পোষ্টটির সূত্র: Computer Repairing and Troubleshooting Guides
আসলে এ সমস্যার কারন হলো - উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন।
"Start" এ ক্লিক করুন। "Run" এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।
রিস্টার্ট করুন ।
এসম্পর্কিত আরো তথ্যের জন্য এখানে ক্লিক করুন
ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
ধন্যবাদ ভাই টিউনটি করার জন্য……….