VLC PLAYER দিয়ে ৬ টি কাজ করা যায় যা হয়ত আপনি জানেনই না !

সবাইকে জানাই আমার সালাম।কেমন আছেন সবাই?সবাইকে নতুন টিটিতে জানাই স্বাগতম।আজ আমি আপনাদের VLC PLAYER ৭ টি মজার কাজ কিভাবে করতে হয় তা বলব।

যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

 1. Rip DVDs:

VLC PLAYER DVD RIP করতে পারে । যা অনেকেরই অজানা । বেশ ভালো রকমের RIP করা যায় এই অপশনটি ব্যবহার করে ।
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল
undefined
১. Media >Convert/save Option এ যান
২. তারপর DVD Disc টা দেখিয়ে দিন ।
৩. আপনি চাইলে কোন নির্দিষ্ট ফাইল বা তার যে কোন Title কে এর দ্বারা RIP করে নিতে পারেন ।
৪. সেভ বাটনে চাপুন ।

2. Record videos:

VLC PLAYER দিয়ে ভিডিও বা মুভি চালানোর সময় যে কোন মুভি বা তার অংশ বিশেষ সেভ করে রাখা যায় । এই অপশনটা বাই ডিফল্ট হিডেন করা থাকে । অপশন টি ব্যবহারের জন্য যা করতে হবে তা হচ্ছে
View থেকে Advanced Control এ চাপুন
কারপর আপনি রেকর্ড বাটন টি দেখতে পাবেন ।
undefined
ব্যাস এবার ইচ্ছে অনুযায়ী নির্দিষ্ট অংশের ভিডিও রেকর্ড করুন ।

রেকর্ড করলে ভিডিওটা মাই ডকুমেন্টস এর মাই ভিডিও তে সেভ হয় এটা জানা না থাকলে ডিডিও টা কোথায় সেভ হল খুজে পাবেন না আর একটা কথা রেকর্ডের লাল বটমটা একবার ক্লিক এ শুরু আর একবার ক্লিক এ স্টপ এটা খেয়াল রাখবেন
3. Play RAR files:

VLC PLAYER RAR File এ চালাতে সক্ষম ! তবে এর জন্য RAR ফাইলের ভেতরে জিপ করা ভিডিও ফাইল থাকতে হবে । যদি একটি ভিডিও ফাইল কয়েকটি পার্টে করা থাকে তবেও কোন সমস্যা নেই । আপনি শুধু একটি ফাইলকে (.part001.rar ) দেখিয়ে দিন । VLC PLAYER অটোমেটিক্যালি অন্য ফাইলগুলো কে ডিটেক্ট করে নিবে ।

4. Play in ASCII mode:

(American Standard Code for Information Interchange)
VLC PLAYER এর আরেকটি দারুন গুন হচ্ছে এটি দিয়ে মুভি ASCII art মুডে চালানো যায় ।
এর জন্য যা করতে হবে তা হচ্ছে tools থেকে Preferences এ যান ।

তারপর বাম বাম থেকে আপনার পছন্দের অনুযায়ী অপশন টি নির্বাচন করুন এবং সেভ করে বের হয়ে আসুন ।

 

5. Convert Audio and Video formats:

বিভিন্ন ধরনে অডিও ভিডিও ফাইলকে এই প্লেয়ার কর্ভার্ট করতে পারে । সেগুলো হচ্ছে MP4, WMV, AVI, OGG, MP3 etc
এর জন্য যা করতে হবে তা হলো
Media –>Convert/Save এ যান
ডে ফাইলটি কে কনভার্ট করতে চান সেটিকে দেখিয়ে দিন ।

এবার Convert/Save এ ক্লিক করুন ।
প্রোফইল মানে আউটপুট ফরমেট নির্বাচন করুন
এবং Destination দেখিয়ে দিন ।

6. Download YouTube and other online videos:

নেট থেকে আমরা VLC PLAYER এর দ্বারাও ভিডিও নামাতে পারি । বিশেষ করে YOUTUBE এর ভিডিও গুলোকে সহজেই VLC PLAYER দ্বারা নামানো যায় ।
এ জন্য যা করতে হবে তা হচ্ছে
Media –>Open Network stream
এখানে যে URL এর বক্স টি দেখা যাবে সেটির ভেতরে ভিডিওর লিংকটি

কপি করে পেষ্ট করতে হবে এবং Play Button এ ক্লিক করতে হবে ।
এবার Tools –>Codec Information এ যান
নিচের দিকে দেখুন একটি লোকেশন বক্স দেখাচ্ছে
এবার এখান থেকে URL টি কপি করে আপনার ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করুন ।
undefined
এবার আপনি চাইলে আপনার হার্ড ডিস্কে ভিডিও টি সেভ করতে পারেন । বা আপনি চাইলে রেকর্ড ও করে রাখতে পারেন ।

যাদের VLC PLAYER নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড VLC PLAYER

কেমন লাগল জানাতে ভুল্বেন না।কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার আগের টিউনগুলো দেখতে পারেন ।

আর নয় কষ্ট করে সফটওয়্যার এর সিরি য়াল কী এবং ক্র্যা ক খোঁজার!!!!এই কাজটি আর কেউ নয় স্বয়ং গুগল মামা করে দিবে।মিস করবেন না।

Java Programming শেখার জন্য নিয়ে এলাম Effective Java(বেস্ট বুক বাই ইউজার রিভিউ) নামের দারুন একটা বই(আপনিও পারবেন সফল প্রোগ্রামার হতে)!!!

C++ সম্পর্কিত একটি অসাধারণ বই

ভাল থাকবেন।

Level 0

আমি Koushik_dhk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে এখন কিছু পেলাম না,শুধু শুন্যতা যেন মরুর মাঝে হেঁটে চলা এক বেদুইন!!!~!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Many many thanks.

    অনেক দিন পর টিটিকে দেখে কি জ খুশি হয়েছি তা বলে বোঝান যাবে না।আপনাকেও ধন্যবাদ।

nice tune…

    ধন্যবাদ আপনাকেও।

sathe vlc er dwnld link den…..xotil hbe….now onek kaje dbe..

    ওকে।ধন্যবাদ বলার জন্য।ভাল থাকবেন।

আমি অনেক দিন যাবত ই VLC PLAYER চালাচ্ছি। আসলে আমার কাছে মনে হয় এটার উপর আর কোন প্লেয়ার নেই। ১ ব্যাপার অজানা ছিল আজ জেনে নিলাম। ধন্যবাদ কৌশিক আপনাকে :)।

    একমত তবে আমি Gom player এর ও মারাত্মক ধরণের ভক্ত। আমার মতে দুটো প্লেয়ারই ভাল। কোনটা কারও থেকে কম নয়।আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য।

সুন্দর টিউন। +++++++++

অন লাইন রেডিও শুনতে পাইনা।

টিউনের জন্য ধন্যবাদ

    ধন্যবাদ আপনাকেও। (:

vai jos tune krcn.sry vai phn dia ailam tai banglai likte parlam na.

    কোন সমস্যা নেই। কমেন্ট করেছেন এতেই আমি খুশি। এত ভিউ আর লাইক মাত্র ১২…।। কষ্ট পাইলাম ।।বোধয় পোস্ট টি ভাল হয় নাই। 🙁

Level 0

অনেক কাজে লাগবে। ধন্যবাদ।

Level 0

শুরু থেকেই ভিএলসি ব্যবহার করছি। খুব ভাল একটি সফটওয়ার। বিশেষ করে অডিও প্লেয়িং অসাধারন। এর বিট রেট খুব ভাল। কিন্তু কিছু কছু ভিডিও ফাইল প্লে করলে আরও একটি ব্লাক উইন্ডো ওপেন হয় যার কারন এথনও অজানা। কেউ কি এর সমাধান দিতে পারেন?
আপনার লেখা আমার খুব ভাল লেগেছে।চালিয়ে যান।

    ধন্যবাদ 🙂 :):) :):) :)। ওইটা একটা বাগ হতে পারে ভিএলসি প্লেয়ার এর।

Level 2

fatafati tune

    অগনিত ধন্যবাদ। 🙂 🙂 🙂 🙂

দারুন ………..

ভাল টিউন 🙂

valo laglo.

    ধন্যবাদ আপনাকেও…..

Level 0

awesome

Level 0

Khub Shundor Tune. Ato Kechu Jantam Na. Skin Change Er Bishoyta Bolle R Ektu Valo Hoto 🙂

    আসলে এখন আমি semester ফাইনাল এক্সাম নিয়ে বিজি। পরে বলব।

Listen to online radio:
VLC te -Media –>Services Discovery –> Shoutcast radio listings ei option guli kothay bolte paren.?
Ami vlc er latest verson v1.1.11 use kori ..onek din dhore r onek khuje Radio option paini..

    ওটা এখন ব্যাবহার করি নাই…তাই বলতে পারলাম না।।

GD 🙂

Level 0

Thanks

আগে VLC তে ছিলাম, এখন KMplayer এ এসেছি এর গতি ও একটা গোপন অপশনের কারনে 😀

ভাই আর কয়েকদিন পরে এটা নিয়ে ও পোস্ট করব। 🙂 🙂

কমেন্ট মুছে প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়াটা কি উচিত ? না জেনে টিউন করে থাকলে ভুল স্বীকার করবেন নির্দ্বিধায় । এতে আপনার প্রতি আস্থা বাড়ে । টিউন করার আগে সব ভালভাবে দেখে নিবেন । কিন্তু কমেন্ট…

যাই হোক কিছু অংশ বাদে বাকি অজানা কিছু লিখার জন্য ধন্যবাদ ।

    আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন । একটা টিউন করে দেখুন???? মুখে বলা অনেক সহজ কাজে করা অনেক কঠিন। এই টিউন আমার ১ম না ৩য় । আপনার মত কেউতো কোন অভিযোগ করল না । সমালোচক দের সাথে বাড়াবাড়ি করার জন্য আমি টিউন করি না ।।রেডিও অপশন বাদে অন্যগুলো জানলেন টা নিয়ে কিছু না বলে আমাকে না জেনে টিউন করতে মানা করছেন। শুনুন তর্ক না করার জন্য আমি কমেন্ট টি মুছে দিয়েছিলাম । কারন কথার খেলায় আমি কখন হার মানি না।। কিছু মনে করবেন না আপনি আমাকে বাধ্য করলেন।। দুঃখিত। ।

Level 0

ধন্যবাদ……আমিও VLC ব্যবহার করি কিন্তু এত কিছু Option Use করে দেখিনি।

    আশা করি এখন অপশন গুলো ব্যাবহার করতে পারবেন। । ।

Level 0

many many thanks ami vlc use kori but option gulo jana silo na

    শুনে খুশি হলাম ।।

বেশ কয়েকটি সুবিধার কথা জানতাম না। ধন্যবাদ।