পেনড্রাইভের ভাইরাস দূর করুন কমান্ড প্রম্পটের মাধ্যমে

পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম  থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না । তবে আপনি চাইলে সহজেই পেন্ড্রাইভের ভাইরাস শনাক্ত

করতে পারেন । এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start>Run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন

খুলুন । এখন My computer -এ ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন । যেমন, ড্রাইভ লেটার যদি K হয়, তাহলে কমান্ড অপশনে K: লিখে এন্টার কী চাপুন । এরপর dir/w/o/p এই কমান্ডটি হুবহু লিখে এন্টার কী চাপুন । এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পাবেন ।

ফাইলের তালিকায়Bha.vbs,Iexplore.vbs,RVHost.exe,Ravmon.exe, New Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইলে অথবা ".exe" এক্সটেনশনের কোনো ফাইল আছে কিনা দেখুন । যদি এ রকম কোনো ফাইলে দেখতে পান তাহলে "attrib -h -r -s -a *.* " এই কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখন del file name কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখানে file name - এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে । যেমন, আপনি যদি Autorun.inf ভাইরাসটি মুছে ফেলতে চান, তাহলে del Autorun.inf  লিখে এন্টার  কী চাপুন । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ নিরাপদে থাকার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ স্ক্যান করতে পারেন ।

N.B. : আমার আগে যদি কেহ এই ধরনের পোস্ট দিয়ে থাকেন তাহলে এডমিন ভাইকে অনুরোধ করছি যেন এই পোস্টটি মুছে ফেলে । আমার আগের পোস্টটির কমেন্টগুলোর জন্য সবাইকে ধন্যবাদ । ভাল আর মন্দ মিলিয়ে ত মানুষ । সমলোচনা মানুষকে সত্য ও সঠিক পথে চলতে সাহায্য করে ।

Level 0

আমি meraaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কাজ করে কিনা ………
ধন্যবাদ শেয়ার করার জন্য :mrgreen:

সুন্দরবনকে sms এর মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন ………………
কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

Level 0

আর যদি ভাইরাস না থাকে তাহলে ও কি এই কমান্ড লিখা যাবে? আর যদি এইটি কনো মেমোরি কাডের সময় ব্যবহার করা যাবে কিনা?

Level 0

ভাল লেখা, সবার কাজে লাগবে, ধন্যবাদ।

জানতাম না শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ইনশাল্লাহ কাজ করবে এবং আপনাকে ও ধন্যবাদ @ বোকা ছেলে আইন্সটাইন ।
এই কমান্ডের সাহাযে আপনি ভাইরাস আছে কিনা তা শনাক্ত করতে পারবেন এবং আপনি এই কমান্ডের মাধ্যমে মেমরি কার্ডেও ব্যবহার করতে পারবেন এবং আপনাকে ও ধন্যবাদ @ kaiyum_ctg ।
আপনাকে ও ধন্যবাদ কমেন্ট করার জন্য @ Parvage ।

Level 0

ধন্যবাদ…..

Level 2

bhai amar china pendrive 4gb but now its capacity 30mb. Likha ashe write protechted .ki kori ki kori?

Miazi k bolci apni command prompt(run>>cmd)Pendrive .format kore dekthte paren…tnx.