এই প্রোগ্রামটি যেমন মজার তেমন ঝামেলাকর। এই প্রোগ্রামটি Open করা মাত্রই মিনিটের মধ্যে হাজার হাজার Folder তৈরি হয়ে যাবে। আপনি যদি প্রোগ্রামটি বন্ধ না করেন তবে Folder এর সংখ্যা হাজার থেকে লক্ষ এমনকি কোঁটি পর্যন্ত চলে যেতে পারে। আমি Experiment স্বরূপ ৭৭,৪৭৮ টি Folder বানিয়ে প্রোগ্রাম বন্ধ করেছি।
১। Open Notepad
২। নীচের Code টি Type করুন।
@echo off
:top
md %random%
goto top
৩। এরপর Folder.bat নামে Save করুন।
দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
Tnx