প্রথমেই প্রাণঢালা শুভেচ্ছা টেকটিউন্স কর্তৃপক্ষ কে আমাদের মাঝে আবার ফিরে আসার কারনে এবং টেকটিউন পরিবার কে ধন্যবাদ সর্বদা পাশে থাকার জন্য।
আমি অনেক দিন সময়ের অভাবে কোন লিখা লিখি করতে পারছিনা।আজ আমি আপনাদের কে মডেম বিষয়ে একটি ছোট্ট টিপস দিব।আশা করি কাজে লাগবে।
আমরা অনেকেই আমাদের মডেম নিয়ে সমস্যাই পড়ি।অনেক সময় এটি ইন্সটল করার পর ও সঠিকভাবে কাজ করতে চায় না।তখন মনে হয় মাথার চুল ছিড়ে ফিলি।ভয় নেই।আর মাথার চুল ছিড়তে হবে না।এবার আপনার মডেম ঠিক ই আপনার কথা শুনবে ।নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
১। প্রথমেই start থেকে run কমান্ড এ যান এবং লিখুন regedit.
২। এরপর HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন।
৩। এরপর system এ ক্লিক করুন
৪। এরপর currentcontrolset এ ক্লিক করে service এ ক্লিক করুন
৫। এরপর modem এ ক্লিক করে parameter এ ক্লিক করুন
৬। ডান দিকে default এ ক্লিক করে Value 1 করে দিন।
ok করে বের হয়ে আসুন।ব্যাস কাজ শেষ ,এরপর থেকে আপনাকে আর মডেম ঝামেলায় পড়তে হবে না।
ভালো থাকবেন।
বিঃদ্রঃ রোজার সময় আমরা নিজেদের সংযত রাখার চেষ্টা করি,কিন্ত আমরা কি পারিনা আমাদের সৌহার্দ্যের হাত সব সময় বাড়িয়ে দিতে যারা একটু সাহায্যের জন্য আপনার,আমার সকলের দিকে তাকিয়ে থাকে???আসুন, আমরা সেইসব দুঃখী মানুষদের পাশে এসে দাড়াই।আমার টিপস এর পাশাপাশি এই অফটপিক এর জন্য হয়তো অনেকেই ভ্রূ কুচকাবেন। যদি ভুল করে থাকি তবে ক্ষমার দৃষ্টিতে দেখেবন আশা রাখি।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
vai parameter khuje pai na