VIRUS Code: মিনিটের মধ্যে হাজার হাজার Folder ।

এই প্রোগ্রামটি যেমন মজার তেমন ঝামেলাকর। এই প্রোগ্রামটি Open করা মাত্রই মিনিটের মধ্যে হাজার হাজার Folder তৈরি হয়ে যাবে। আপনি যদি প্রোগ্রামটি বন্ধ না করেন তবে Folder এর সংখ্যা হাজার থেকে লক্ষ এমনকি কোঁটি পর্যন্ত চলে যেতে পারে। আমি Experiment স্বরূপ ৭৭,৪৭৮ টি Folder বানিয়ে প্রোগ্রাম বন্ধ করেছি।

১। Open Notepad

২। নীচের Code টি Type করুন।

@echo off

:top

md %random%

goto top

৩। এরপর Folder.bat নামে Save করুন।

দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাস কোড না বানিয়ে ভাইরাস রিমুভার কোড বানান তাতে মানুষের উপকারে আসবে। যে সব কোড মানুষের ক্ষতির কারণ হয় সেগুলা নিয়ে নাড়াচাড়া না করাই একজন প্রকৃত মানুষের কাজ হবে। ধন্যবাদ

    ভাই আমার জানা মতে Virus রিমুভ এর কোন কোড হয় না। আর Virus ক্ষতিকর প্রোগ্রাম হলেও এর মাধ্যমে অনেক কিছু শিখার আছে। একটা রোগ কি ভাবে হয় তা যদি জানেন তবে সেই রোগের ঔষধ বা প্রতিকারও আপনি নিজে বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।

Level 0

vaia chalu korle off korbo ki kore . sheta liklen na je..

    সকল প্রোগ্রাম যে ভাবে অফ করে × বাটন ক্লিক করে সে ভাবে।

Level 0

http://www.mediafire.com/?2hd67u8b9a1dd
ekhane ai rokom aro 2ta ache
aigulo VB er code
harmful na just pain dibe nd pc restart korte hoy
link er gulo akta may be kothao cursor rakhle u r a fool ai likha ta asbe
nd likhtei thakbe
onno ta vhule gesi but nothing serious

thanks for this post, but folder pc ar kon drive ba kothai create hosse seta ami bujte partesina , please seta clear koren…

    আপনি যে Folder এ File টি রেখে Open করবেন সেই Folder ই Folder তৈরি হতে থাকবে।

Level 0

ধন্যবাদ ! Vaiya, 4m mobile, siliguri.

hmm