আস্ সালামু আলাইকুম। অনেক প্রতিকূলতার মাঝে আজকে আমি প্রথম টিউন করছি। কম্পিউটার কিনলাম প্রায় ১বছর হলো। তাই কম্পিউটারের সম্পর্কে আমার জ্ঞান খুব কম। তবুও আমার জানার আগ্রহ থাকার কারণে যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করছি। অভ্র দিয়ে নির্ভুল ভাবে লিখতে চেষ্টা করেছি। তবুও বানান ভুল হলে ক্ষমা করবেন। আমাদের এলাকায় কিউবি, বাংলা লায়ন, ব্রডব্যান্ড কিছুই আসেনি। জুম দিয়ে কোনমতে নেট চালাচ্ছি। আপনাদের কমেন্ট এর রিপ্লাই করতে আমার দেরী হতে পারে। এবার কাজের কথায় আসি।
ð পদ্ধতি :
১. প্রথমে “windows Key + R” চেপে “RUN” মেনু ওপেন করুন। “RUN” এ গিয়ে টাইপ করুন Diskpart। তারপর ok চাপুন।
২. এবার স্ক্রীনে “cmd” ওপেন হবে এবং লেখা আসবে DISKPART>
(স্ন্যাপশট দেখুন)
৩. এরপর টাইপ করুন list volume এবং “enter” চাপুন। দেখবেন আপনার হার্ডডিস্কের লিস্ট আর সাইজ বর্ণনা করছে।
(স্ন্যাপশট দেখুন)
৪. এবার যে Volume লুকিয়ে ফেলতে চান তার জন্য টাইপ করুন select volume 1 অথবা 2 ইত্যাদি এবং “enter” চাপুন । অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার সংখ্যা টাইপ করতে হবে।
(স্ন্যাপশট দেখুন)
৫. টাইপ করুন remove letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন । অর্থাৎ যে volume লুকিয়ে ফেলতে চান তার Capital Letter টাইপ করতে হবে।
(স্ন্যাপশট দেখুন)
দেখুন আপনার ড্রাইভটা হাইড হয়ে গেছে।
**এখন কথা হলো কিভাবে ড্রাইভটা ফিরিয়ে আনবেন। খুব সহজ, ধাপ ১-৪ পর্যন্ত যেভাবে করেছেন সেভাবে করে শুধু পঞ্চম ধাপে টাইপ করুন assign letter A অথবা B অথবা C এবং “enter” চাপুন। অর্থাৎ যে volume ফিরিয়ে আনতে চান তার Capital Letter টাইপ করতে হবে।
(স্ন্যাপশট দেখুন)
**আশা করি এই পদ্ধতি আপনাদের কাজে লাগবে।
কমেন্ট করুন।
যদি আপনাদের কারও Video Tutorial এর দরকার হয় তাহলে আমাকে মেইল করুন।
এখনকার মত এ পর্যন্তই।
আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505
খুব ভাল লাগল ………….