ফোনে ভাইরাস ঢুকেছে? বোঝার উপায় জেনে নিন

অনেকসময় ফোনের মধ্যে ঢুকে যায় ভাইরাস। যার ফলে ফোনের তথ্য চুরি হয়। ফোন সঠিকভাবে কাজ করে না। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে সমস্যার সমাধান?

বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে 84 শতাংশই Android এবং iOS ব্যবহার করেন এবং তাঁদের মধ্যে অধিকাংশই প্রায় সব ধরনের কাজ সম্পন্ন করে মোবাইল ফোনের মাধ্যমে। তাই নিজেদের স্মার্টফোন যাতে সঠিক থাকে সে বিষয়ে নজর দেওয়া দরকার।

ফোনে ভাইরাস ঢোকে কীভাবে?
ফোনে ভাইরাস অ্যাটাকের অর্থ কোনও ম্যালওয়ার ফোনের ভিতর ঢুকে পড়ে। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যায় হ্যাকারদের হাতে। মূলত বিভিন্ন হ্যাকারদের গ্রুপ ফোনের মধ্যে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দেয়। সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ। কারণ তার মাধ্যমে ফোনে ঢুকে যায় অনেক ম্যালওয়ার। অন্যদিকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভাইরাস ঢুকে যায় এবং ফোনের ভিতর ঢুকে নজরদারির কাজ করে। ফোনে ভাইরাস ঢুকলেও অনেকে বুঝতে পারেন না। এবার জেনে নিন কীভাবে ফোনের ভাইরাস ঢুকলে তা বুঝবেন এবং ফোন থেকে কীভাবে ভাইরাস বের করবেন?

জেনে নিন সেগুলি-

  • কোনও অ্যাপ চালু হতে দীর্ঘক্ষণ সময় লাগে অথবা কোনও অ্যাপ ব্যবহার করার সময় হঠাৎ ক্র্যাশ করে যাবে।
  • ডিভাইস হঠাৎ স্লো হয়ে যায়।
  • ফোন ব্যবহার না করলেও গরম হতে শুরু করে ফোন।
  • ফোনের ব্যাটারি অতি দ্রুত শেষ হয়ে যায় এবং যত দিন যায় ততই ফোনের ব্যাটারি পার্ফম্যান্স কমতে থাকে।
  • ফোনে প্রায়শই পপ-আপ অ্যাড দেখা যায়।

ফোনের ভাইরাস কীভাবে বের করবেন?

  • ফোন রিস্টার্ট করুন। প্রয়োজনে সব ডেটা ডিলিট করতে হবে।
  • কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। কারণ লিঙ্কের মাধ্যমে অনেক সময় ম্যালওয়ার ফোনে ঢুকে যায়।
  • অ্যাপ ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে। কোনও ভাবেই APK ফাইল ডাউনলোড করবেন না। অ্যাপ ডাউনলোডের জন্য App store এবং Google Play store ব্যবহার করুন।

ধন্যবাদ, আমার টিউনটি পড়ার জন্য। আরো মজার টিউন পেতে আমার টিউন প্রোফাইলে ঘুরে আসুন আর প্রতিদিন আপডেট পেতে ফলো বাটনে ক্লিক করুন।

Level 1

আমি শ্রাবন মজুমদার। Manager, Reputed Company, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস