এই পোস্ট টা নতুন্দের জন্য। "এডসেন্স ফর ডোমেইন" নিয়ে আমি যত গুলো লেখা দেখেছি সবাই co.cc থেকে কিভাবে করে সেটা দেখিয়েছে। তাই আমি অন্য ডোমেইন প্যানেল থেকে কিভাবে সেটাপ করে তা লিখছি। আমি বিস্তারিত লিখছিনা। হালকা বর্ননা + স্ক্রিনশট দিচ্ছি, সবচেয়ে ভালো হত যদি ভিডিও টিউটোরিয়াল দিতে পারতাম।
প্রথমেই এডসেন্স ফর ডোমেইনের জন্য আমাদের ১টি ভ্যালিড এডসেন্স একাউন্ট প্রয়োজন। তারপর এডসেন্স একাউন্টে লগ ইন করি, তারপর এডসেন্স সেটআপ এ ক্লিক করি। তারপর এডসেন্স ফর ডোমেইনস এ ক্লিক করি। এড নিউ ডোমেইনস এ ক্লিক করি। তারপর add individual domains এর পাশের বক্সটিতে আমাদের ডোমেইন নেমটি লিখি (www ছাড়া)। add domain(s) এ ক্লিক করি। তারপর যে পেইজ টি আসবে সেখান থেকে নিচের ছবিতে দেখানো চিহ্নত অংশটুকু মনে রাখি।
এডসেন্স ফর ডোমেইন সেট আপ |
এডসেন্স ফর ডোমেইন সেট আপ |
এডসেন্স ফর ডোমেইন ডিএনেস রেকর্ড |
এডসেন্স ফর ডোমেইন - (এক্টিভ, পেন্ডিং, ডিসেপ্রুভ) |
আমাদের ডোমেইনটা যদি ডট টিকে থেকে নেয়া হয়!!! অর্থাৎ মাগনা ডোমেইন থেকে আর্ন। ডট টিকের ডোমেইনে এডসেন্স ফর ডোমেইন বসাতে পারেন। এবং এটা খুব সোজা।
এডসেন্স ফর ডোমেইন - ডট টিকে |
এডসেন্স ফর ডোমেইন - ডট টিকে |
নেমচিপ থেকে ডোমেইন কিনে যদি সেটা এডসেন্স ফর ডোমেইনে পার্ক করতে চান তাহলে এভাবে করতে পারেন।
> My Account > Manage Domains > Modify Domain
এডসেন্স ফর ডোমেইন - নেমচিপ |
এডসেন্স ফর ডোমেইন - নেম চিপ |
শুধু নেমসার্ভার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এপ্রুভ হয়ে যায়। তবে এতে ঝামেলা আছে একটা তা হচ্ছে আপানার ডোমেইন থেকে যে কেউ সাবডোমেইন বানিয়ে নিজের বলে চালিয়ে দিতে পারবে ব্লগার ডট কমে। কারন গুগলের নেম সার্ভার ghs.google.com থাকলেই ব্লগার তা এক্সেপ্ট করবে যদি অন্য কেউ তা ব্যবহার না করে থাকে। নিচের নেমসার্ভার গুলো দিতে পারেন।
অথবা সিনেম/এ এড্রেস দিয়েও করতে পারেন। সিনেম আর এ এড্রেস টা চেঞ্জ হতে একটু সময় লাগে। তবে এতে সুবিধা হচ্ছে আপনি নিজের মত নতুন সিনেম বা সাবডোমেইন তৈরী করতে পারবেন। এবং অন্য কেউ ইচ্ছা মত সাবডোমেইন বানাতে পারবে না।
www - CNAME (alias) - pub-xxxxxxxxx.afd.ghs.google.com (xxxxxxxxx হচ্ছে এডসেন্স পাবলিশার আইডি)
@ - A (address) - 216.239.32.21 অথবা 216.239.34.21 অথবা 216.239.36.21 অথবা 216.239.38.21
প্রায় সব ডোমেইন প্যানেল দেখতে একই রকম, শুধু গেটাপ চেঞ্জ। ডিএনেস পরিবর্তনের মোটামুটি ৩০ মিনিট অপেক্ষার পরই আপনার এডসেন্স ফর ডোমেইন সক্রিয় হবে। তবে ডিএনএস যদি চেঞ্জ না হয় তবে আরো বেশি সময় লাগবে, এটা নির্ভর করছে আপনার ডোমেইন কোঃ এর উপর। দেখুন একটি পার্ক ডোমেইনের বিজ্ঞাপন।
-------------------------
টাকা দিয়ে ডোমেইন কিনে তারপর টাকা না পেলে অনেকেরই লাভের চেয়ে লসের সম্ভাবনাই বেশি। আমি তো মনে করি অনলাইনে টাকা কামাই করতে এসে অনেকে অনেক পরিশ্রম করেছে, কিন্তু টাকা পায় নাই-তবে লাভ একটা হয়েছে-অনেক কিছু শিখতে পেরেছে।
দুইটা জিনিস মূলতঃ ইন্টারনেটের এত রিসোর্সের জন্ম দিয়েছে-এক. টাকা কামাইয়ের ইচ্ছা দুই. বিনোদন।
এডসেন্স ফর ডোমেইন কি?
এডসেন্স ফর ডোমেইন হল এডসেন্স এ কোন ডোমেইন কে পার্ক করে রাখা। এটি সাধারণ এডসেন্সের চারটি প্রোডাক্টের মাঝে একটি। আপনার যদি ডোমেইন থাকে, তাহলে আপনি ডোমেইনটি গুগলের সার্ভারে পার্ক করে গুগল এডসেন্স দেখিয়ে উপার্জন করতে পারেন। এজন্য কেবল ডোমেইন থাকলেই চলে, কোনো হোস্টিং কিংবা ব্লগের দরকার নেই। তবে ডোমেইন দেখিয়ে এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন না, কেবলমাত্র এডসেন্স একাউন্ট থাকলেই কেবলমাত্র এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।
ডোমেইন পার্ক কি?
ডোমেইন পার্ক (Domain Park) হলো ধরুন আপনি খুব ভালো নামের একটি ডোমেইন কিনে রেখেছেন যার চাহিদা হয়তো ভবিষ্যৎ এ খুব বাড়তে পারে সেটাকে বিক্রীর জন্য কোন সাইটে রাখা তাই হচ্ছে ডোমেইন পার্কিং। যেমন ধরুন ওয়াল্ডর্কাপ ২০১১ বা আইপিএল ২০১২ এরকম বিভিন্ন ইভেন্টের ডেমোইন আগেই কিনে রাখলেন পরে তারা যখন ওই ডোমেইন খুজবে না পেয়ে আপনার ডোমেইনটি কিনতে চাইলেই আপনার পোয়াবারো বিশাল দামে বিক্রী করতে পারবেন অনয়াসেই।
ডোমেইন পার্কিং কতটা লাভজনক?
ভাল ডোমেইন নিয়ে যদি পার্ক করে রাখতে পারেন তবে আজ আর কাল ভাল দামে বিক্রী হবেই। এক্ষেত্রে কয়েকটি উদাহরন টানি যেমন মাত্র ১০ডলারে কেনা ডোমেইন business.com বিক্রী হয়েছিল ৭ লাখ ডলারে। আর বারাক ওবামার নামের একটি ডোমেইন এখন পর্যন্ত ২১ লাখ ডলার দাম উঠেছে।
তাহলে সবাই এ কাজে ডোমেইন ব্যবহার করছে না কেন?
কারণটা খুবই সহজ। যেখানে সারাদিন অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়া যায় না, সেখানে একটি পুরোপুরি নতুন ডোমেইনে কি করে ট্রাফিক পাওয়া সম্ভব? আর ট্রাফিক না পেলে যতই মাথা চুলকান ডোমেইনে কেন, পুরো ইন্টারনেটেই কোনোভাবে আয় সম্ভব নয়। তাই অনেকেই ডোমেইন ফর এডসেন্স ঠিকই শুরু করেন কিন্তু ট্রাফিক না পেয়ে আগ্রহ হারিয়ে ফেলেন।
তাহলে উপায় কি?
প্রথমত, এ বিষয়ে স্বল্প সময়ে ভাল আয় করতে হলে আপনাকে niche topic খুঁজে বের করতে হবে যাতে স্বল্প অপটিমাইজেশনেই ট্রাফিক পাওয়া যায়। এবার সেই বিষয় অনুযায়ী ডোমেইন নেম রেজিস্ট্রেশন করুন কিংবা যেসব ডোমেইন পড়ে আছে সেই বিষয়ক niche topic খুঁজুন। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ সেটআপ করুন এবং কিছুদিন ধুমছে পোষ্ট করতে থাকুন। পোষ্টের মান ভাল না হলেও চলবে, কিন্তু keywords এর দিকে লক্ষ্য রাখুন এবং কপি-পেস্ট পোস্ট থেকে বিরত থাকুন।এভাবে ১/২ মাস পরে যখনই দেখবেন ট্রাফিক পাচ্ছেন, তখনই ব্লগ ডিলিট না করে কেবলমাত্র ডোমেইনটিতে এডসেন্স ফর ডোমেইন সেটআপ করুন। ফলে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাবেন ঠিকই কিন্তু তারা আপনার ব্লগ দেখবে না, তারা খুঁজে পাবে আপনার গুগলে পার্ক করা এডসেন্স ফর ডোমেইনের পেজটি। ফলে এডসেন্সে ক্লিক পড়ার হার অনেকাংশে বেড়ে যাবে। আর যখন দেখবেন আয় ধীরে ধীরে কমে আসছে, তখন আবার ডোমেইনে ব্লগটিকে ফিরিয়ে আনুন এবং কনটেন্ট যুক্ত করা শুরু করুন। এভাবে প্রক্রিয়াটি বারবার ব্যবহার করতে পারেন।
শুধু কি বড় দামের আশায়ই পার্ক করবেন?
না কারন বড় লাভের আশায় থাকলে কতদিনে আপনার প্রত্যাশিত দাম পাবেন তা বলা দুরূহ। কিন্তু আপনি যদি একটু ভাল ডোমেইন নিয়ে কয়েকশ ডলারে বিক্রীর জন্য চেষ্টা চালান তাহলে বলা যায় আপনি ঘন ঘন এরকম ডোমেইন বিক্রী করতে পারবেন। আর কয়েকশ ডলারে বিক্রীও কিন্তু অনেক লাভজনক কারন ডোমেইনটি মাত্র ১০ডলারে কেনা।
ক্ষতির সম্ভাবনা আছে কি?
যদি বিক্রী না হয় তাতেও কোন ক্ষতি নাই কারন যেখানে পার্ক করবেন সেখান থেকে অন্তত বছর শেষে ডোমেইন রিনিউ করার খরচ উঠবে তা নিশ্চিত ভাবেই বলা যায়। তাই এটি সম্পূর্ণ ঝুকিমুক্ত এবং এতে ক্ষতি হবার কোন সম্ভাবনই নাই। আর যদি ডোমেইন কিনতে না চান বা প্রথমে ব্যাপারটা যাচাই করতে চান তাহলে tk এর ফ্রি ডোমেইন দিয়েও যাচাই করতে পারেন কারন এই ডোমেইনও পার্ক করা যায়।
এডসেন্স ছাড়া আর কোথায় করা যায় ডোমেইন পার্কিং?
এডসেন্স ছাড়াও আরো অনেক জায়গায় ডোমেইন পার্ক করা যায়। তন্মধ্যে সবচেয়ে ভাল হলো Sedo.com। সত্যি বলতে কি Sedo.com ই ডোমেইন পার্কিং এর সবচাইতে ভাল জায়গা।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এডসেন্স ফর ডোমেইন অনেকটা পাঠককে ধোকা দেওয়ার মত। তাই এ থেকে আয় না করাই ভালো। যদি বিক্রি করে দেন তাহলে অন্য হিসাব।
Post Source from sam.azgor.com
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
অনেক উপকারী টিউন । ধন্যবাদ ।