta ke activation kora lagba janaban

আসসালামুআলাইকুম। হ্যা Active করতে Serial Key দেওয়া আছে। ধন্যবাদ।

Up date korle kono somossa hobe??

    আসসালামুআলাইকুম। আপডেট করলে আশা করি ভালোই হবে। যদি সন্দেহ থাকে তাহলে System Restore অথবা Software টির নিজস্ব Restore করার Option আছে। ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। বিষয়টি জানা ছিল না।

সুন্দর

দরকারী টিউনের জন্য জিয়া ভাইকে ধন্যবাদ।

ভাইয়া সিরিয়াল কোড টা মনে হয় সঠিক না। লাইসেন্স কোড ভেলিডেট হচ্ছেনা। আমি উইন্ডোজ ৭ ইউজ করি।

OS কিভাবে সেটআপ দিব?

Level 0

OS মানে Operating System @ Mobinur Rahman

এটি ভাল তবে আমার PCI Bus নামের একটি ড্রাইভার এটি আপডেট করতে পারেনা।

দরকারী টিউনের জন্য ধন্যবাদ।

key দেওয়ার পরে কাজ করে না, সফটওয়্যার Restart হয়,Scan করার পর Fix now আবার key চাই

Level 3

আসসালামুআলাইকুম জিয়া ভাই ।ভাই একই সমস্যা কাজ হয় না একটু দেখবেন ভাইয়া ।কি টা মনে হয় সঠিক নয়।নেট থেকে আরো নামালাম কিন্তু সিরিয়াল কি টা একই ।

আসসালামুআলাইকুম। এই লিংক থেকে Crack টা ডাউনলোড করে নিন। তারপর (Read me First) ডকুমেন্ট টি পড়ে কাজ টুকু সেড়ে নিন। আশা রাখি ইনশাআল্লাহ সমস্যা হবে না। Crack File
কষ্ট দেওয়ার Sorry।

ধন্যবাদ আমি ট্রাই করতেছি এখনি।

Level 0

Vi' ami apnar k0tha m0t0' DG41RQ Motherb0arder graphicr driver update k0rlam' but akh0n hi-resulati0n er game khelte gale pc hang hoe jaitese' ki k0rb0?

Level 0

ভাই সিরিয়াল তো দেয়াই আছে ক্র্যাক দিয়া কি হইব???

Vai apner serial and crack both are invalid …………..

Sorry vai kaj korsa ….thanks

Level 0

Vi' amar directx 11 setup deua'

Games এর জন্যে Directx 9c Version চলতাছে। কিছু কিছু ব্যতিক্রম।

কুরআন ও বিজ্ঞান বিষয়ক ক্যাটাগরি'র আবেদনে আমি সহমত।

আসসালামুআলাইকুম। শাহাদাত ভাই ধন্যবাদ আপনাকে।

Level 0

Vi' s0und driver, chipset,lan driver e pr0bleblem h0sse na' but' graphics media accelerator ei prblm'

তাহলে Driver Genius এর Restore Driver এ ক্লিক করে দেখেন সমস্যার সমাধান হয় কিনা।প্রথমে Scan করার পর যেটা Restore করবেন সেটা Select করে অতঃপর Restore করুন। আর অন্য কোন driver update করে সমস্যা হলে এরূপ করতে হবে।

Level 0

Na' vi'" tune ta val0' but' ami new k0ri wind0ws dise'' ami 0nn0 gula setup dise .but graphics ta die nai' mayb 0itar pr0blem thakbei'

বিজ্ঞান প্রযুক্তি সাইট এ আপনি এটা লিখেছিলেন তাইনা? ভালো কাজ করসেন, অনেকেই ড্রাইভার নিয়া ঝামেলায় পইড়া যায়, অগো সুবিধা হইব।

হ্যা লিখেছিলাম। ভাই আপনার কোন সুবিধা হইছে এর দ্বারা।

Level 2

Vai, tune er jonno thanks. but link invalid hoye geche. plz ektu check kore updated link din.