মজা শুধুই মজা আর কিছু না।

বন্ধুর সাথে মজা করুন অথবা অন্যকে বোকা বানান খুব সহজে। কোন Software এর সাহায্য ছাড়াই। কিভাবে? তাহলে দেখুন।প্রথমে আপনার সম্পূর্ণ Desktop এর ছবি তুলুন যে কোন Software এর মাধ্যমে। PhotoScape টা ব্যবহার করতে পারেন। এটা খুব Easy। ছবি তোলার সময় মাউস এর পয়েন্টার টা Monitor এর একবারে ডান পাশে নিচে নিয়ে ছবি তুলবেন। যাতে মাউস পয়েন্টার না দেখা যায়।

এর পর ছবিটা একটু Edit করুন। যেমনঃ একটু হালকা Brightness,একটু Contrast,একটু Color টা ঠিক করে ছবিটাকে একটু প্রাণবন্ত করুন। এ সকল কাজই PhotoScape এর মাধ্যমে করতে পারবেন। এরপর ছবিটা Save করে আপনার Hard Disk এ রেখে দিন। ছবিটাকে Wallpaper হিসাবে দিন। এখন মূল Desktop এ এসে মাউস এর Right বাটন ক্লিক করে View থেকে Show desktop icon এবং Show desktop gadgets এর ঠিক উঠিয়ে দিন। তাহলে দেখবেন Desktop এর সত্যিকার এর Icons ও gadgets গুলো Hidden হয়ে গেছে। এবার Task bar এর উপর মাউস এর Right বাটন ক্লিক করে Lock the taskbar এর ঠিক উঠিয়ে দিন। আবার Taskbar এর উপর মাউস এর Right বাটন ক্লিক করে Properties এ যান এখন যে Window টি আসবে সেখানে Auto-hide the taskbar এ ঠিক দিয়ে ok ক্লিক করুন।

ব্যাস আবার দেখুন আপনি নিজেও অবাক হয়ে যাবে। সকল Icon, gadget, taskbar সব কিছু চোখের সামনে অথস কিছুই কাজ করতেছে না। আপনার বন্ধু বা অন্য কেও হয়তো ভয় পেয়ে যাবে। মনে করবে Hang হয়ে গেছে। Pls একবার হলেও try করে দেখবেন নাহলে এর মজাটা সম্পূর্ণ  বুঝতে পারবেন না।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

 

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক আগে থেকেই জানি বিসয় তা, কিন্তু ভাই আমার কম্পু আমি ছাড়া আর কেউ ধরে না, তাই কাউকে বোকা বানানো গেলো না………ধন্যবাদ ফর দী টিউন……:)

আমিও জানতাম।তাছাড়া বিষয়টি একটু সহজেও করা যায় ।

জানতেই পারেন স্বাভাবিক। যারা না জানেন তাদের জন্য এটা। 🙂

হা হা হা ভাই চরম একটা কু-বুদ্ধি দিলেন ত । আমি কালকেই পোলাপনগো একটু মদন বানামু 😀

মজার তো… 🙂

Level 0

bhai amer to photoscape nai ki korbo

উপরে PhotoScape এর D.load লিঙ্ক দেওয়া আছে D.load করে নিন।

photoscape ছারাও ট্রাই করতে পারেন। কীবোর্ড এর ডানে উপরের দিকে print screen or prt sc button চেপে ডেক্সটপ এর কপি নিয়ে তা photoshop or পেইন্ট এ paste korun. তারপর ফাইলটি সেভ করুন এবং পরবর্তী কাজগুলা করে যান।

Level 0

Ami jantam eta. Eta diye amar office er staff der fool baniyechilam ami.