আমাদের সবার প্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ট্যাবগুলোকে আকর্ষণীয় ত্রি-মাত্রিক রূপে দেখার ব্যবস্থা করেছে ফক্সট্যাব এ্যাড-অন্স। এজন্য এ্যাড-অন্সটি এখান থেকে ইনস্টল করুন। এ্যাড-অন্সটি ইনস্টল করার পরে ফায়ারফক্স রিস্টার্ট করে দেখুন হোম বাটনের পরে একটি ফক্সট্যাবের আইকন/বাটন এসেছে। এবার উক্ত বাটেন ক্লিক করলে চলতি সকল ট্যাবগুলো ত্রি-মাত্রিক রূপে দেখা যাবে। এছাড়াও সাম্প্রতিক বন্ধ করা ট্যাব এবং টপ সাইটগুলো দেখার আলাদা ট্যাব রয়েছে। আর ত্রি-মাত্রিক ভাবে দেখার ভিউ, স্টাইল, সংখ্যা পরিবর্তন করার ব্যবস্থাও আছে।
তাহলে আর দেরী না করে এখনই এ্যাড-অন্সটি ইনস্টল করুন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
পোস্টটি এখানে প্রথম প্রকাশিত।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন টি ছোট হয়েছে তাতে কোন সমস্যা নেই কিন্তু ছবি সহ বর্ণনা দিলে অনেকে ভালো ভাবে বুঝতে পারতো। এটা আমি বহু আগে থেকে ব্যবহার করতেছি। 🙂 🙂