পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না । তবে আপনি চাইলে সহজেই পেন্ড্রাইভের ভাইরাস শনাক্ত
করতে পারেন । এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start>Run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন
খুলুন । এখন My computer -এ ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন । যেমন, ড্রাইভ লেটার যদি K হয়, তাহলে কমান্ড অপশনে K: লিখে এন্টার কী চাপুন । এরপর dir/w/o/p এই কমান্ডটি হুবহু লিখে এন্টার কী চাপুন । এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পাবেন ।
ফাইলের তালিকায়Bha.vbs,Iexplore.vbs,RVHost.exe,Ravmon.exe, New Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইলে অথবা ".exe" এক্সটেনশনের কোনো ফাইল আছে কিনা দেখুন । যদি এ রকম কোনো ফাইলে দেখতে পান তাহলে "attrib -h -r -s -a *.* " এই কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখন del file name কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখানে file name - এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে । যেমন, আপনি যদি Autorun.inf ভাইরাসটি মুছে ফেলতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার কী চাপুন । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ নিরাপদে থাকার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ স্ক্যান করতে পারেন ।
N.B. : আমার আগে যদি কেহ এই ধরনের পোস্ট দিয়ে থাকেন তাহলে এডমিন ভাইকে অনুরোধ করছি যেন এই পোস্টটি মুছে ফেলে । আমার আগের পোস্টটির কমেন্টগুলোর জন্য সবাইকে ধন্যবাদ । ভাল আর মন্দ মিলিয়ে ত মানুষ । সমলোচনা মানুষকে সত্য ও সঠিক পথে চলতে সাহায্য করে ।
আমি meraaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখি কাজ করে কিনা ………
ধন্যবাদ শেয়ার করার জন্য
সুন্দরবনকে sms এর মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন ………………
কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/