সবাই কেমন আছেন? অনেকদিন পরে টেকটিউন্স ফিরে পেলাম। আজ আপনাদের যে জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিব সেটা আসলেই অনেক মজার। এতে আপনি থ্রিডি ছবি/মুভি কোন চশমা ছাড়াই দেখতে পারবেন। এই প্রযুক্তির নাম “Cross Eyed 3D”. অর্থাৎ আপনাকে ছবি বা মুভিটি দেখতে হবে আপনার চোখ cross করে, বাংলায় যাকে বলে ট্যারা...। প্রথমে নিচের ছবিগুলো ডাউনলোড করে ফুলস্ক্রিন এ ওপেন করুন। এরপর Left & Right ছবিদুটির দিকে ভালভাবে নজর দিন। আপনার পুরো মনযোগ ছবির উপর দিন। এবার আস্তে আস্তে আপনার চোখদুটি cross / ট্যারা করতে থাকুন যতক্ষন না দুটি ছবির ঠিক মাঝখানে আর একটা নতুন ছবি ফুটে উঠছে...হ্যা হ্যা এবার পুরোপুরি আপনার মনটা মাঝের ছবির উপর ফিক্সড করুন। কি ঝাপসা দেখাচ্ছে? ধীরে ধীরে মাঝের ছবিটার উপর ফোকাস করুন, হ্যা আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফোকাস ফিক্সড হয়ে গেলে মাঝের ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন...!!! কি পুরা 3D না!!!??
কিছু ছবিঃ
ভিডিও লিঙ্কঃ
http://www.youtube.com/watch?v=zBa-bCxsZDk
http://www.youtube.com/watch?v=SOUO37OP_vY&feature=related
http://www.youtube.com/watch?v=YbGI8vgZlWw&feature=watch_response
বিঃ দ্রঃ এটা পরীক্ষা করার পর চোখে সবকিছু ডাবল দেখতে পারেন কিংবা মাথা ব্যাথা হতে পারে। ঘাবরাবেন না, কিছুক্ষন পরে সব ঠিক হয়ে যাবে। লাইট অফ করে ও বড় স্ক্রীনে দেখলে আরো মজা পাবেন। এরকম টিউন আগে প্রকাশ হয়েছে কিনা জানিনা। যদি হয়ে থাকে তাহলে টিউনারদের কাছে দুঃখিত।
আপনারা নিজেরাও আপনাদের ছবি কিংবা ভিডিও এভাবে বানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar kache bogus laglo