সিকিউরিটি জোন থেকে অন্য পিসিতে ওয়েবসাইট এক্সপোর্ট করা
নিরাপদ ও রেসট্রিকটেড ওয়েব এড্রেস হিসেবে যেগুলোকে নির্দিষ্ট করেছেন সেগুলো রেজিস্ট্রি স্টোর হয়৷ সেখান থেকে কাঙ্ক্ষিত ডাটাকে এক্সপোর্ট করতে পারবেন যাতে করে অন্য পিসি থেকে সেগুলো রিড করা যায়৷
* রেজিস্ট্রি এডিটর ওপেন করে নেভিগেট করুন HKEY_CURRENT_USER\Soft-ware\Microsoft\Windows\CurrentVersion\InternetSettings\ZoneMap\Do mains
* এই এন্ট্রি সিলেক্ট করে File>Export Registry File ওপেন করুন৷
* পরবর্তী ডায়ালগ বক্সে একটি নাম টাইপ করুন যেমন Zone setting
* Export range-এর অন্তর্গত Selected branch অপশন সক্রিয় কিনা এবং আগের সিলেক্ট করা রেজিস্ট্রি এন্ট্রি এন্টার করা হয়েছে কি-না তা নিশ্চিত হয়ে নিন৷
* Save-এ ক্লিক করে নিশ্চিত করুন৷
* নতুন তৈরি করা REG ফাইলকে নতুন পিসিতে কপি করুন যেখানে আপনি কেবল ডবল ক্লিক করে ওপেন করতে পারবেন৷
* এবার Yes-এ ক্লিক করলে ডাটা রেজিস্ট্রি যুক্ত হবে৷
আমি রুবেল ফরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami amar ek bandhur kach theke apnader address paye member holam. Onek kichu dekhte pelam ja computer babohar karider joanna onek bhalo.
Amar computer ekta problem ache seta Mricsoft Genuine install korte bole r atar janna amar mechine slow hocchy. Kibhabe eta remove kora jai pls bolben?