টিটিকে আবার দেখে খুশিতে আরও একটা টিউন করে ফেল্লাম।পরে দিতে চেয়েছিলাম কিন্তু সামলাতে পারলাম না নিজেকে আর।
টাকা দিয়ে যেসব সফটওয়্যার কিনতে হয় সেগুলোর জন্য আমাদের মত গরিব দেশের(কিছু মনে করবেন না যেটা সত্য তাই বললাম) মানুশ সিরিয়াল কী এবং ক্র্যাক ব্যবহার করে থাকি।যাই হোক আমি নিজেও অই পাবলিক।যারা কিনেন তাদের এই পোস্ট না পরলেও চলবে। আমার মত যারা এমন তাদের জন্য এই পোস্ট। তো সিরিয়াল কী এবং ক্র্যাক বের করতে আমাদের জান খারিজ হয়ে যায় মাঝেমধ্যে । আর নয় কষ্ট করা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! গুগল মামা আমাদের এই কষ্ট দূর করে দিয়েছে। কিভাবে করবেন??????????!!!!!!!!!!!! দেখুন একদম সহজ।
১।প্রথমে http://www.google.com/
যান।
২। তারপর সার্চ এ
[p h p]94FBR (যে সফটওয়্যার এর সিরিয়াল কী এবং ক্র্যাক চান তার নাম)[/p h p]
টাইপ করুন।
৩। খুব কঠিন লাগছে তাই না। উদাহরণটি দেখুন। Norton
৪।ধরুন আমি Norton এর সিরিয়াল কী অথবা ক্র্যাক চাইছি। তাহলে সার্চ দিতে হবে এই ভাবে
[p h p]94FBR Norton[/p h p] p h p লিখতে স্পেস দিবেন না টাইপ করুন php একসাথে । ব্যাস পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সেই সিরিয়াল কী অথবা ক্র্যাক (তবে ওয়েবসাইট এ থাকতে হবে নাহলে পাবেন না)।
কেমন লাগলো জানাতে ভুলবেন না । ভাল থাকবেন।
আমি Koushik_dhk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে এখন কিছু পেলাম না,শুধু শুন্যতা যেন মরুর মাঝে হেঁটে চলা এক বেদুইন!!!~!!!
টিউন টি ভাল হয়েছে। তবে এ বিষয়ে আগেও পড়েছি somewhereinblog এ।