বিসমিল্লাহির রাহমানির রাহিম
এটা নিয়ে আগে কখনো টিউন হলে ক্ষমা চাচ্ছি। কারন আমি টেকটিউনে নতুন। আশা করি কমেন্ট করবেন। আপনাদের কাছে আর একটা বিষয়ে সাহায্য চাচ্ছি, সেটা হচ্ছে আমি এই বছর এইচএসসি পাশ করেছি। আমার যা রেজাল্ট ( A) তাতে আমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে হবে। কিন্তু কোন ভাল প্রাইভেট ভার্সিটিতে টেক্সটাইল বা eee তে কম খরচে বের হওয়া যাবে বুঝতে পারছি না। আপনারা আমাকে ভাল পরামর্শ কমেন্ট করুন।
ð পদ্ধতি :
(উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য)
১. এজন্য প্রথমে এই লোকেশনে যেতে হবে :-
C:\Windows\System32\Drivers\etc
অর্থাৎ উইন্ডোজের C ড্রাইভে গিয়ে Windows> System32> Drivers> etc পর্যন্ত যেতে হবে।
২. etc হচ্ছে হোস্ট ফাইল। একে ডাবল ক্লিক করে নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে। এবার edit করে একেবারে শেষে লেখা local host এর নিচে নতুন লাইনে যে ওয়েবসাইট ব্লক করতে চান সেটি লিখতে হবে। ধরুন আপনি ফেসবুক ব্লক করতে চাচ্ছেন তাহলে লিখতে হবে
127.0.0.1 http://www.facebook.com
তারপর নোটপ্যাডে সেভ করুন।
দেখুন আপনার ব্রাউজার দিয়ে আর ফেসবুকে ঢুকতে পারবেন না। এভাবে যে কোন ওয়েবসাইট ব্লক করতে পারেন।
**আশা করি এই পদ্ধতি আপনাদের কাজে লাগবে।
কমেন্ট করুন।
আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505
কমেন্ট করলাম.. 😀